৩১৯-এর রেকর্ড ভাঙলেই ‘ফেরারি’ : সেহওয়াগ

Last Updated:

টেস্ট ক্রিকেটে ৩১৯-এর রেকর্ড ভাঙতে পারলেই ‘ফেরারি’ ৷ ক্রিকেটের যে কোনও ফর্ম্যাটে ৩১৯ রানের বেশি করতে পারলেই ছেলেদের ‘ফেরারি’ গাড়ি উপহার দেবেন ৷ দুই ছেলেকে এমনটাই প্রতিশ্রুতি দিলেন বীরেন্দ্র সেহওয়াগ ৷

#নয়াদিল্লি: টেস্ট ক্রিকেটে ৩১৯-এর রেকর্ড ভাঙতে পারলেই ‘ফেরারি’ ৷ ক্রিকেটের যে কোনও ফর্ম্যাটে ৩১৯ রানের বেশি করতে পারলেই ছেলেদের ‘ফেরারি’ গাড়ি উপহার দেবেন ৷ দুই ছেলেকে এমনটাই প্রতিশ্রুতি দিলেন বীরেন্দ্র সেহওয়াগ ৷
চলতি বছরে অক্টোবর মাসে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন সহবাগ ৷ বৃহস্পতিবার BCCI আয়োজিত দিল্লির ফিরোজ শাহ কোটলায় সংবর্ধনা অনুষ্ঠানে এরকমটিই জানান সহবাগ ৷ ভারত- দক্ষিন আফ্রিকা চতুর্থ টেস্ট শুরু হওয়ার আগে এই সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল ৷
হর্ষ ভোগলের সঙ্গে কথোপোকথনের সময় সহবাগ জানান, ‘‘ আমি আমার ছেলেদের কথা দিয়েছি যে যদি ওরা আমার ৩১৯ এর রেকর্ড ভাঙতে পারে তাহলে আমি ওদেরকে ফেরারি গাড়ি উপহার দেব ’ ৷ এদিন সংবর্ধনা অনুষ্ঠানে সহবাগের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর মা, স্ত্রী ও দুই ছেলে ৷ এছাড়াও উপস্থিত ছিল ভারত ও দক্ষিন আফ্রিকার খেলোয়াড় ৷ সহবাগের ট্রিপল সেঞ্চুরির নামে স্টেডিয়ামের দুটি স্ট্যান্ডের নামকরণ করা হয় ৷ একটির নাম দেওয়া হয় ‘ভিরু ৩১৭ এন্ড’ এবং ‘ভিরু ৩০৯ এন্ড’ ৷
advertisement
বাংলা খবর/ খবর/ক্রিকেট/
৩১৯-এর রেকর্ড ভাঙলেই ‘ফেরারি’ : সেহওয়াগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement