ICC T20 World Cup 2021: বায়োবাবলের সময়ে ‘এই’ভাবে আনন্দে মজে Pakistan Cricket Team, দেখুন ভিডিও

Last Updated:

ICC T20 World Cup 2021: বায়োবাবলে থাকা যে কোনও পেশাদারের পক্ষেই মানিয়ে নেওয়া খুবই কষ্টকর৷

icc t20 world cup 2021: babar azam and his teammates played cricket with kids in team hotel- Photo Courtesy- Twitter/ Video Grab
icc t20 world cup 2021: babar azam and his teammates played cricket with kids in team hotel- Photo Courtesy- Twitter/ Video Grab
#নয়াদিল্লি: পাকিস্তান ক্রিকেট দল  (Pakistan Cricket Team) ১৫ অক্টোবর টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের (ICC T20 World Cup 2021)  জন্য সংযুক্ত আরব আমিরশাহির উদ্দেশ্যে রওনা দেবেন৷ এর আগে ক্রিকেটার লাহোরের একটি হোটেলে কোয়ারেন্টাইন রয়েছেন৷ বায়ো বাবলে থাকাকালীন পাক দলের ক্রিকেটাররা এক দারুণভাবে মজা করছেন৷ ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবারও রয়েছে৷ এই অবস্থায় নিজেদের সন্তানদের সঙ্গে খেলাধুলোয় মেতে রয়েছেন তাঁরা৷
বায়োবাবলে থাকা যে কোনও পেশাদারের পক্ষেই মানিয়ে নেওয়া খুবই কষ্টকর৷ তাই পরিবার থাকায় তাঁরা কিছুটা ভালো রয়েছেন৷ ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে নিজের পরিবারের খুদেদের সঙ্গে ক্রিকেট খেলে কাটাচ্ছেন তাঁরা৷
advertisement
পাকিস্তানের ক্রিকেট দল (Pakistan Cricket Team) ১৫ অক্টোবর টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের (ICC T20 World Cup 2021) জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে যাবে, তার আগে তাদের নির্ধারিত কোয়ারেন্টাইন পিরিয়ড কাটাচ্ছেন৷ বায়োবাবলে থাকার জন্য নিজের মনোরঞ্জনের এক দারুণ পদ্ধতি খুঁজে বার করেছেন ক্রিকেটাররা৷ ক্রিকেটাররা নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে সময় কাটানোই এখানে একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে৷ পিসিবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এই মজার ভিডিও শেয়ার করেছে৷
advertisement
পাকিস্তান বোর্ড মজাদার ক্যাপশনে লিখেছেন ক্রিকেট টাইম, পাকিস্তানের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ক্রিকেটাররা নিজেদের আইসোলেশন পিরিয়ড বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলে কাটাচ্ছেন৷
advertisement
পিসিবি এই ভিডিও শেয়ার করেছেন, তাতে বাবর আজমকে হোটেলের করিডরের কার্পেটের ওপর একটি বাচ্চাকে বল করছেন বলে দেখা যায়৷ অন্যদিকে বোলার শাহনবাজ দহানি আম্পায়ারের ভূমিকায় রয়েছেন৷ দুটি শিশু ক্রিকেট খেলেছে৷
advertisement
পিসিবি -র এক আধিকারিক বয়ান জারি করে জানিয়েছেন পাকিস্তান দল (Pakistan Cricket Team) রবিবার ন্যাশানাল হাই পারফরম্যান্স  সেন্টার, এলসিসিই গ্রাউন্ড, লাহোরের বায়ো সিকিউর প্রটোকলের নিয়ম অনুযায়ি ৭ দিনের ট্রেনিং ক্যাম্প শুরু করবে৷ প্রথমেই দল পৌঁছে গেছে সেখানে হোটেলে ঢোকার আগেই ক্রিকেটার ও তাঁর পরিবারের সদস্যের করোনা পরীক্ষা করা হয়েছে৷ তাঁদের সকলেরই রিপোর্ট নেগেটিভ রয়েছে৷ ফলে ক্রিকেটারদের ট্রেনিংয়ে সবুজ সংকেত পাওয়া গেছে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ICC T20 World Cup 2021: বায়োবাবলের সময়ে ‘এই’ভাবে আনন্দে মজে Pakistan Cricket Team, দেখুন ভিডিও
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement