ISL 2016: লিগ টেবলে শীর্ষে ওঠা নয়, টুর্নামেন্টের শেষ চারই পাখির চোখ মাতেরাজ্জির

Last Updated:

চেন্নাইয়ান এফসি-র কোচ মার্কো মাতেরাজ্জি চিন্তিত।

#চেন্নাই: চেন্নাইয়ান এফসি-র কোচ মার্কো মাতেরাজ্জি চিন্তিত। তাঁর চিন্তার কারণ অবশ্য অন্য। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লিগে চেন্নাইয়ের অতীত রেকর্ড দুর্দান্ত। বুধবার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গুইমারেসের দলের বিরুদ্ধে খেলতে নামবে মাতেরাজ্জির দল। এবারও জয়ের রেকর্ড বজায় রাখাটাই এখন একমাত্র চিন্তা চেন্নাই কোচের ৷
২০১৪ সালে আইএসএল শুরু হওয়ার পর মুম্বইয়ের বিরুদ্ধে চারবার খেলেছে চেন্নাই, চারবারই জিতেছে তারা। কিন্তু এই মরসুমে মাতেরাজ্জি বারবারই দেখেছেন ইতিহাস লেখা হচ্ছে নতুন করে। যেমন, চেন্নাইয়ের সঙ্গে এফসি গোয়ার লড়াইতে প্রতিবারই যারা অ্যাওয়ে ম্যাচে খেলত,তারাই জিতত। গতবার ফাইনালেও একই ব্যাপার হয়েছিল। কিন্তু এবার ঘরের মাঠে চেন্নাই জিতেছে গোয়ার বিরুদ্ধে, প্রথমবার। দিল্লি ডায়নামোসও আগে চারবারই হেরেছিল এফসি গোয়ার বিরুদ্ধে। কিন্তু এবার ২-০ গোলে জিতেছে গতবারের ফাইনালিস্টদের বিরুদ্ধে ।
advertisement
চেন্নাইয়ানদের বিশ্বকাপজয়ী কোচ মাতেরাজ্জির মতে, ‘‘প্রতি বছর অনেক কিছুই পাল্টায়। আর আইএসএল-ও পাল্টে যাচ্ছে প্রতি মরসুমেই। গোয়ার বিরুদ্ধে এবার ঘরের মাঠে প্রথম জেতার পর এই ম্যাচটা নিয়ে একটু চিন্তায় আছি ৷’’
advertisement
৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আপাতত তালিকায় পঞ্চম স্থানে চেন্নাই। কিন্তু দু-গোলে জিতলে গতবারের চ্যাম্পিয়নরা উঠে আসতে পারে শীর্ষে। মাতেরাজ্জি অবশ্য জয় নিয়ে বা লিগ টেবলে টপ স্পট নিয়ে আদৌ ভাবতে রাজি নন। বরং নিজের লক্ষ্যে স্থির তিনি ৷ সেটা হল টুর্নামেন্টের শেষ চারে যোগ্যতা অর্জন করা ৷ মাতেরাজ্জি এদিন আরও বলেন, ‘‘ দু-গোলে জেতা নিয়ে ভাবতে যাব কেন? প্লে-অফের যোগ্যতার্জনই আমাদের আসল লক্ষ্য ৷’’
advertisement
দলের দুই ফুটবলার চোট পেয়েছেন। জন আর্নে রিসে আর হ্যানস মুলডার খেলতে পারবেন না বুধবারের ম্যাচে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ISL 2016: লিগ টেবলে শীর্ষে ওঠা নয়, টুর্নামেন্টের শেষ চারই পাখির চোখ মাতেরাজ্জির
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement