Ind vs Aus: শতরান হাতছাড়া! ৯১ রানে প্যাভিলিয়নে ফিরলেন ঝকঝকে শুভমান
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কুর্নিশ শুভমান, অস্ট্রেলিয়ার মাঠে অকুতোভয় তরুণের ঝকঝকে ব্যাট৷
#ব্রিসবেন: একটুর জন্য শতরান মাঠে ফেলে আসতে হল শুভমান গিলকে৷ ৯১ রানে তিনি যখন মাঠ ছাড়ছেন সকলেই কুর্নিশ করছেন তরুণ এই ক্রিকেটারের পারফরম্যান্সকে ৷ ম্যাচের পঞ্চম দিনে ১৪৬ বলে ৯১ রানের দুরন্ত ইনিংস খেললেন তিনি৷ তাঁর ইনিংস সাজানো ৮ টি চার ও ২ টি ছয়৷
তবে তিনি নিজে শতরান করতে না পারলেও পূজারার সঙ্গে জুটিতে শতরান করেন গিল৷
CENTURY stand between Shubman and Pujara 🔥🔥 Outstanding batting from these two 🤜🤛#TeamIndia 🇮🇳 move to 1⃣2⃣3⃣ for 1⃣
Follow the match 👉 https://t.co/bSiJ4wW9ej #AUSvIND pic.twitter.com/8bAICZaQP8 — BCCI (@BCCI) January 19, 2021
advertisement
advertisement
Gill goes long - and sends the ball over the rope and down the race! Live #AUSvIND: https://t.co/qvYTMSiZsl pic.twitter.com/6MoNCPJM07
— cricket.com.au (@cricketcomau) January 19, 2021
ন্যাথান লিঁও-র বলে স্মিথের হাতে ক্যাচ জমা দেন শুভমান গিল৷
🐐 No.397 #AUSvIND pic.twitter.com/CmK5ORsyqu
— cricket.com.au (@cricketcomau) January 16, 2021
advertisement
একের পর এক বল সবেগে ধেয়ে আসছে পঞ্চম দিনে ব্রিসবেনের পিচে৷ মাথার ওপর ৩২৮৷ এই অবস্থায় পঞ্চম দিনে মাত্র ৮ রানে প্যাভিলিয়নে ফিরে গেলেন রোহিত শর্মা৷ তবে শুরু থেকে পোস্ট লাঞ্চ সেশন শুরু হওয়া অবধি ক্রিজ সামলাচ্ছেন তরুণ শুভমান গিল ও অভিজ্ঞ চেতেশ্বর পূজারা৷ একদিকে সাবলীল খেলে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার কাজে যখন ব্যস্ত শুভমান তখন উইকেটের অন্যদিকে ফেভিকুইকের মতো আটকে থাকা পূজারা৷
advertisement
তাঁর ধৈর্য্যের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বোদ্ধারা৷ এদিন পূজারা নিজের ইনিংসের ১০৩ তম বলে প্রথম চার মারেন৷ এর থেকেই প্রমাণিত হয় ঠিক কী ধরণের ধৈর্য্যশীল ছিল তাঁর ইনিংস৷ অন্যদিকে শুভমান ফের একটা অর্ধশতরান করে নিয়েছেন ইতিমধ্যেই৷
শুভমান ৯০ বলে ৫০ রান করেন৷ তাঁর অর্ধশতরানের ইনিংসে ছিল ৫ টি চার ছিল৷
5️⃣0️⃣👌
After his maiden half-century at the SCG, @RealShubmanGill brings up his second Test 50 at the Gabba! He has batted with a mix of aggression and caution. #TeamIndia IND are 63-1 Details - https://t.co/OgU227P9dp pic.twitter.com/76R8VMVxdL — BCCI (@BCCI) January 19, 2021
advertisement
এদিকে এর আগে চতুর্থদিনে ভারতকে প্রথম সাফল্য দিলেন শার্দুল ঠাকুর। হ্যারিসকে ফিরিয়ে দিলেন নিখুঁত আউটসুইং ডেলিভারিতে। আটত্রিশ করেন হ্যারিস। অন্য প্রান্তে ছন্দে থাকা ডেভিড ওয়ার্নার ফিরে গেলেন ওয়াশিংটন সুন্দরের বলে। তাঁর সংগ্রহ আটচল্লিশ। এরপর সিরাজ ফিরিয়ে দিলেন লাবুশানেকে। পঁচিশ করে রোহিত শর্মার হাতে ক্যাচ দিলেন তিনি। ব্যাট হাতে আবার ভয়ঙ্কর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছিলেন স্টিভ স্মিথ। অফ স্টাম্পের লাইনে হঠাৎ করে লাফিয়ে ওঠা একটা বলে খোঁচা দিয়ে স্লিপে রাহানের হাতে ধরা পড়লেন তিনি। তিনি করলেন পঞ্চান্ন। তবে প্রশংসা করতে হবে সিরাজের। বুদ্ধি করে গুড লেন্থ স্পটে বলটা রেখেছিলেন। সিরাজের বলেই উইকেট রক্ষক পন্থকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ওয়েড। তিনি খাতা খুলতে পারেননি। ক্যামেরন গ্রিন এবং অধিনায়ক টিম পেন খেলাটা ধরে ফেলেছিলেন। কিন্তু দু'জনকেই ফিরিয়ে দিলেন শার্দুল ঠাকুর।
advertisement
স্টার্ক এবং হ্যাজেল উডকে তুলে নিলেন সিরাজ। লিয়নকে ফিরিয়ে দিলেন শার্দুল। তবে প্যাট কামিন্স লোয়ার অর্ডার দারুণ গুরুত্বপূর্ণ অবদান রেখে গেলেন আঠাশ রান করে। একদিন আগে ব্যাট হাতে লড়াকু ৬৭ করার পর এদিন বল হাতেও নিজেকে প্রমাণ করলেন ঠাকুর। প্রথম ইনিংসেও তিনটি উইকেট তুলে নিয়েছিলেন তিনি। সিরাজের সঙ্গে জুটি বেঁধে নতুন বল বুদ্ধি করে কাজে লাগালেন। শর্ট বল ব্যবহার করলেন দেখার মত। অন্যদিকে মহম্মদ সিরাজ গাব্বায় পাঁচ উইকেট তুলে নিয়ে প্রমাণ করলেন তিনি লম্বা রেসের ঘোড়া। অস্ট্রেলিয়ায় থাকার সময় বাবাকে হারিয়েছেন। জাতীয় সংগীতের সময় বাবার কথা মনে পড়ে চোখের জল সামলাতে পারেননি। দর্শকদের বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন।
advertisement
Innings Break!
Australia all out for 294 in the second innings. A 5-wicket haul for Siraj and a brilliant 4-wkt haul for Shardul Thakur. Live - https://t.co/bSiJ4wEymL #AUSvIND pic.twitter.com/RUtvFTJ8v8 — BCCI (@BCCI) January 18, 2021
কিছুতেই ফোকাস হারিয়ে ফেলেননি। সিরাজ প্রথম টেস্ট সিরিজেই ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি অন্য ধাতুতে গড়া। পাশাপাশি মুম্বইয়ের শার্দুল ঠাকুরের অল রাউন্ড ক্রিকেট, ভারত ব্রিসবেনে জিতুক, হারুক বা ড্র করুক, এই দুজনের লড়াই মনে রাখার মত। আর অবশ্যই অভিষেক হওয়া ওয়াশিংটন সুন্দর আলাদা নজর কেড়েছেন। একের পর এক সিনিয়র ক্রিকেটার ছিটকে যাওয়ার পর এই তরুণ ক্রিকেটাররা একবারও বুঝতে দেননি প্রথম টেস্ট সিরিজ খেলছেন তাঁরা।এদিকে ভারত ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে চার রান ওঠার পর বৃষ্টি নামল। প্রায় আধঘন্টা খেলা বন্ধ থাকার পর আম্পায়াররা সিদ্ধান্ত নিলেন এ দিনের মত আর ম্যাচ হবে না।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 19, 2021 9:14 AM IST