DC vs CSK: সৌরভের দিল্লিকে হারিয়ে আজ প্লে অফ নিশ্চিত করতে চায় ধোনির চেন্নাই

Last Updated:
আইপিএলে আজ ধোনি বনাম সৌরভ
আইপিএলে আজ ধোনি বনাম সৌরভ
নয়াদিল্লি: ভাল ক্রিকেট খেলেও চেন্নাই সুপার কিংস নিশ্চিত নয় তারা প্লে অফ খেলবে কিনা। আজ তাদের জিততেই হবে, তাও আবার দিল্লির মাঠে গিয়ে। জিতলেই প্লে-অফ, হারলে ঘোর অনিশ্চয়তায় ডুবে যাওয়া! শনিবার বিকেলে ফিরোজ শাহ কোটলায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামার আগে চেন্নাই সুপার কিংসের সামনে সমীকরণ একেবারেই সহজ।
এই মুহূর্তে ১৩ ম্যাচে মহেন্দ্র সিং ধোনির দলের সংগ্রহ ১৫ পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছে তারা। কিন্তু হারলে পাল্টে যাবে প্লে-অফের অঙ্ক। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। সেই আশঙ্কা এড়াতে জিততে মরিয়া সিএসকে। এমনিতে দল হিসেবে চেন্নাই রীতিমতো শক্তিশালী। ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, অজিঙ্কা রাহানে, শিবম দুবে ঝড় তুলছেন ব্যাট হাতে। শেষের দিকে ধোনিও চালাচ্ছেন।
advertisement
advertisement
তবে অম্বাতি রায়াডু, রবীন্দ্র জাদেজা, মঈন আলির ব্যাটেও বড় রান চাইছে হলুদ শিবির। বোলিংয়ে মাথিশা পাথিরানা ডেথ ওভারে রান আটকে রাখছেন। চোট সারিয়ে ফেরা দীপক চাহারও ক্রমশ ছন্দে ফিরছেন। উইকেটের মধ্যে রয়েছেন তুষার দেশপান্ডে। স্পিন বিভাগে জাদেজা, মঈনের সঙ্গী মাহিশ থিকসানা।
advertisement
অন্যদিকে, গোড়াতেই পাঁচ ম্যাচ হেরে খাদের কিনারায় চলে গিয়েছিল দিল্লি।
সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি রিকি পন্টিংয়ের ছাত্ররা। ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব ভুগিয়েছে তাদের। বোলিংয়ে অবশ্য ইশান্ত শর্মা, অ্যানরিখ নর্তজে, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলরা চাপে রেখেছেন বিপক্ষকে। তবে শনিবার ধারে-ভারে অনেক এগিয়ে ধোনিরাই। একটা পর্দার আড়ালে লড়াই চলবে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেন্দ্র সিং ধোনির।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
DC vs CSK: সৌরভের দিল্লিকে হারিয়ে আজ প্লে অফ নিশ্চিত করতে চায় ধোনির চেন্নাই
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement