Ind vs Aus: সিডনিতে জাদেজা জাদু, দেখে নিন আগুনে ফিল্ডিংয়ের ভাইরাল ভিডিও

Last Updated:

কুর্নিশ করছে সকলেই...

#সিডনি: ভারত বনাম অস্ট্রেলিয়া  (India vs Australia) -র মধ্যে সিডনি ক্রিকেট গ্রাউন্ড  (SCG) -এ খেলা হচ্ছে বর্ডার -গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) তৃতীয় টেস্ট ম্যাচে প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ  (Steve Smith)  ১৩১ রানের দুরন্ত ইনিংস খেলেন৷ স্মিথের এই দুরন্ত ইনিংসে ফুলস্টপ টানলেন প্রথম ইনিংসে বল হাতে সুপার পারফরমার রবীন্দ্র জাদেংজা (Ravindra Jadeja) ৷ তবে স্মিথ তাঁর বলে আউট হননি৷ তাঁর দুরন্ত থ্রো-য়ে ব্যাট হাতে প্যাভিলিয়নের রাস্তা ধরতে হয় তাঁকে৷
সিডনি টেস্টে জাদেজা বোলিং  ও ফিল্ডিং দুটি দিয়েই তিনি প্রভাব ফেললেন৷ তবে স্মিথের রান আউটটা যেভাবে করলেন তাতে মজেছেন নেটিজেনরা৷ ৬২ রান ৪ উইকেট পান তিনি৷ স্টিভের রানআউট যাঁরা মিস করেছেন তাঁদের জন্য রইল ভিডিও৷
advertisement
advertisement
জসপ্রীত বুমরাহ বল করেন, স্টিভ স্মিথ শট খেলেন৷ বল দূরেও গিয়েছিল, স্টিভ স্মিথ দ্বিতীয় রান নিতে চাইছিলেন৷ কিন্তু জাদেজা ফূর্তির সঙ্গে ডিপ স্কোয়ার লেগ থেকে সরাসরি থ্রোয়ে উইকেট ভেঙে দেন৷ বল সরাসরি স্টাম্পে লাগে৷ ডাইরেক্ট থ্রো-য়ে খতম স্টিভের ঝকঝকে ইনিংস৷ আর এইদিন স্টিভ স্মিথকে আউট করার সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়ার ইনিংসও শেষ হল৷ স্মিথ ২২৬ বলে ১৬ টি চার ও ৫৭.৯৬ স্ট্রাইকরেটে ১৩১ রানের অপূর্ব ও দায়িত্বশীল ইনিংস খেলেন৷
advertisement
জাদেজার বোলিং ঝড়ে এদিন অস্ট্রেলিয়া বেশ খানিকটা বেসামাল ছিল৷ ১৮ ওভারে ৬২ রান দিয়ে অস্ট্রেলিয়ার ৪ উইকেট তুলে নেন৷ জাদেজা প্রথমে লাবুসেনকে ৯১ রানে আউট করেন৷ অজিঙ্ক রাহানের হাতে তালুবন্দি হন তিনি৷ এটা ভারতীয় দলের জন্য বড় ব্রেকথ্রু ছিল৷ লাবুসেন স্মিথের সঙ্গে তৃতীয় উইকেটে ১০০রানের পার্টনারশিপ করেন৷ যা জাদেজা ভেঙে দলকে বড় জায়গায় পৌঁছে দেন৷ এরপরে জাদেজা ম্যাথু ওয়েড  (13) জসপ্রীত বুমরাহের হাতে ক্যাচে ধরা দেন৷ প্যাট কামিন্স ও ন্যাথান লিঁও কোনও রান করেই আউট হয়ে যান৷ কামিন্স বোল্ড হন এবং ন্যাথান লিঁও এল বি ডাব্লু হন৷
advertisement
দেশের বাইরে জাদেজার সেরা পারফরম্যান্স অবশ্য এর চেয়েও ভালো আছে৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোবার্গে ১৩৮/৬, এছাড়া শ্রীলঙ্কা -র কলম্বো, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারপরেই থাকবে সিডনির পারফরম্যান্স৷
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় জাদেজা -র উচ্ছ্বসিত প্রশংসা হয়েছে৷ জাদেজার বোলিং ও ফিল্ডিং সোশ্যাল মিডিয়ায় কথা আর শেষ হচ্ছে না৷ আকাশ চোপড়া, সঞ্জয় মঞ্জরেকর সকলেই ভূয়সী প্রশংসা করেছেন৷
বর্ডার -গাভাসকর সিরিজে এই মুহূর্তে সিরিজ ১-১ রয়েছে৷ দুই দল টেস্ট সিরিজে ১-১ রয়েছে৷ অ্যাডিলেডে প্রথম টেস্টে অস্ট্রেলিয়া জিতেছে আর দ্বিতীয় টেস্টে ভারত দারুণ জয় পেয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Aus: সিডনিতে জাদেজা জাদু, দেখে নিন আগুনে ফিল্ডিংয়ের ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement