প্রয়াত বাবা-র সব জিনিস নিয়ে ড্রেসিংরুমে এসেছিলেন ক্রুণাল, চাঞ্চল্যকর তথ্য হার্দিকের

Last Updated:

বাবা-র প্রতি তাঁর ভালোবাসা অপরিসীম, কারণ বাবাও যে অফুরান ভালোবাসতেন...

#পুণে:  ভারত বনাম ইংল্যান্ড  একদিনের (ODI) ক্রিকেট সিরিজ চলছে৷ ক্রুণাল পান্ডিয়া এই সিরিজের প্রথম ম্যাচে জাতীয় দলের হয়ে অভিষেক ঘটান সেই ম্যাচে৷ মঙ্গলবার ছিল ক্রুণাল এক স্বপ্ন পূরণের দিন৷ এমনিতেই পান্ডিয়া ভাইরা নিজেদের ক্রিকেট স্কিলের সকলের কাছে অত্যন্ত পছন্দের৷
ক্রুণাল নিজের একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি মাঠে নেমে পারফর্ম করার পর নিজের আবেগের ওপর কোনও নিয়ন্ত্রণ রাখতে পারছিলেন না৷ হার্দিক ও ক্রুণাল পান্ডিয়া -র বাবা হিমাংশু পান্ডিয়া৷ এই দুই ভাইয়ের ক্রিকেটার জীবনে সাফল্যের বিষয়ে ভিত্তি তৈরি করেছিলেন হিমাংশু পান্ডিয়া৷ হার্দিক পান্ডিয়া বিসিসিআই (BCCI) -র ওয়েবসাইটের জন্য হার্দিক নিজের ভাই ক্রুণালের সাক্ষাৎকার নিচ্ছিলেন সেখানে নিজের ভাইকে একান্ত ব্যক্তিগত কথা তুলে ধরলেন৷ দুই ভাই বাবা-র সঙ্গে কতটা নৈকট্যের সম্পর্ক গড়ে তুলেছিলেন৷
advertisement
বিসিসআই  নিজেদের ট্যুইটারে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছে ৷ তাতে খুব ছোট্ট একটা অংশ রয়েছে৷ সেখানে ক্রুণাল জানিয়েছেন ১৬ জানুয়ারি সকালে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে খেলতে যাওয়ার সময় বাবাকে মিস করছিলেন সবচেয়ে বেশি ৷ কারণ সবসময় তাঁদের ক্রিকেট সরঞ্জাম রেডি করে রাখতেন তাঁদের বাবা৷  কিন্তু এদিন তিনি আগের রাতে সব নিজের জিনিস জোগাড় করে রাখেন৷ তিনি বলেন, ‘‘ আমি তাই করি যা বাবা খেলার আগের রাতে করতেন৷ বরোদা থেকে তাঁর ব্যাগ নিয়ে এসেছিলাম৷’’ ক্রুণাল আরও বলেন, ‘‘আমি জানতাম উনি আমার সঙ্গে আছেন৷ কিন্তু যে জামা গুলো উনি পরতেন আমার মনে হয়েছিল আমি সেগুলি ড্রেসিংরুমে এনে রাখি৷ ’’
advertisement
advertisement
শুধু ক্রিকেট নয় সবকিছুতেই  উনি আমাদের যত্ন রাখতেন৷ আমার খাওয়াদাওয়া আমার ফিটনেস সবই উনি দেখতেন৷ আমার সবকিছু ওই বৃদ্ধ মানুষটার জন্য৷
advertisement
হার্দিক পান্ডিয়াও একইভাবে জানিয়েছেন বাবাকে তাঁরা দু জনেই কতটা ভালোবাসেন আর কতটা মিস করেন৷ হার্দিকই জানিয়ে দেন ক্রুণাল কীভাবে বাবার জিনিস নিয়ে ড্রেসিং রুমে এসেছিলেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
প্রয়াত বাবা-র সব জিনিস নিয়ে ড্রেসিংরুমে এসেছিলেন ক্রুণাল, চাঞ্চল্যকর তথ্য হার্দিকের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement