ICC T20 World Cup 2021: বায়োবাবলের সময়ে ‘এই’ভাবে আনন্দে মজে Pakistan Cricket Team, দেখুন ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup 2021: বায়োবাবলে থাকা যে কোনও পেশাদারের পক্ষেই মানিয়ে নেওয়া খুবই কষ্টকর৷
#নয়াদিল্লি: পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team) ১৫ অক্টোবর টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের (ICC T20 World Cup 2021) জন্য সংযুক্ত আরব আমিরশাহির উদ্দেশ্যে রওনা দেবেন৷ এর আগে ক্রিকেটার লাহোরের একটি হোটেলে কোয়ারেন্টাইন রয়েছেন৷ বায়ো বাবলে থাকাকালীন পাক দলের ক্রিকেটাররা এক দারুণভাবে মজা করছেন৷ ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবারও রয়েছে৷ এই অবস্থায় নিজেদের সন্তানদের সঙ্গে খেলাধুলোয় মেতে রয়েছেন তাঁরা৷
বায়োবাবলে থাকা যে কোনও পেশাদারের পক্ষেই মানিয়ে নেওয়া খুবই কষ্টকর৷ তাই পরিবার থাকায় তাঁরা কিছুটা ভালো রয়েছেন৷ ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে নিজের পরিবারের খুদেদের সঙ্গে ক্রিকেট খেলে কাটাচ্ছেন তাঁরা৷
আরও পড়ুন -IPL 2020: Delhi Capitals-র Rishabh Pant কে প্রকাশ্যে ‘এই’ কথা লিখলেন Urvashi Rautela, তারপর...
advertisement
পাকিস্তানের ক্রিকেট দল (Pakistan Cricket Team) ১৫ অক্টোবর টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের (ICC T20 World Cup 2021) জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে যাবে, তার আগে তাদের নির্ধারিত কোয়ারেন্টাইন পিরিয়ড কাটাচ্ছেন৷ বায়োবাবলে থাকার জন্য নিজের মনোরঞ্জনের এক দারুণ পদ্ধতি খুঁজে বার করেছেন ক্রিকেটাররা৷ ক্রিকেটাররা নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে সময় কাটানোই এখানে একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে৷ পিসিবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এই মজার ভিডিও শেয়ার করেছে৷
advertisement
Quarantine = Cricket time!!
Pakistan @T20WorldCup squad spending their isolation time while playing cricket with kids 🏏#T20WorldCup pic.twitter.com/sPizXxtDlK — Pakistan Cricket (@TheRealPCB) October 9, 2021
পাকিস্তান বোর্ড মজাদার ক্যাপশনে লিখেছেন ক্রিকেট টাইম, পাকিস্তানের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ক্রিকেটাররা নিজেদের আইসোলেশন পিরিয়ড বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলে কাটাচ্ছেন৷
advertisement
পিসিবি এই ভিডিও শেয়ার করেছেন, তাতে বাবর আজমকে হোটেলের করিডরের কার্পেটের ওপর একটি বাচ্চাকে বল করছেন বলে দেখা যায়৷ অন্যদিকে বোলার শাহনবাজ দহানি আম্পায়ারের ভূমিকায় রয়েছেন৷ দুটি শিশু ক্রিকেট খেলেছে৷
advertisement
পিসিবি -র এক আধিকারিক বয়ান জারি করে জানিয়েছেন পাকিস্তান দল (Pakistan Cricket Team) রবিবার ন্যাশানাল হাই পারফরম্যান্স সেন্টার, এলসিসিই গ্রাউন্ড, লাহোরের বায়ো সিকিউর প্রটোকলের নিয়ম অনুযায়ি ৭ দিনের ট্রেনিং ক্যাম্প শুরু করবে৷ প্রথমেই দল পৌঁছে গেছে সেখানে হোটেলে ঢোকার আগেই ক্রিকেটার ও তাঁর পরিবারের সদস্যের করোনা পরীক্ষা করা হয়েছে৷ তাঁদের সকলেরই রিপোর্ট নেগেটিভ রয়েছে৷ ফলে ক্রিকেটারদের ট্রেনিংয়ে সবুজ সংকেত পাওয়া গেছে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 10, 2021 6:29 PM IST