Emiliano Martinez: মার্টিনেজকে ঘিরে ব্যাপক বিশৃঙ্খলা কলকাতায়! প্রাক্তন ফুটবলারদের ছবি তোলার হিড়িক মঞ্চে
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
মার্টিনেজকে দেখতে অডিটোরিয়ামের পুরো ভর্তি ছিল। বিশ্বজয়ীকে একনজর দেখতে সমর্থকরা উৎসুক হয়ে ছিলেন
কলকাতা: এমি মার্টিনেজ নিজে বিরক্ত হননি। ধৈর্য ধরে রেখেছিলেন। কিন্তু মিলনমেলা প্রাঙ্গনে তাকে ঘিরে তৈরি হল ব্যাপক বিশৃঙ্খলা। এমির অনুষ্ঠান যখন প্রায় শেষ পর্যায়ে তখন প্রাক্তন ফুটবলাররা হঠাৎ করেই একে একে মঞ্চে উঠে পড়তে থাকেন। বিশ্বকাপ জয়ী তারকার সঙ্গে ছবি নেওয়া ছিল তাদের উদ্দেশ্য। এর ফলে প্রচন্ড হুড়োহুড়ির সৃষ্টি হয়। তাল কেটে যায় অনুষ্ঠানের।
বেশ কয়েক ঘণ্টা আগেই কলকাতায় পা রেখেছেন মার্টিনেজ। মিলনমেলা প্রাঙ্গনে তাহাদের কথা অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। যেখানে তিনি তুলে ধরলেন তাঁর কথা। মার্টিনেজকে দেখতে অডিটোরিয়ামের পুরো ভর্তি ছিল। বিশ্বজয়ীকে একনজর দেখতে সমর্থকরা উৎসুক হয়ে ছিলেন। যার জেরে কিছুটা বিশৃঙ্খলা দেখা গিয়েছিল। বিশ্বজয়ী গোলকিপারকে ঘিরে এমন পাগলের মতো উন্মদনা স্বাভাবিক। তাল কাটল তারপর।
advertisement
Mohun Bagan Executive Committee Members felicitated Emiliano Martinez at “Tahader Kotha” Event at Milan Mela.#JoyMohunBagan #Mariners #MBAC #MB #GloriousPastVibrantFuture #MohunBagan #MohunBaganAC #MohunBaganAthleticClub #EmilianoMartinez #MohunBaganGate #GateInauguration pic.twitter.com/jOR1Zi760h
— Mohun Bagan (@Mohun_Bagan) July 4, 2023
advertisement
advertisement
এর ফলে সংবাদ মাধ্যমের কর্মীদেরও অসুবিধা হয়। তাছাড়া আর একটা দেখার মত বিষয় এটিকে মোহনবাগানের লোগো এবং ইস্টবেঙ্গলের এসসি লোগো ছিল মঞ্চে। দুই ক্লাবের দুই শীর্ষ কর্তার সামনে এমন ভুল প্রশ্ন তুলে দেয়। যারা এই মঞ্চ আয়োজন করেছিলেন তারা কি কোনও খবর রাখেন না? এ তো দুটো ক্লাবকে অপমান করা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2023 4:50 PM IST