৩১৯-এর রেকর্ড ভাঙলেই ‘ফেরারি’ : সেহওয়াগ

Last Updated:

টেস্ট ক্রিকেটে ৩১৯-এর রেকর্ড ভাঙতে পারলেই ‘ফেরারি’ ৷ ক্রিকেটের যে কোনও ফর্ম্যাটে ৩১৯ রানের বেশি করতে পারলেই ছেলেদের ‘ফেরারি’ গাড়ি উপহার দেবেন ৷ দুই ছেলেকে এমনটাই প্রতিশ্রুতি দিলেন বীরেন্দ্র সেহওয়াগ ৷

#নয়াদিল্লি: টেস্ট ক্রিকেটে ৩১৯-এর রেকর্ড ভাঙতে পারলেই ‘ফেরারি’ ৷ ক্রিকেটের যে কোনও ফর্ম্যাটে ৩১৯ রানের বেশি করতে পারলেই ছেলেদের ‘ফেরারি’ গাড়ি উপহার দেবেন ৷ দুই ছেলেকে এমনটাই প্রতিশ্রুতি দিলেন বীরেন্দ্র সেহওয়াগ ৷
চলতি বছরে অক্টোবর মাসে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন সহবাগ ৷ বৃহস্পতিবার BCCI আয়োজিত দিল্লির ফিরোজ শাহ কোটলায় সংবর্ধনা অনুষ্ঠানে এরকমটিই জানান সহবাগ ৷ ভারত- দক্ষিন আফ্রিকা চতুর্থ টেস্ট শুরু হওয়ার আগে এই সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল ৷
হর্ষ ভোগলের সঙ্গে কথোপোকথনের সময় সহবাগ জানান, ‘‘ আমি আমার ছেলেদের কথা দিয়েছি যে যদি ওরা আমার ৩১৯ এর রেকর্ড ভাঙতে পারে তাহলে আমি ওদেরকে ফেরারি গাড়ি উপহার দেব ’ ৷ এদিন সংবর্ধনা অনুষ্ঠানে সহবাগের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর মা, স্ত্রী ও দুই ছেলে ৷ এছাড়াও উপস্থিত ছিল ভারত ও দক্ষিন আফ্রিকার খেলোয়াড় ৷ সহবাগের ট্রিপল সেঞ্চুরির নামে স্টেডিয়ামের দুটি স্ট্যান্ডের নামকরণ করা হয় ৷ একটির নাম দেওয়া হয় ‘ভিরু ৩১৭ এন্ড’ এবং ‘ভিরু ৩০৯ এন্ড’ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ক্রিকেট/
৩১৯-এর রেকর্ড ভাঙলেই ‘ফেরারি’ : সেহওয়াগ
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement