Ind vs SL: অধিনায়ক শিখর ধাওয়ান নিজেই নিলেন সেলফি, শ্রীলঙ্কা পৌঁছল ভারত

Last Updated:

শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট খেলতে কলম্বো পৌঁছল ভারতীয় দল৷

Indian team reaches Colombo - Photo Courtesy- Twitter
Indian team reaches Colombo - Photo Courtesy- Twitter
#কলম্বো: ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কার  (India vs Sri Lanka) রাজধানী কলম্বোতে পৌঁছে গেল৷ ভারতীয় দল শ্রীলঙ্কায় ১৩ জুলাই থেকে ওয়ানডে সিরিজ খেলবে৷ তারপর তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ হবে৷ অভিজ্ঞ ক্রিকেটার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) নিজের স্টোরিতে কলম্বো পৌঁছে যাওয়ার খবর শেয়ার করেন৷
চার সপ্তাহের জন্য ভারতীয় দল ৬ জন নতুন ক্রিকেটার শামিল হয়েছেন৷ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি টেস্ট দলের সঙ্গে এই মুহূর্তে ইংল্যান্ড সফরে রয়েছেন৷ অন্যদিকে শিখর ধাওয়ানের নেতৃত্বে ও ভুবনেশ্বর কুমারের সহ অধিনায়কত্বে দল পৌঁছেছে৷ রাহুল দ্রাবিড় এই দলের কোচ৷
advertisement
advertisement
বিসিসিআই  শ্রীলঙ্কা  সফরের জন্য ২০ জন ক্রিকেটার বাছা হয়েছিল৷ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, স্পিনার জুটি কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল স্থান পেয়েছেন৷ এছাড়া দেবদত্ত পডিক্কাল, পৃথ্বী শ, নীতিশ রাণা, রতুরাজ গায়কোয়াড়,  চেতন সকরিয়া রয়েছেন৷ উইকেট রক্ষক হিসেবে রয়েছেন ইশান কিশান, সঞ্জু স্যামসন গেছেন৷ ভারতীয় দল নিজেদের মধ্যে দুটি দল বানিয়ে অনুশীলন ম্যাচ খেলছে৷
advertisement
শ্রীলঙ্কা সফরের জন্য দল - শিখর ধাওয়ান, পৃথ্বী শ, দেবদত্ত পডিক্কল, ঋতুরাজ গায়কোয়াড়, সূর্য কুমার যাদব, মনীষ পান্ডে, হার্দিক পান্ডিয়া, নীতিশ রাণা, ইশান কিশান, সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, কে গৌতম, ক্রুণাল পান্ডিয়া, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, নবদীপ সাইনি, চেতন সকারিয়া৷
advertisement
নেট বোলার- ইশান পোরেল, সন্দীপ ওয়ারিয়র, অর্শদীপ সিং,সাই কিশোর, সিমরজিত সিং
ভারত-শ্রীলঙ্কা সিরিজ
ওয়ান ডে -র প্রথম ম্যাচ ১৩ জুলাই, দ্বিতীয় একদিনের ম্যাচ ১৬ জুলাই, তৃতীয় ম্যাচ ১৮ জুলাই হবে৷ ভারত বনাম শ্রীলঙ্কা -র মধ্যে টি টোয়েন্টি সিরিজ ২১ জুলাই থেকে হবে৷ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ ২৩ জুলাই এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ ২৫ জুলাই৷ এই টুর্নামেন্টের ৬ টি ম্যাচই কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে হবে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs SL: অধিনায়ক শিখর ধাওয়ান নিজেই নিলেন সেলফি, শ্রীলঙ্কা পৌঁছল ভারত
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement