India vs Australia: শতরান করার পরেই চাঞ্চল্যকর স্বীকারোক্তি স্টিভ স্মিথের

Last Updated:

পরপর দুটি ম্যাচে শতরান করা স্টিভ স্মিথ নিজের মুখে পরিস্থিতির কথা জানালেন৷

#সিডনি: স্টিভ স্মিথ শতরানের ধামাকা দেখিয়েছেন৷ কিন্তু এরপরেই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন খোদ অজি তারকা৷ তাঁর ভার্টিগো রয়েছে৷ অর্থাৎ মাথা ঘোরার রোগ৷ দ্বিতীয় একদিনের ম্যাচের আগে তাঁর স্বীকারোক্তি তাঁর খুব খারাপভাবে তাঁর মাথা ঘুরছিল৷ তিনি সিরিজ জয়ের ম্যাচে আদৌ খেলার মতো সুস্থ ছিলেন না৷
স্মিথ একটি বিধ্বংসী ৬২ বলে ১০০ রান করেন তিনি৷ অস্ট্রেলিয়া এদিন ম্যামথ ৩৮৯ রান করেছিল দ্বিতীয় একদিনের ক্রিকেটে৷ যা তারা কোনও ভুলচুক না করেই রক্ষা করেছিল এবং সিরিজ পকেটে পুরে নিয়েছিল৷
প্রাক্তন অজি অধিনায়ক জানিয়েছেন, ‘সেই সময় পরিস্থিতি আয়ত্তের বাইরে লাগছিল৷’
advertisement
তিনি আরও বলেন, ‘ আমি জানতাম না আমি আজ খেলব কিনা৷ সকাল থেকেই খুব খারাপ ধরণের ভার্টিগো হচ্ছিল৷ আমি এখনও অবধি সেটাতে আছি৷ আমি আগে এসে একটু আধটু দৌড়োচ্ছিলাম৷ ’ দ্বিতীয় ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পর এই সত্যি জানিয়েছেন স্টিভ স্মিথ৷
advertisement
স্মিথ জানিয়েছেন একদল চিকিৎসকের প্রধান লেই গোল্ডিং তাঁকে সাময়িক নিষ্কৃতি দিচ্ছে৷ এপ্লি ম্যানুয়েভার দিয়ে তাঁকে সাময়িক কষ্ট থেকে নিষ্কৃতি দেন৷ যাতে একের পর সিরিজ হেড মুভমেন্ট হয়৷ এই রোগ হয় অন্তঃকর্ণের সমস্যা থেকে৷
তিনি আরও বলেন, ‘  আমার ধারণা চিকিৎসক ছটি  Epley manoeuvres অ্যাপ্লাই করেন সকাল থেকে৷  আমার কান থেকে ক্রিস্টাল বার করে নেন৷ আমি পরিস্থিতির সঙ্গে লড়াই করছি৷ ’
advertisement
‘এখান থেকে বেরিয়ে খেলতে পেরেছি -যা দলকে সাহায্য করেছে আমায় খেলতে ও দলকে জিততে৷ ’
স্মিথ যিনি ৬৬ বলে ১০৫ রান করেন প্রথম একদিনের ম্যাচে৷ রবিবার স্মিথ শ্রেয়স আইয়ারের দুরন্ত ক্যাচ নিয়ে নেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Australia: শতরান করার পরেই চাঞ্চল্যকর স্বীকারোক্তি স্টিভ স্মিথের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement