Home /News /sports /

সাবাইনা পার্কে নতুন নায়ক চেজ , প্রশ্নের মুখে বিরাটের ক্যাপ্টেন্সি

সাবাইনা পার্কে নতুন নায়ক চেজ , প্রশ্নের মুখে বিরাটের ক্যাপ্টেন্সি

ওয়েস্ট ইন্ডিজ : ১৯৬, ৩৮৮/৬ ভারত: ৫০০, ম্যাচ ড্র

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  ওয়েস্ট ইন্ডিজ : ১৯৬, ৩৮৮/৬

  ভারত: ৫০০

  ম্যাচ ড্র

  #কিংসটন: ‘গেট আপ, স্ট্যান্ড আপ’, কালজয়ী শিল্পী বব মার্লের গাওয়া বিখ্যাত গানটি বুধবার সাবাইনা পার্কে বাজিয়ে সত্যি লাভই হল হোম টিমের ৷ সকাল থেকেই যেন তেতে ছিলেন ক্যারিবিয়ানরা ৷ অসম্ভবকে সম্ভব করার কাজেই নেমেছিলেন তাঁরা ৷ আর সে কাজে দারুণভাবে সফল জেসন হোল্ডারের দল ৷  প্রায় হারা ম্যাচ বাঁচাতে সফল ওয়েস্ট ইন্ডিজ ৷ সৌজন্যে অবশ্যই নবাগত একজন অলরাউন্ডার ৷ নাম রস্টন চেজ ৷ তাঁর অপরাজিত ১৩৭ রানের সৌজন্যেই ভারতকে সিরিজে ২-০ এগিয়ে যেতে দিলেন না ক্যারিবিয়ানরা ৷

  শুধু চেজের ব্যাটই নয় ৷ ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট বাঁচাতে সাহায্য করল বিরাটের ক্যাপ্টেন্সিও ৷ বিপক্ষের ব্যাটসম্যানদের আউট করতে না পেরে ভারত অধিনায়ক মাঝেমধ্যেই অধৈর্য্য হয়ে পড়ছিলেন ৷ এর ফলে বোলার চেঞ্জ বা ফিল্ড পজিশন বদলেও যথেষ্ট ভুল-ভ্রান্তি চোখে পড়েছে কোহলির ৷

  ওয়েস্ট ইন্ডিজ দলের টেস্টে এত করুন দশা , তাও আবার নিজের দেশে- এই চিত্রটা একেবারেই সাম্প্রতিক ৷ ক্যারিবিয়ান ক্রিকেটের সব আভিজাত্যটাই এখন যেন ধুলোয় মিশে গিয়েছে ৷ কিন্তু বুধবার যেন ঘুমন্ত আগ্নেওগিরি জেগে ওঠার মতোই ঘটনা ঘটল সাবাইনা পার্কে ৷ বিরাটের ব্যাক-টু-ব্যাক টেস্ট জয়ের স্বপ্ন ভেঙে দিলেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার ৷ বল হাতে পাঁচ উইকেট নেওয়ার পর এই অনবদ্য সেঞ্চুরি ৷ রাতারাতি নায়ক ২৪ বছরের চেজ ৷

  শেষদিনে ওয়েস্ট ইন্ডিজের ৬ টা উইকেট নেওয়াটা একেবারেই কঠিন কাজ ছিল না ভারতীয়দের জন্য ৷  ম্যাচ জেতার ব্যাপারে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখাচ্ছিল টিম ইন্ডিয়াকে ৷ কিন্তু খেলা যতো গড়িয়েছে, ততোই সেই আশা ধুলোয়ে মিশেছে ৷ শেষ দিন দুর্দান্তভাবে ম্যাচ বাঁচাতে সফল হোল্ডার ব্রিগেড ৷ আগামী মঙ্গলবার  গ্রস আইলেটে সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল ৷

  First published:

  Tags: Drawn, India, Jamaica Test, Kingston, Roston Chase, Virat Kohli, WestIndies

  পরবর্তী খবর