কোন দুই দেশ খেলবে টি-২০ বিশ্বকাপের ফাইনালে, ভবিষ্য়দ্বাণী করলেন 'ইউনিভার্স বস'
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
আর কয়েক দিনের অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ ২০২২। কোন দুই দল এবার ফাইনালে খেলবে। প্রতিযোগিতা শুরুর আগেই জানিয়ে দিলেন ক্রিস গেইল।
১৬ তারিখ থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। গ্রুপ পর্বের খেলার পর ২২ তারিখ থেকে শুরু মূল পর্ব অর্থাৎ সুপার ১২ রাউন্ডের খেলা। প্রতিযোগিতা শুরুর আগে থেকেই আলোচনা কোন কোন দল টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে আর কোন দেশ চ্য়াম্পিয়ন হতে পারে। প্রতিযোগিতা শুরুর আগে বিশ্বকাপে সম্ভাব্য় ফাইনালিস্ট দুই দল নিয়ে ভবিষ্য়ৎবাণী করলেন প্রাক্তন ক্য়ারিবিয়ান তারকা ক্রিস গেইল।
এবার টি-২০ বিশ্বকাপে সরাসরি যোগ্য়তা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ দল। গ্রুপ পর্ব খেলে সুপার ১২-এর জন্য় যোগ্য়তা অর্জন করতে হবে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিকোলাস পুরানদের পারফরম্য়ান্সও খুব একটা আহামরি নয়। তাতে কি নিজের দেশের প্রতি আস্থা হারাতে নারাজ ইউনিভার্সাল বস। ক্রিস গেইলের মতে আযোজক দেশ অস্ট্রেলিয়ার সঙ্গে মেগা ফাইনাল খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
advertisement
ক্রিস গেইল বলেছেন,'আমার মনে হচ্ছে ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ়ের দেখা হবে। জানি ওয়েস্ট ইন্ডিজ়ের জন্য কাজটা কঠিন হবে। নতুন অধিনায়ক। দলে কায়রন পোলার্ড, আন্দ্রে রাসেল, ডোয়েন ব্র্যাভোর মতো ক্রিকেটার নেই। তবে ওয়েস্ট ইন্ডিজ়ের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে কয়েক জন বেশ প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। ওরা যে কোনও দলের জন্য বিপজ্জনক হতে পারে। ওয়েস্ট ইন্ডিজ়কে শুধু সঠিক পরিকল্পনা তৈরি করে সেই মতো খেলতে হবে।'
advertisement
advertisement
প্রসঙ্গত, গ্রুপ পর্বের খেলায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্য়াচ ১৭ অক্টোবর স্কটল্য়ান্ডের বিরুদ্ধে। ১৯ অক্টোবর জিম্বাবোয়ের মুখোমুখি হবে ক্য়ারিবিয়ানরা। ২১ অক্টবর ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্র আয়ারল্য়ান্ড।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 10, 2022 9:30 PM IST