বৃহস্পতিবার বাংলা দল নির্বাচন, তার আগে কপালে ভাঁজ কোচ অরুনলালের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Eeron Roy Barman
#কলকাতা: ১৭ ডিসেম্বর থেকে রঞ্জি ট্রফি অভিযানে নামছে বাংলা দল। বৃহস্পতিবার দল নির্বাচন। তবে কেরলের বিরুদ্ধে রঞ্জি ট্রফি অভিযান শুরুর আগে কার্যত অথৈ জলে বাংলা। কপালে ভাঁজ কোচের।
মধ্যপ্রদেশের বিরুদ্ধে জোড়া প্রস্তুতি ম্যাচে প্রায় সব বিভাগেই ব্যর্থ বাংলা ক্রিকেটাররা। বুধবার থেকে শুরু হওয়া দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের প্রথম দিন বাংলার বোলিংকে নিয়ে ছেলেখেলা করলেন মধ্যপ্রদেশের ক্রিকেটাররা। সারাদিনে মাত্র ১ উইকেট হারিয়ে রানের পাহাড়ে নমন ওঝারা। ৩৫৫ রান তোলেমধ্যপ্রদেশ।শতরান করলেন রামিজ খান। দিনের একমাত্র উইকেটটি পেলেন ঈশান পোড়েল। মাত্র চার ওভার হাত ঘোরালেন দিন্দা। প্রাপ্তি শূন্য। আরও খারাপ অবস্থা সায়ন ঘোষ, শাহাবাজদের।
advertisement
advertisement
স্পিনাররাও সেভাবে নিজেদের মেলে ধরতে পারলেন না। প্রথম প্রস্তুতি ম্যাচেও বোলিং বিভাগ সেভাবে কাড়তে পারেনি। ব্যতিক্রমী ছিলেন অশোক দিন্দা। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের বিরুদ্ধে ব্যাট করবে সুদীপ, মনোজরা। প্রথম ম্যাচে সেভাবে ব্যাটে রান পাননি কোনও ব্যাটসম্যানই। প্রস্তুতি ম্যাচ দেখে হতাশ কোচ অরুণলাল। লালজি জানান, টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচের ধাক্কাটা জরুরি ছিল। কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা বোঝার জন্য। আশা করি ক্রিকেটাররা নিজেদের বুঝতে পারবেন। বেশি কিছু বলার নেই। প্রস্তুতি ম্যাচের উইকেট নিয়ে ক্রিকেটারদের মধ্যে হতাশা থাকলেও তা মানতে নারাজ কোচ।
advertisement
অরুণলালের মতে, পিচে যথেষ্ট ঘাস ছিল। তবুও পেসাররা কিছু করতে পারেননি। আর একই দুই দল খেলে তাই পিচ নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তার কোন কারণ নেই। আঙুলে অস্ত্রোপচার হওয়ায় আপাতত রঞ্জি ট্রফির শুরুর বেশ কয়েকটি ম্যাচে নেই ঋদ্ধিমান সাহা। শিলিগুড়ি থেকে ফিরে এদিন বাংলা দলের কোচ ম্যানেজমেন্ট এর সঙ্গে দেখা করে যান ঋদ্ধি। ফিট হয় দ্রুত রঞ্জি ট্রফিতে ফিরতে চান পাপালি। ঋদ্ধি ফিরলে দলের ব্যাটিংয়ের হাল কিছুটা ফিরতে পারে বলে মনে করেন কোচ। তবে লক্ষণের ক্যাম্পের পরেও ব্যাটসম্যানদের ব্যাটিং এ খুশি নন অরুণলাল।
advertisement
সিনিয়র ক্রিকেটারদের আরও দায়িত্ব নেওয়া উচিৎ বলে মনে করেন তিনি। নাম না করলেও স্পষ্ট ইঙ্গিত মনোজ তিওয়ারি, সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদারদের দিকেই। প্রথম দুই তিনটি ম্যাচে ব্যাটসম্যানরা সেভাবে রান না করলে অনূর্ধ্ব-২৩-এর বেশ কিছু ক্রিকেটারকে সুযোগ দিতে চান কোচ। সুদীপ ঘরামি-কে ইতিমধ্যেই মনে ধরেছে রঞ্জি ট্রফি জয়ী এই প্রাক্তন ক্রিকেটারের। এখন দেখার বৃহস্পতিবার দল নির্বাচনে কাদেরকে বেছে নেন নির্বাচকরা। তবে সূত্রের খবর বিতর্ক কাটিয়ে ওঠা অশোক দিন্দা প্রথম ম্যাচের দলে সুযোগ পাবেন।
advertisement
দিন্দার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট। নতুন অধিনায়ক অভিমুন্যর ওপর বাড়তি ভরসা করছেন কোচ। প্রস্তুতি ম্যাচে রান না পেলেও ঈশ্বরণকে ফুলমার্কস অরুণলালের। এক নির্বাচকের মতে, ক্রিকেটারদের আত্মবিশ্বাস ফিরলেই পারফরম্যান্স ভাল হবে। তবে এটা ঠিক ব্যাটসম্যানরা কেন বড় রান পাচ্ছেন না সেটা দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। বোলিং বিভাগেও সমস্যা রয়েছে।
advertisement
ঈশান পোড়েল ছাড়া নতুন কোনও ফাস্ট বোলার সেভাবে নিজেদের মেলে ধরতে পারছে না। বেশ কয়েকজন রেলে চলে যাওয়াতে একটা গ্যাপ তৈরি হয়েছে। এদিকে অধিনায়কত্ব হারানো মনোজ তিওয়ারি নিজের ফর্ম ফিরে পেতে করতে মরিয়া। বুধবার মিডিয়াম পেস বল করতে দেখা গেল মনোজকে। ৬ ওভারে ৩৭ রান দিলেন তিনি। বাংলার প্রতিপক্ষ কেরাল গত সোমবার থেকে রঞ্জি অভিযান শুরু করেছে দিল্লির বিরুদ্ধে। প্রথম ইনিংসে লিড নিয়ে চালকের আসনে দল।
advertisement
প্রথম ইনিংসে ৬ উইকেট জলজ সাক্সেনার। এদিকে বাংলার বিরুদ্ধে কেরল দলে ফিরতে চলেছেন উইকেট-রক্ষক সঞ্জু স্যামসন। তিরুঅনন্তপুরমের উইকেটে কেরলের বিরুদ্ধে দুই পেস বোলার ও ৩ স্পিনার খেলাতে চান কোচ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 11, 2019 7:34 PM IST