সাবাইনা পার্কে নতুন নায়ক চেজ , প্রশ্নের মুখে বিরাটের ক্যাপ্টেন্সি

Last Updated:

ওয়েস্ট ইন্ডিজ : ১৯৬, ৩৮৮/৬ ভারত: ৫০০, ম্যাচ ড্র

ওয়েস্ট ইন্ডিজ : ১৯৬, ৩৮৮/৬
ভারত: ৫০০
ম্যাচ ড্র
advertisement
#কিংসটন: ‘গেট আপ, স্ট্যান্ড আপ’, কালজয়ী শিল্পী বব মার্লের গাওয়া বিখ্যাত গানটি বুধবার সাবাইনা পার্কে বাজিয়ে সত্যি লাভই হল হোম টিমের ৷ সকাল থেকেই যেন তেতে ছিলেন ক্যারিবিয়ানরা ৷ অসম্ভবকে সম্ভব করার কাজেই নেমেছিলেন তাঁরা ৷ আর সে কাজে দারুণভাবে সফল জেসন হোল্ডারের দল ৷  প্রায় হারা ম্যাচ বাঁচাতে সফল ওয়েস্ট ইন্ডিজ ৷ সৌজন্যে অবশ্যই নবাগত একজন অলরাউন্ডার ৷ নাম রস্টন চেজ ৷ তাঁর অপরাজিত ১৩৭ রানের সৌজন্যেই ভারতকে সিরিজে ২-০ এগিয়ে যেতে দিলেন না ক্যারিবিয়ানরা ৷
advertisement
শুধু চেজের ব্যাটই নয় ৷ ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট বাঁচাতে সাহায্য করল বিরাটের ক্যাপ্টেন্সিও ৷ বিপক্ষের ব্যাটসম্যানদের আউট করতে না পেরে ভারত অধিনায়ক মাঝেমধ্যেই অধৈর্য্য হয়ে পড়ছিলেন ৷ এর ফলে বোলার চেঞ্জ বা ফিল্ড পজিশন বদলেও যথেষ্ট ভুল-ভ্রান্তি চোখে পড়েছে কোহলির ৷
ওয়েস্ট ইন্ডিজ দলের টেস্টে এত করুন দশা , তাও আবার নিজের দেশে- এই চিত্রটা একেবারেই সাম্প্রতিক ৷ ক্যারিবিয়ান ক্রিকেটের সব আভিজাত্যটাই এখন যেন ধুলোয় মিশে গিয়েছে ৷ কিন্তু বুধবার যেন ঘুমন্ত আগ্নেওগিরি জেগে ওঠার মতোই ঘটনা ঘটল সাবাইনা পার্কে ৷ বিরাটের ব্যাক-টু-ব্যাক টেস্ট জয়ের স্বপ্ন ভেঙে দিলেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার ৷ বল হাতে পাঁচ উইকেট নেওয়ার পর এই অনবদ্য সেঞ্চুরি ৷ রাতারাতি নায়ক ২৪ বছরের চেজ ৷
advertisement
শেষদিনে ওয়েস্ট ইন্ডিজের ৬ টা উইকেট নেওয়াটা একেবারেই কঠিন কাজ ছিল না ভারতীয়দের জন্য ৷  ম্যাচ জেতার ব্যাপারে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখাচ্ছিল টিম ইন্ডিয়াকে ৷ কিন্তু খেলা যতো গড়িয়েছে, ততোই সেই আশা ধুলোয়ে মিশেছে ৷ শেষ দিন দুর্দান্তভাবে ম্যাচ বাঁচাতে সফল হোল্ডার ব্রিগেড ৷ আগামী মঙ্গলবার  গ্রস আইলেটে সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল ৷
বাংলা খবর/ খবর/খেলা/
সাবাইনা পার্কে নতুন নায়ক চেজ , প্রশ্নের মুখে বিরাটের ক্যাপ্টেন্সি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement