জিও Kohli, এঁঠো জলের বোতল মাঠে পড়ে থাকতে দিলেন Root, কুড়িয়ে নিলেন বিরাট, Viral Video
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ind vs Eng: এই কাজে মাঠের বাইরেও বিরাট ভব্যতা শিখিয়েছেন জো রুটকে৷
#কলকাতা: ভারত চতুর্থ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৭ রানে ঐতিহাসিক জয় পেয়েছে৷ পঞ্চম টেস্ট ম্যাচ ভেস্তে যাওয়ায় ইতিমধ্যেই বিলেতে টেস্ট সিরিজ এগিয়ে রয়েছে ২-১ এ৷ জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও রবীন্দ্র জাদজা -র (Ravindra Jadeja) ম্যাচ জয় করার মতো পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো৷ এছাড়াও ম্যাচের সেরা হন শতরানকারী রোহিত শর্মা (Rohit Sharma)৷ সব মিলিয়ে সেলিব্রেশন একেবারে দারুণ ছিল৷ তবে ভারত মাঠে যেমন সব বিভাগে পর্যদুস্ত করেছে ইংল্যান্ডকে, ঠিক তেমনিই মাঠের বাইরে যা বিরাট কোহলি করলেন তাতে একেবার সকলেই কুর্নিশ করছে৷ সেখানেও ইংল্যান্ড অধিনায়ককে পর্যদুস্ত করলেন৷
একটি ভিডিও সামনে এসেছে যেটা দেখার পর সোশ্যাল মিডিয়ায় ধন্য ধন্য পড়ে গেছে৷ রুট মাঠ থেকে যখন ড্রেসিংরুমে ঢুকছিলেন তখন মাঠের ধারেই একটা জলের বোতল পড়েছিল৷ আর তার কিছুক্ষণ পর বিরাট ওই রাস্তা দিয়ে যেতে বোতলটি দেখতে পেয়ে হাত দিয়ে সেটা কুড়িয়ে তুলে নেন৷
জো রুট একদিকে পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্ব এড়িয়ে গেলেও বিরাট মানুষ হিসেবে নিজের দায়িত্ব পালনে কোনও ভুল করেননি৷ দেখে নিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও৷
advertisement
advertisement
নেটিজেনরা সকলেই এই ভিডিও নিয়ে জোর আলোচনায় মেতেছেন সকলেই ক্যাপ্টেন কোহলির দায়িত্বশীল নাগরিক হওয়ার ছবিকে কুর্নিশ করছেন, অন্যদিকে রুট শুধু ফ্যানদের সঙ্গে ছবি তুলেই নিজের সেলিব্রিটি ইমেজ পালন করছেন৷
advertisement
swachh bharat in england nice
— Panda CC (@imSnorlax248) September 8, 2021
swachh bharat in england nice
— Panda CC (@imSnorlax248) September 8, 2021
Swacch England Abhiyaan
— Tharki Aadmi (@tharki_aadmi) September 7, 2021
advertisement
Kise nai peene ke liye rakhi hoge, kohli utha le gaya 😡
— Mainduck (@duckandlewis) September 8, 2021
এই কাজে মাঠের বাইরেও বিরাটকে ভব্যতা শিখিয়েছেন জো রুটকে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 10, 2021 2:49 PM IST

