#IndvsNZ : চাপের মুখে দুরন্ত শতরান শ্রেয়সের , বড় স্কোরের পথে টিম ইন্ডিয়া
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
১০৩ রান করে আউট হলেন আইয়ার
#হ্যামিলটন: আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম শতরান করে ফেললেন শ্রেয়স আইয়ার ৷ দুটি ওপেনারকে তাড়াতাড়ি হারানোর পর অধিনায়ক বিরাটের সঙ্গে কাঁধ কাঁধ মিলিয়ে দলের ইনিংস তৈরির কাজ শুরু করেন তরুণ এই ক্রিকেটার ৷ এরপর ধীরে ধীরে দারুণ ইনিংস খেললেন তিনি ৷ ৬৬ বলে ৫০ রান করার পর তিনি ১০১ বলে ১০০ রান করেন ৷ এদিনের ইনিংস সাজানো ১১ টি চার ও ১ টি ছয় দিয়ে ৷ যদিও ১০৭ বলে ১০৩ রান করে তিনি টিম সাউদির বলে আউট হন তিনি ৷
পরপর দু'টি উইকেট হারানোর ধাক্কার পর শ্রেয়স আইয়ার ও অধিনায়ক বিরাট কোহলি সামলেছিলেন ৷ দলের স্কোরকার্ড এগোনোর সঙ্গে সঙ্গে করছিলেন ইনিংস বিল্ডিং ৷ ৬৩ বলে ৫১ রান করে অবশ্য আউট হয়ে যান তিনি ৷ এদিন তাঁর ইনিংসে সহজাত ব্যাটিং থাকলেও ধামাকা ছিল না ৷ তাঁর ইনিংস সাজানো ৬ টি চার দিয়ে ৷ তবে তাঁকে সোধি বোল্ড করে দেন ৷
advertisement
এদিকে এর আগে জোড়া অভিষেক খুব একটা সুখের হল না ময়াঙ্ক ও পৃথ্বীর ৷ হ্যামিলটনের সিডন পার্কে ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে টসে জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। এদিকে ব্যাট করতে নামে নতুন ওপেনিং জুটি ৷ ২১ বলে ২০ করে প্যাভিলিয়নে ফেরেন পৃথ্বী শ অন্যদিকে ময়াঙ্কও ৩১ বলে ৩২ রান করে আউট হয়ে যান ৷ এদের দুটি উইকেট নেন যথাক্রমে গ্র্যান্ডহোম ও সাউদি ৷ দলের ৫০ রানে পৃথ্বী ও ৫৪ রানে ময়াঙ্কের উইকেট হারায় টিম ইন্ডিয়া ৷
advertisement
advertisement
Mayank Agarwal and Prithvi Shaw all set to make their ODI debut for #TeamIndia.
Proud moment for this duo#NZvIND pic.twitter.com/mXCKsURRIk — BCCI (@BCCI) February 5, 2020
এদিকে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ৫-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জা কাটিয়ে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর টম লাথামের নেতৃত্বাধীন কিউই দল। চোটের কারণে নেই কেন উইলিয়ামসন। দেখে নিন প্রথম ODI তে দুটি দলের প্রথম একাদশ ৷
advertisement
নিউজিল্যান্ডের প্রথম একাদশ
M Guptill, H Nicholls, T Blundell, R Taylor, T Latham, J Neesham, C de Grandhomme, M Santner, I Sodhi, T Southee, H Bennett
ভারতের প্রথম একাদশ
M Agarwal, P Shaw, V Kohli, S Iyer, KL Rahul, K Jadhav, R Jadeja, S Thakur, K Yadav, M Shami, J Bumrah
advertisement
এদিকে এদিন টসে জেতে নিউজিল্যান্ড ও তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ৷ দেখে নিন টসের মুহূর্ত ৷
It is time for the 1st ODI and New Zealand have won the toss and opted to bowl first. #NZvIND pic.twitter.com/Bzov9lb5hD
— BCCI (@BCCI) February 5, 2020
advertisement
1st ODI. New Zealand XI: M Guptill, H Nicholls, T Blundell, R Taylor, T Latham, J Neesham, C de Grandhomme, M Santner, I Sodhi, T Southee, H Bennett https://t.co/ewSrnDR7hO #NZvInd
— BCCI (@BCCI) February 5, 2020
1st ODI. India XI: M Agarwal, P Shaw, V Kohli, S Iyer, KL Rahul, K Jadhav, R Jadeja, S Thakur, K Yadav, M Shami, J Bumrah https://t.co/ewSrnDR7hO #NZvInd
— BCCI (@BCCI) February 5, 2020
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 05, 2020 10:52 AM IST