Ind vs Eng: শেষ টি টোয়েন্টি ম্যাচের আগে বড় সুখবর,ওয়ান ডে তে নাও খেলতে পারেন তারকা ইংলিশ ক্রিকেটার

Last Updated:

ইংল্যান্ডের জোরে বোলার জোফ্রা আর্চার (Jofra Archer) ভারতের বিরুদ্ধে ২৩ মার্চ থেকে শুরু হতে চলা ওয়ান ডে সিরিজে (India vs England ODI Series) বিশ্রামে যেতে পারেন৷

#আহমেদাবাদ: ইংল্যান্ডের জোরে বোলার জোফ্রা আর্চার  (Jofra Archer)  ভারতের বিরুদ্ধে ২৩ মার্চ থেকে শুরু হতে চলা ওয়ান ডে সিরিজে (India vs England ODI Series) বিশ্রামে যেতে পারেন৷ শনিবার  শেষ টি টোয়েন্টির পরে ইংলিশ টিম ম্যানেজমেন্ট এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে৷ আর্চারের চোট রয়েছে৷ যার জন্য ভারতের বিরুদ্ধে শেষ টেস্টে তিনি খেলেননি৷ তাঁর একদিনের সিরিজে খেলা নিয়ে রহস্য জারি রয়েছে৷ তিনি চারটি টি টোয়েন্টিতে ইংল্যান্ডের জার্সিতে খেলেছেন৷
ডেইলি মেলের খবর অনুযায়ি ২৫ বছরের জোরে বোলার ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের আগে কনুইতে চোট পেয়েছিলেন৷ তবে টি টোয়েন্টির চারটি ম্যাচেই খেলার সময় তাঁর কোনও অসুবিধাও হয়নি৷ এই চারটি ম্যাচে ৭ উইকেট নিয়েছেন তিনি৷ তবে ইংলিশ টিম ম্যানেজমেন্ট জোফ্রা আর্চারকে নিয়ে বেশি রিস্ক নিতে চাইছে না৷ তাঁর পঞ্চম টি টোয়েন্টিতে খেলাও অনিশ্চিত৷ কারণ এই বছর ইংল্যান্ডের অ্যাশেজ ও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মতো গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে৷
advertisement
এদিকে জোফ্রা আর্চারের চোট বেশ ভালোই ছিল যার জন্যশেষটেস্টে তাঁকে প্রথম একাদশে রাখা যায়নি৷ কনুইয়ের চোট সারানোর জন্য যাতে পুরোপুরি সময় পাওয়া যায় তাতে তার জন্য তাঁকে আগে দেশে পাঠানোর ব্যবস্থা করা হতে পারে৷
advertisement
তিনি চলে গেলে ইংল্যান্ডের কাছে বিকল্পের অভাব নেই৷ কারণ ভারত সফরের জন্য ১৬ সদস্যের দল এসেছে৷ ম্যাট পার্কিনসন ও জেক বোলের মতো ক্রিকেটাররা রয়েছেন৷ ফলে ওয়ান ডে সিরিজেও ইংল্যান্ড দলের কাছে বিকল্প থাকছেই৷ ২০১৯-র বিশ্বকাপের পর থেকে তিনি একটানা ম্যাচ খেলে চলেছেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Eng: শেষ টি টোয়েন্টি ম্যাচের আগে বড় সুখবর,ওয়ান ডে তে নাও খেলতে পারেন তারকা ইংলিশ ক্রিকেটার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement