Lionel Messi: কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ম্যাচ জিতলেও এদিন মেসির কান্নার ভিডিও ভাইরাল!

Last Updated:

Lionel Messi Bursts Into Tears After Injury: চোট পেয়ে যখন মেসি মাঠ ছাড়ছেন তখন স্টেডিয়ামে আর্জেন্টিনা সমর্থকদের চোখে জল। নিজেকে ধরে রাখতে পারলেন না মেসিও।

Lionel Messi was inconsolable in the dug-out. (Screengrab)
Lionel Messi was inconsolable in the dug-out. (Screengrab)
ফ্লোরিডা: বিশ্বকাপের পর আরও একটা ট্রফি আর্জেন্টিনার ৷ বিশ্বের এক নম্বর ফুটবল দলের এখন সর্বত্রই জয়জয়কার ৷ কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা ট্রফিও নিজেদের ঘরে তুলল আর্জেন্টিনা ৷ তবে এদিনের ম্যাচে একটা দৃশ্য প্রত্যেকেরই চিরকাল মনে থেকে যাবে, সেটা হল লিওনেল মেসির কান্না ৷ চোট পেয়ে যখন মেসি মাঠ ছাড়ছেন তখন স্টেডিয়ামে আর্জেন্টিনা সমর্থকদের চোখে জল। নিজেকে ধরে রাখতে পারলেন না মেসিও। বেঞ্চে বসে হাউ হাউ করে কাঁদলেন। তবে শেষ হাসি অবশ্য এদিন তিনি আর তাঁর দলই হাসলেন ৷ কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৷
লিওনেল মেসির জন্য এটিই ছিল শেষ কোপা আমেরিকা। তবে শেষ ম্যাচেও পুরোটা খেলা হল না মেসির। চোটের কারণে মাঠ ছাড়তে হয় তাঁকে। আর চোট পেয়ে মাঠ ছাড়ার সময়ে কান্নায় ভেঙে পড়লেও লিও মেসি। ঠিক যে ভাবে ২০১৬ সালের ফাইনালে চিলির বিরুদ্ধে টাইব্রেকারে পেনাল্টি মিস করায় কেঁদেছিলেন তিনি। তবে সে বার হারের বোঝা মাথায় নিয়ে বিদায় নিতে হয়েছিল তাঁকে। এ বার মেসিহীন আর্জেন্টিনা জিতল। 
advertisement
advertisement
advertisement
ম্যাচের ৩৭ মিনিটে মূলত নতুন করে চোট লেগেছিল মেসির। আক্রমণে ওঠার সময়ে তাঁকে কড়া ট্যাকেল করেন কলম্বিয়ার রাইটব্যাক সান্টিয়াগো আরিয়াস। চোট পান মেসি। এর পরে সাময়িক চিকিৎসা চলে তাঁর। তবে খেলায় ফিরে আসেন কিছুক্ষণের মধ্যেই। কিন্তু গোটা ম্যাচ অবশ্য খেলতে পারেননি তিনি ৷ ৬৬ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন মেসি ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Lionel Messi: কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ম্যাচ জিতলেও এদিন মেসির কান্নার ভিডিও ভাইরাল!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement