Ind vs Aus: সিডনিতে জাদেজা জাদু, দেখে নিন আগুনে ফিল্ডিংয়ের ভাইরাল ভিডিও

Last Updated:

কুর্নিশ করছে সকলেই...

#সিডনি: ভারত বনাম অস্ট্রেলিয়া  (India vs Australia) -র মধ্যে সিডনি ক্রিকেট গ্রাউন্ড  (SCG) -এ খেলা হচ্ছে বর্ডার -গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) তৃতীয় টেস্ট ম্যাচে প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ  (Steve Smith)  ১৩১ রানের দুরন্ত ইনিংস খেলেন৷ স্মিথের এই দুরন্ত ইনিংসে ফুলস্টপ টানলেন প্রথম ইনিংসে বল হাতে সুপার পারফরমার রবীন্দ্র জাদেংজা (Ravindra Jadeja) ৷ তবে স্মিথ তাঁর বলে আউট হননি৷ তাঁর দুরন্ত থ্রো-য়ে ব্যাট হাতে প্যাভিলিয়নের রাস্তা ধরতে হয় তাঁকে৷
সিডনি টেস্টে জাদেজা বোলিং  ও ফিল্ডিং দুটি দিয়েই তিনি প্রভাব ফেললেন৷ তবে স্মিথের রান আউটটা যেভাবে করলেন তাতে মজেছেন নেটিজেনরা৷ ৬২ রান ৪ উইকেট পান তিনি৷ স্টিভের রানআউট যাঁরা মিস করেছেন তাঁদের জন্য রইল ভিডিও৷
advertisement
advertisement
জসপ্রীত বুমরাহ বল করেন, স্টিভ স্মিথ শট খেলেন৷ বল দূরেও গিয়েছিল, স্টিভ স্মিথ দ্বিতীয় রান নিতে চাইছিলেন৷ কিন্তু জাদেজা ফূর্তির সঙ্গে ডিপ স্কোয়ার লেগ থেকে সরাসরি থ্রোয়ে উইকেট ভেঙে দেন৷ বল সরাসরি স্টাম্পে লাগে৷ ডাইরেক্ট থ্রো-য়ে খতম স্টিভের ঝকঝকে ইনিংস৷ আর এইদিন স্টিভ স্মিথকে আউট করার সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়ার ইনিংসও শেষ হল৷ স্মিথ ২২৬ বলে ১৬ টি চার ও ৫৭.৯৬ স্ট্রাইকরেটে ১৩১ রানের অপূর্ব ও দায়িত্বশীল ইনিংস খেলেন৷
advertisement
জাদেজার বোলিং ঝড়ে এদিন অস্ট্রেলিয়া বেশ খানিকটা বেসামাল ছিল৷ ১৮ ওভারে ৬২ রান দিয়ে অস্ট্রেলিয়ার ৪ উইকেট তুলে নেন৷ জাদেজা প্রথমে লাবুসেনকে ৯১ রানে আউট করেন৷ অজিঙ্ক রাহানের হাতে তালুবন্দি হন তিনি৷ এটা ভারতীয় দলের জন্য বড় ব্রেকথ্রু ছিল৷ লাবুসেন স্মিথের সঙ্গে তৃতীয় উইকেটে ১০০রানের পার্টনারশিপ করেন৷ যা জাদেজা ভেঙে দলকে বড় জায়গায় পৌঁছে দেন৷ এরপরে জাদেজা ম্যাথু ওয়েড  (13) জসপ্রীত বুমরাহের হাতে ক্যাচে ধরা দেন৷ প্যাট কামিন্স ও ন্যাথান লিঁও কোনও রান করেই আউট হয়ে যান৷ কামিন্স বোল্ড হন এবং ন্যাথান লিঁও এল বি ডাব্লু হন৷
advertisement
দেশের বাইরে জাদেজার সেরা পারফরম্যান্স অবশ্য এর চেয়েও ভালো আছে৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোবার্গে ১৩৮/৬, এছাড়া শ্রীলঙ্কা -র কলম্বো, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারপরেই থাকবে সিডনির পারফরম্যান্স৷
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় জাদেজা -র উচ্ছ্বসিত প্রশংসা হয়েছে৷ জাদেজার বোলিং ও ফিল্ডিং সোশ্যাল মিডিয়ায় কথা আর শেষ হচ্ছে না৷ আকাশ চোপড়া, সঞ্জয় মঞ্জরেকর সকলেই ভূয়সী প্রশংসা করেছেন৷
বর্ডার -গাভাসকর সিরিজে এই মুহূর্তে সিরিজ ১-১ রয়েছে৷ দুই দল টেস্ট সিরিজে ১-১ রয়েছে৷ অ্যাডিলেডে প্রথম টেস্টে অস্ট্রেলিয়া জিতেছে আর দ্বিতীয় টেস্টে ভারত দারুণ জয় পেয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Aus: সিডনিতে জাদেজা জাদু, দেখে নিন আগুনে ফিল্ডিংয়ের ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement