Cricket in Olympics: ১২৮ বছর বাদে অলিম্পিক্সে ক্রিকেট, মেগা ঘোষণা মুম্বইতে

Last Updated:

Cricket in Olympics: মুম্বইতে শুক্রবার আইওএসির এক্সিকিউটিভ বৈঠকের পর এই ঘোষণা করে দেন বাখ৷

এর ফলে অলিম্পিক্সে ১২৮ বছর পর এই ক্রিকেট অন্তর্ভুক্ত হবে৷ এদিনের বৈঠকে মোট পাঁচটি খেলা নতুনভাবে ঢুকবে৷
এর ফলে অলিম্পিক্সে ১২৮ বছর পর এই ক্রিকেট অন্তর্ভুক্ত হবে৷ এদিনের বৈঠকে মোট পাঁচটি খেলা নতুনভাবে ঢুকবে৷
নয়াদিল্লি: ক্রিকেট এবার অলিম্পিক্সেও৷ দিন চারেক আগে  একটি রিপোর্ট  প্রকাশিত হয়েছিল ফ্ল্যাগ ফুটবল, বেসবল এবং সফটবলের পাশাপাশি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে  ক্রিকেট অন্তর্ভুক্ত হতে চলেছে। আর মুম্বইতে সেই তথ্যেই একেবারে সিলমোহর দিয়ে দিলেন আইওসি প্রেসিডেন্ট টমাস বাখ৷ মুম্বইতে শুক্রবার আইওএসির এক্সিকিউটিভ বৈঠকের পর এই ঘোষণা করে দেন বাখ৷
দ্বিতীয় দিনের বৈঠকের শেষে জানিয়েছেন সমস্ত আধিকারিকরা ক্রিকেটকে অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত করার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন৷ লস অ্যাঞ্জেলেস প্রধানরা ৬ টি দলকে অন্তর্ভুক্ত করার বিষয়ে একমত হয়েছেন৷ মহিলা ও পুরুষ দুই দলেরই টি টোয়েন্টি ফর্ম্যাটে খেলা হবে৷
এর ফলে অলিম্পিক্সে ১২৮ বছর পর এই ক্রিকেট অন্তর্ভুক্ত হবে৷ এদিনের বৈঠকে মোট পাঁচটি খেলা নতুনভাবে ঢুকবে৷
advertisement
advertisement
এর আগে দ্য গার্ডিয়ান জানিয়েছিল যে অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি অফিসিয়ালি জানানো  হবে ১৪১ তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশনে যা ১৫ অক্টোবর মুম্বইতে হতে চলছে। ১২৮ বছর পর অলিম্পিক গেমসে ক্রিকেট ঢোকার ছাড়পত্র পাচ্ছে৷
advertisement
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, একটি বিবৃতিতে, গ্রীষ্মকালীন গেমসে খেলার অন্তর্ভুক্তির সুপারিশ করে এলএ ২৮-র আয়োজক কমিটিতে উচ্ছ্বসিত। “আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) লস অ্যাঞ্জেলেস ২০২৮ সালের অলিম্পিক আয়োজকদের গেমসে অন্তর্ভুক্ত করার জন্য ক্রিকেটকে সুপারিশ করার সিদ্ধান্তে আনন্দিত।’’
এই বিবৃতিতে বলা হয়েছে “দুই বছরের চেষ্টার পরে, যেখানে আইসিসি এলএ ২৮-র সঙ্গে জোরকদমে কাজ করেছিল, LA-তে যোগ করা খেলার তালিকায় ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল, যা এখন IOC-এর অনুমোদনের জন্য এগিয়ে দেওয়া হবে,” আইসিসি এক বিবৃতিতে বলেছে৷
advertisement
গার্ডিয়ানে আরও জানিয়েছিল  যে  স্কোয়াশ ২০২৮ গ্রীষ্মকালীন গেমসের জন্য অতিরিক্ত খেলা হিসাবে প্রস্তাব করা হয়েছে৷ যাএও পাশ  যেতে পারে। ১৯০০ সালে প্যারিসে ইংল্যান্ড এবং ফ্রান্স স্বর্ণ পদকের জন্য লড়াই করেছিল সেটাই এই সময় আগে একবারই অলিম্পিকে ক্রিকেট খেলা হয়েছে।
“আমরা আনন্দিত যে LA28 ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করেছে। যদিও এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়, এটি এক শতাব্দীরও বেশি সময় ধরে অলিম্পিক্সে প্রথমবারের মতো ক্রিকেট দেখার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক।’’
advertisement
আরও বলা হয়েছে  “গত দুই বছরে নতুন ক্রীড়া মূল্যায়ন প্রক্রিয়া চলাকালীন তাদের সমর্থনের জন্য আমি LA28 কে ধন্যবাদ জানাতে চাই এবং আমরা আগামী সপ্তাহে ICC পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের সময় ভারতে IOC অধিবেশনে গৃহীত চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি” এই উক্তি  আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Cricket in Olympics: ১২৮ বছর বাদে অলিম্পিক্সে ক্রিকেট, মেগা ঘোষণা মুম্বইতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement