Home /News /sports /

India vs Australia: শতরান করার পরেই চাঞ্চল্যকর স্বীকারোক্তি স্টিভ স্মিথের

India vs Australia: শতরান করার পরেই চাঞ্চল্যকর স্বীকারোক্তি স্টিভ স্মিথের

Photo- PTI

Photo- PTI

পরপর দুটি ম্যাচে শতরান করা স্টিভ স্মিথ নিজের মুখে পরিস্থিতির কথা জানালেন৷

 • Share this:

  #সিডনি: স্টিভ স্মিথ শতরানের ধামাকা দেখিয়েছেন৷ কিন্তু এরপরেই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন খোদ অজি তারকা৷ তাঁর ভার্টিগো রয়েছে৷ অর্থাৎ মাথা ঘোরার রোগ৷ দ্বিতীয় একদিনের ম্যাচের আগে তাঁর স্বীকারোক্তি তাঁর খুব খারাপভাবে তাঁর মাথা ঘুরছিল৷ তিনি সিরিজ জয়ের ম্যাচে আদৌ খেলার মতো সুস্থ ছিলেন না৷

  স্মিথ একটি বিধ্বংসী ৬২ বলে ১০০ রান করেন তিনি৷ অস্ট্রেলিয়া এদিন ম্যামথ ৩৮৯ রান করেছিল দ্বিতীয় একদিনের ক্রিকেটে৷ যা তারা কোনও ভুলচুক না করেই রক্ষা করেছিল এবং সিরিজ পকেটে পুরে নিয়েছিল৷

  প্রাক্তন অজি অধিনায়ক জানিয়েছেন, ‘সেই সময় পরিস্থিতি আয়ত্তের বাইরে লাগছিল৷’

  তিনি আরও বলেন, ‘ আমি জানতাম না আমি আজ খেলব কিনা৷ সকাল থেকেই খুব খারাপ ধরণের ভার্টিগো হচ্ছিল৷ আমি এখনও অবধি সেটাতে আছি৷ আমি আগে এসে একটু আধটু দৌড়োচ্ছিলাম৷ ’ দ্বিতীয় ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পর এই সত্যি জানিয়েছেন স্টিভ স্মিথ৷

  স্মিথ জানিয়েছেন একদল চিকিৎসকের প্রধান লেই গোল্ডিং তাঁকে সাময়িক নিষ্কৃতি দিচ্ছে৷ এপ্লি ম্যানুয়েভার দিয়ে তাঁকে সাময়িক কষ্ট থেকে নিষ্কৃতি দেন৷ যাতে একের পর সিরিজ হেড মুভমেন্ট হয়৷ এই রোগ হয় অন্তঃকর্ণের সমস্যা থেকে৷

  তিনি আরও বলেন, ‘  আমার ধারণা চিকিৎসক ছটি  Epley manoeuvres অ্যাপ্লাই করেন সকাল থেকে৷  আমার কান থেকে ক্রিস্টাল বার করে নেন৷ আমি পরিস্থিতির সঙ্গে লড়াই করছি৷ ’

  ‘এখান থেকে বেরিয়ে খেলতে পেরেছি -যা দলকে সাহায্য করেছে আমায় খেলতে ও দলকে জিততে৷ ’

  স্মিথ যিনি ৬৬ বলে ১০৫ রান করেন প্রথম একদিনের ম্যাচে৷ রবিবার স্মিথ শ্রেয়স আইয়ারের দুরন্ত ক্যাচ নিয়ে নেন৷

  Published by:Debalina Datta
  First published:

  Tags: India vs Australia, Steve Smith

  পরবর্তী খবর