#IndvsNZ: নিউজিল্যান্ডে প্রথম ধাক্কা, বিরাট সেনাকে হারিয়ে ৪ উইকেটে প্রথম ODI জিতল কিউয়িরা

Last Updated:

প্রথম ধাক্কা ভারতীয় দলের

#হ্যামিলটন: টি টোয়েন্টির ভুল থেকে শিক্ষা নিয়ে এ যেন অনেক পরিণত নিউজিল্যান্ড ৷ হ্যামিলটনে ভারতের পোস্ট করা ম্যামথ ৩৪৮ রানের লক্ষ্য তারা তাড়া করে নিল ৷ ম্যাচের শুরু থেকেই এদিন কোনও সময়েই হাঁকপাঁক না করার সিদ্ধান্ত নিয়েছিল আর সেটাই কাজে এল ৷ এদিন ৪ উইকেটে ম্যাচ জিতে যায় নিউজিল্যান্ড  ৷ ১১ বল বাকি থাকতেই ম্যাচ জিতল তারা ৷
৪১ বলে ৩২ রান করে গাপ্তিল আউট হয়ে যান ৷ ৮২ বলে ৭৮ রান করেন নিকোলস ৷ তবে রস টেলরের শতরান কামাল করে দেয় কিউয়িদের হয়ে ৷ এছাড়াও ৪৮ বলে ৬৯ রানের একটা দারুণ ইনিংস খেলেন ৷ মূলত এদের ব্যাটে ভর দিয়েই জয়ের দিকে এগোচ্ছিল নিউজিল্যান্ড ৷ তবে শেষবেলায় ভারতীয় বোলাররা জ্বলে ওঠেন ৷ কিউয়িদের সহজ জয়ের পথে খানিকটা কাঁটা বিছিয়ে দেওয়ার কাজ শুরু হয় ৷ পরপর আউট হয়ে যান ল্যাথাম, নাসিমরা ৷ তবে শেষ অবধি এদিন অবশ্য ভারত ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে আনতে পারেনি ৷ টেলরের অপরাজিত শতরানের ইনিংসের জন্য নিউজিল্যান্ডের জয় এদিন সুগম হয়ে যায়  ৷ ৮৪ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন তিনি ৷
advertisement
এদিন শার্দুল ঠাকুর সবচেয়ে বেশি রান দেন বিপক্ষকে ৷ একটি উইকেট পেলেও ৯ ওভারে ৮০ রান দেন ৷ ১০ ওভারে ৫৩ রান দেন জসপ্রীত বুমরাহ ৷ মহম্মদ শামিও ১ উইকেট নেন ৷
advertisement
advertisement
এর আগে অবশ্য প্রাথমিক ধাক্কা সামলে দুর্দান্ত কামব্যাক টিম ইন্ডিয়ার ৷ অভিষেক হওয়া দুই ওপেনারকে তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়ার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ টিম ইন্ডিয়া ৷ বিরাট-শ্রেয়স, শ্রেয়স-রাহুল , রাহুল -কেদার জুটিতে কামাল ৷ আর এদের ব্যাটের সুবাদেই  পাহাড়প্রমাণ রানের বোঝা চাপিয়ে দিল নিউজিল্যান্ডের ওপর ৷ ভারত এদিন পঞ্চাশ ওভারে ৩৪৭/৪ করল কোহলি এন্ড কোং৷
advertisement
ক্রাইসচার্চে ২০০৯ সালে ভারত ৩৯২ রানের বিশাল স্কোর করেছিল ৷ আর সেটারই ঠিক পিছনে রইল এদিনের হ্যামিলটনে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স ৷
আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম শতরান করে ফেললেন শ্রেয়স আইয়ার ৷ দুটি ওপেনারকে তাড়াতাড়ি হারানোর পর অধিনায়ক বিরাটের সঙ্গে কাঁধ কাঁধ মিলিয়ে দলের ইনিংস তৈরির কাজ শুরু করেন তরুণ এই ক্রিকেটার ৷ এরপর ধীরে ধীরে দারুণ ইনিংস খেললেন তিনি ৷ ৬৬ বলে ৫০ রান করার পর তিনি ১০১ বলে ১০০ রান করেন ৷ এদিনের ইনিংস সাজানো ১১ টি চার ও ১ টি ছয় দিয়ে ৷ যদিও ১০৭ বলে ১০৩ রান করে তিনি টিম সাউদির বলে আউট হন তিনি ৷
advertisement
Photo Courtesy- BCCI/ Twitter Photo Courtesy- BCCI/ Twitter
এদিকে আইয়ারের স্থিতধী ইনিংসের সঙ্গে পুশআপ ছিল কেএল রাহুলের ধামাকা ইনিংসের ৷ কেএল রাহুল এখন নিজেকে দলের অপরিহার্য ক্রিকেটারে পরিণত করে ফেলছেন ৷ ওপেনিং স্লট থেকে সরিয়ে এদিন তাঁকে মিডল অর্ডারে ট্রাই করেছিল টিম ইন্ডিয়া ৷ নম্বর পাঁচে নেমে এদিন তিনি দুরন্ত পারফরম্যান্স করে ফেললেন তিনি ৷ তিনি ৬৪ বলে ৮৮ রান করেন ৷ ১৫ বলে ২৬ রান করেন কেদার যাদব ৷
advertisement
পরপর দু'টি উইকেট হারানোর ধাক্কার পর শ্রেয়স আইয়ার ও অধিনায়ক বিরাট কোহলি সামলেছিলেন ৷ দলের স্কোরকার্ড এগোনোর সঙ্গে সঙ্গে করছিলেন ইনিংস বিল্ডিং ৷ ৬৩ বলে ৫১ রান করে অবশ্য আউট হয়ে যান তিনি ৷ এদিন তাঁর ইনিংসে সহজাত ব্যাটিং থাকলেও ধামাকা ছিল না ৷ তাঁর ইনিংস সাজানো ৬ টি চার দিয়ে ৷ তবে তাঁকে সোধি বোল্ড করে দেন ৷
advertisement
Photo Courtesy- BCCI/ Twitter Photo Courtesy- BCCI/ Twitter
এদিকে এর আগে জোড়া অভিষেক খুব একটা সুখের হল না ময়াঙ্ক ও পৃথ্বীর ৷  হ্যামিলটনের সিডন পার্কে ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে টসে জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। এদিকে ব্যাট করতে নামে নতুন ওপেনিং জুটি ৷ ২১ বলে ২০ করে প্যাভিলিয়নে ফেরেন পৃথ্বী শ অন্যদিকে ময়াঙ্কও ৩১ বলে ৩২ রান করে আউট হয়ে যান ৷ এদের দুটি উইকেট নেন যথাক্রমে গ্র্যান্ডহোম ও সাউদি ৷ দলের ৫০ রানে পৃথ্বী ও ৫৪ রানে ময়াঙ্কের উইকেট হারায় টিম ইন্ডিয়া ৷
এদিকে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ৫-০ ব্যবধানে  হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জা কাটিয়ে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর টম লাথামের নেতৃত্বাধীন কিউই দল। চোটের কারণে নেই কেন উইলিয়ামসন। দেখে নিন প্রথম ODI তে দুটি দলের প্রথম একাদশ ৷
নিউজিল্যান্ডের প্রথম একাদশ
M Guptill, H Nicholls, T Blundell, R Taylor, T Latham, J Neesham, C de Grandhomme, M Santner, I Sodhi, T Southee, H Bennett
ভারতের প্রথম একাদশ
M Agarwal, P Shaw, V Kohli, S Iyer, KL Rahul, K Jadhav, R Jadeja, S Thakur, K Yadav, M Shami, J Bumrah
এদিকে এদিন টসে জেতে নিউজিল্যান্ড ও তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ৷ দেখে নিন টসের মুহূর্ত ৷
বাংলা খবর/ খবর/খেলা/
#IndvsNZ: নিউজিল্যান্ডে প্রথম ধাক্কা, বিরাট সেনাকে হারিয়ে ৪ উইকেটে প্রথম ODI জিতল কিউয়িরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement