প্রয়াত বাবা-র সব জিনিস নিয়ে ড্রেসিংরুমে এসেছিলেন ক্রুণাল, চাঞ্চল্যকর তথ্য হার্দিকের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বাবা-র প্রতি তাঁর ভালোবাসা অপরিসীম, কারণ বাবাও যে অফুরান ভালোবাসতেন...
#পুণে: ভারত বনাম ইংল্যান্ড একদিনের (ODI) ক্রিকেট সিরিজ চলছে৷ ক্রুণাল পান্ডিয়া এই সিরিজের প্রথম ম্যাচে জাতীয় দলের হয়ে অভিষেক ঘটান সেই ম্যাচে৷ মঙ্গলবার ছিল ক্রুণাল এক স্বপ্ন পূরণের দিন৷ এমনিতেই পান্ডিয়া ভাইরা নিজেদের ক্রিকেট স্কিলের সকলের কাছে অত্যন্ত পছন্দের৷
ক্রুণাল নিজের একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি মাঠে নেমে পারফর্ম করার পর নিজের আবেগের ওপর কোনও নিয়ন্ত্রণ রাখতে পারছিলেন না৷ হার্দিক ও ক্রুণাল পান্ডিয়া -র বাবা হিমাংশু পান্ডিয়া৷ এই দুই ভাইয়ের ক্রিকেটার জীবনে সাফল্যের বিষয়ে ভিত্তি তৈরি করেছিলেন হিমাংশু পান্ডিয়া৷ হার্দিক পান্ডিয়া বিসিসিআই (BCCI) -র ওয়েবসাইটের জন্য হার্দিক নিজের ভাই ক্রুণালের সাক্ষাৎকার নিচ্ছিলেন সেখানে নিজের ভাইকে একান্ত ব্যক্তিগত কথা তুলে ধরলেন৷ দুই ভাই বাবা-র সঙ্গে কতটা নৈকট্যের সম্পর্ক গড়ে তুলেছিলেন৷
advertisement
বিসিসআই নিজেদের ট্যুইটারে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছে ৷ তাতে খুব ছোট্ট একটা অংশ রয়েছে৷ সেখানে ক্রুণাল জানিয়েছেন ১৬ জানুয়ারি সকালে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে খেলতে যাওয়ার সময় বাবাকে মিস করছিলেন সবচেয়ে বেশি ৷ কারণ সবসময় তাঁদের ক্রিকেট সরঞ্জাম রেডি করে রাখতেন তাঁদের বাবা৷ কিন্তু এদিন তিনি আগের রাতে সব নিজের জিনিস জোগাড় করে রাখেন৷ তিনি বলেন, ‘‘ আমি তাই করি যা বাবা খেলার আগের রাতে করতেন৷ বরোদা থেকে তাঁর ব্যাগ নিয়ে এসেছিলাম৷’’ ক্রুণাল আরও বলেন, ‘‘আমি জানতাম উনি আমার সঙ্গে আছেন৷ কিন্তু যে জামা গুলো উনি পরতেন আমার মনে হয়েছিল আমি সেগুলি ড্রেসিংরুমে এনে রাখি৷ ’’
advertisement
advertisement
শুধু ক্রিকেট নয় সবকিছুতেই উনি আমাদের যত্ন রাখতেন৷ আমার খাওয়াদাওয়া আমার ফিটনেস সবই উনি দেখতেন৷ আমার সবকিছু ওই বৃদ্ধ মানুষটার জন্য৷
💬 Our father was with us in dressing room: Pandya brothers @hardikpandya7 interviews @krunalpandya24 post his emotional knock on ODI debut. This has all our heart 💙- By @RajalArora #TeamIndia #INDvENG @Paytm
Watch the full interview 🎥 👇https://t.co/yoDGXVi2aK pic.twitter.com/4JrsxtejgC — BCCI (@BCCI) March 24, 2021
advertisement
হার্দিক পান্ডিয়াও একইভাবে জানিয়েছেন বাবাকে তাঁরা দু জনেই কতটা ভালোবাসেন আর কতটা মিস করেন৷ হার্দিকই জানিয়ে দেন ক্রুণাল কীভাবে বাবার জিনিস নিয়ে ড্রেসিং রুমে এসেছিলেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2021 8:33 PM IST