ICC T20 World Cup 2021: প্রথমবার পাওয়া যাবে DRS সুযোগ, কতগুলি করে মিলবে সুযোগ

Last Updated:

ICC T20 World Cup 2021 নিয়মে কী কী বদল আনল আইসিসি (ICC)৷

ICC T20 World Cup 2021: drs will be used for 1st time in men's t20 world cup- Photo- File
ICC T20 World Cup 2021: drs will be used for 1st time in men's t20 world cup- Photo- File
#কলকাতা: সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানে ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ (ICC T20 World Cup 2021) ৷ এবারই প্রথম পুরুষদের ক্রিকেট বিশ্বকাপে ডিআরএস (DRS ) ব্যবহার করা হবে৷ আইসিসি এই টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশন জারি করেছে৷ প্রত্যেক দল নিজের নিজের ইনিংসে দুটি করে রিভিউ পাবেন৷ দুই দলের অধিনায়কের কাছে নিজেদের ইনিংসে দুবার ফিল্ড আম্পায়রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে অধিকার থাকবে৷ যদি রিভিউ নিয়ে টিভি আম্পায়রের সিদ্ধান্ত বদলের চ্যালেঞ্জ সফল হয় তাহলে তা বজায় থাকবে৷ সিদ্ধান্ত তাঁদের পক্ষে না গেলে অধিনায়ক ডিআরএস (DRS) নষ্ট করে ফেলবে৷
আইসিসি (ICC) গভর্নিং কাউন্সিলের গত জুন মাসে করোনা মহামারির দরুণ অনেক অভিজ্ঞ আম্পায়রকে পাওয়া যাবে না৷ তাই প্রতি ফর্ম্যাটেই অসফল রিভিউ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে৷ আইসিসি এই সিদ্ধান্তের পর টি টোয়েন্টি ও ওয়ানডে-তে দুটি করে রিভিউ রয়েছে৷ টেস্টে তাদের ইনিংসে এই রিভিউ ৩ টি করে সুযোগ পাওয়া যায়৷
ইএসপিএন ক্রিকইনফো-র রিপোর্ট অনুযায়ি আইসিসি দেরি  ও বৃষ্টির কারণে নূন্যতম ওভারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে৷ টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ স্টেজের দরুণ প্রতিটা দলকে ডার্কওয়ার্থ লুইস নিয়মের দরুণ অন্তত পাঁচ ওভার ব্যাট করতে হবে৷ বর্তমানে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে (ICC T20 World Cup 2021) নিয়ম লাগু করা হবে৷ কিন্তু সেমিফাইনাল ও ফাইনালে বৃষ্টি হলে ওভারে বেড়ে যাবে৷
advertisement
advertisement
এর জন্য দলগুলিকে অন্তত ১০ ওভার করে খেলা হবে৷ যা গত বছরের মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপেও করা হয়েছিল৷ আসলে ইংল্যান্ড বনাম ভারত ম্যাচ সিডনিতে বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর  নিয়ম নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল৷ তখন রিজার্ভ ডে ছিল না৷ ইংল্যান্ড টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল৷
advertisement
আইসিসি  কোনও আন্তর্জাতিক টি টোয়েন্টি টুর্নামেন্টে ডিআরএস প্রথমবার ব্যবহার করা হয়৷ সেটা ২০১৮ তে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ছিল৷ তখন দলগুলির কাছে একটি করে রিভিউ ছিল৷ ২০২০ তে এটা ব্যবহার হয়েছিল৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ICC T20 World Cup 2021: প্রথমবার পাওয়া যাবে DRS সুযোগ, কতগুলি করে মিলবে সুযোগ
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement