IND vs ENG: ওভালে ভারতের জয়ের পর কথা রাখলেন ‘এই’ ক্রিকেটার, নাগিন ডান্সের Viral Video

Last Updated:

মাঠে বিন বাজালেন বিরাট কোহলি আর স্টুডিওতে নাগিন ডান্স করলেন ইনি...

#নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফকে (Mohammad Kaif) নাগিন ডান্স ভিডিও সোশ্যাল মিডিয়ায় জমিয়ে ভাইরাল হয়ে গেছে৷  নাগিন ডান্স  করবেন বলে কথা দিয়েছিলেন মহম্মদ কাইফ৷ তাতে নেটিজেনরা জমিয়ে কমেন্ট করছেন৷ কাইফ এই ভিডিও শেয়ার করে বলেছেন এই নাচ তিনি ফ্যানদের ফরমাইশ মতো করছেন৷
ভারত বনাম ইংল্যান্ডের (India vs England) মধ্যে ওভালে খেলা হচ্ছিল যখন তখন মহম্মদ কাইফ ও বীরেন্দ্র সেহওয়াগ কমেন্ট্রি করছিলেন৷ এরমধ্যেই এক দর্শক তাঁকে মনে করিয়ে দেন শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে খেলার সময় তিনি কথা দিয়েছিলেন৷ কাইফ জানিয়েছেন যদি ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত জেতে তাহলে তিনি নাগিন ডান্স করবেন৷ ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভিউ পাচ্ছে৷ দেখে নিন মহম্মদ কাইফের নাগিন ডান্সের ভাইরাল ভিডিও৷
advertisement
advertisement
মহম্মদ কাইফ নাগিন ডান্সের ভিডিও শেয়ার করে বলেছেন, ‘‘ভাইলোগ আপ কি ফরমাইশ পে ভারত কি জিত কে লিয়ে কুছ ভি, চাহে কিতনা ভি অজীব কিঁউ ন হো...
advertisement
উল্লেখ্য কমেন্ট্রি -র সময় বীরেন্দ্র সেহওয়াগ, মহম্মদ কাইফকে মজায় বলেন তুমি কথা দিয়েছিলেন এবার সেটা পালন করুন৷ তখন কাইফ বলেন টিম ইন্ডিয়া ওভাল টেস্টে জিতলে তাঁর নাগিন ডান্স দেখা যাবে৷ ভারত ওভালে চতুর্থ টেস্টে ১৫৭ রানে হেরেছে ইংল্যান্ড৷ ভারত সিরিজে ২-১ এগিয়ে গেছে৷
ভারত বনাম ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট অর্থাৎ শেষ টেস্ট ১০ সেপ্টেম্বরে ম্যানচেস্টারে খেলা হবে৷ ইংল্যান্ড এই টেস্টে নিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে৷ তারা দলে অতিরিক্ত স্পিনার জ্যাক লিচের নামও অন্তর্ভুক্ত করেছে৷ সেখানে ভারতীয় দলের বদলের সম্ভবনা রয়েছে৷ রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারার চোট রয়েছে৷ চতুর্থ টেস্টের পঞ্চম দিনে ফিল্ডিং তাঁরা করেননি৷
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: ওভালে ভারতের জয়ের পর কথা রাখলেন ‘এই’ ক্রিকেটার, নাগিন ডান্সের Viral Video
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement