বন্ধ হক সিএবি-র অনুর্ধ্ব ১৯ এবং অনুর্ধ্ব ১৬ ক্রিকেট লিগ, কোথায় উঠল দাবি

Last Updated:

প্রচন্ড গরমে বর্ধমানে হচ্ছে ক্রিকেট লিগ তারপর...

u19 and u 16 cricket league by CAB
u19 and u 16 cricket league by CAB
#পূর্ব বর্ধমান : একদিকে যখন গোটা রাজ্য জুড়ে ভয়াবহ তাপপ্রবাহে প্রাণ ওষ্ঠাগত সেই সময় খোদ সিএবি পরিচালিত অনুর্ধ ১৬ ও অনুর্ধ ১৯ বছরের ক্রিকেট লিগ চলছে। যা নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক। চলতি সপ্তাহের বুধবারই এই তাপপ্রবাহের জেরে মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্ত স্কুল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। খোদ নবান্ন থেকে নির্দেশিকা জারি করে প্রয়োজন ছাড়া দুপুরে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। সেখানে কীভাবে সিএবি পরিচালিত সকাল ১০টা থেকে চারটে পর্যন্ত ক্রিকেট লিগ চলছে তা নিয়ে সরব হয়েছেন ক্রিকেট প্রেমীরা।
বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার রানীর মাঠে চলছে ক্রিকেট লিগ। তাই এই মাঠে চলতে থাকা অনুর্ধ্ব ১৯ ক্রিকেট লিগকে সাময়িক বন্ধ রাখার আবেদন জানালো জেলা যুব কংগ্রেস। এদিন জেলাশাসক তথা বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার সভাপতির কাছে স্মারকলিপি দিয়ে যুব কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে এই খেলা বন্ধ করার আবেদন জানানো হয়েছে।
advertisement
advertisement
জেলা মহিলা কংগ্রেস নেত্রী কুমকুম ঘোষ জানিয়েছেন, যেভাবে প্রখর রোদেই এই ক্রিকেট লিগ চলছে তাতে যে কোনও সময়েই বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তিনি জানিয়েছেন, বিডিএসের কাছে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থাও নেই। এই অবস্থায় কেউ আচমকা অসুস্থ হলে তা ভয়ংকর পরিস্হিতি ধারণ করতে পারে। তাই অবিলম্বে এই খেলা বন্ধ করা হক। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই খেলা বন্ধ রাখার আবেদন জানান তিনি।
advertisement
এদিন বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক পীরদাস মণ্ডল জানিয়েছেন, শুক্রবার থেকে তাঁরা এই অনুর্ধ্ব লিগকে ২ মে পর্যন্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তিনি জানিয়েছেন, তাঁরা বন্ধ করলেও সিএবি এখনও খেলা চালিয়ে যাচ্ছে। হুগলিতে অনুর্ধ্ব ১৬-র লিগের খেলা চলছে। বর্ধমানেও শুরু হতে চলেছে সিএবি পরিচালিত অনুর্ধ্ব ১৯-এর খেলা। তবুও উদ্ভূত পরিস্থিতির জন্য তাঁরা শুক্রবার থেকে ২ মে পর্যন্ত খেলা বন্ধ রেখেছেন।
advertisement
Malobika Biswas
বাংলা খবর/ খবর/খেলা/
বন্ধ হক সিএবি-র অনুর্ধ্ব ১৯ এবং অনুর্ধ্ব ১৬ ক্রিকেট লিগ, কোথায় উঠল দাবি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement