EXCLUSIVE: কীভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতবে ভারত, টিপস দিলেন ধোনির গুরু

Last Updated:

রবিবার মোহালিতে টি-২০ বিশ্বকাপের মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া ৷ এই ম্যাচ জিতলেই ভারত পৌঁছে যাবে সেমিফাইনালে ৷ ভারতীয় টিমের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির প্রাক্তন কোচ চঞ্চল ভট্টাচার্য প্রদেশ ১৮-এর মুখোমুখি হয়ে জানালেন, এদিনের রোমাঞ্চকর ম্যাচে ভারতেরই জেতার চান্স বেশি ৷

#পটনা: রবিবার মোহালিতে টি-২০ বিশ্বকাপের মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া ৷ এই ম্যাচ জিতলেই ভারত পৌঁছে যাবে সেমিফাইনালে ৷ ভারতীয় টিমের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির প্রাক্তন কোচ চঞ্চল ভট্টাচার্য প্রদেশ ১৮-এর মুখোমুখি হয়ে জানালেন, এদিনের রোমাঞ্চকর ম্যাচে ভারতেরই জেতার চান্স বেশি ৷
এপর্যন্ত মোহালির মাঠে ভারতের খুব ভালো রেকর্ড রয়েছে ৷ এই মাঠে কোনও টি-২০ ম্যাচ হারেনি ভারত ৷ কোচ চঞ্চল ভট্টাচার্যের জানালেন, মোহালি স্টেডিয়ামে মোট ৭-৮ টা পিচ রয়েছে ৷ তবে তিনি নিশ্চিত রবিবার ভারত স্পিনিং ট্র্যাকেই খেলবে ৷ বাংলাদেশের বিরুদ্ধে দুধর্ষভাবে ম্যাচ জিতে ওঠার পর তুঙ্গে রয়েছে ধোনিবাহিনীর আত্মবিশ্বাস ৷ এছাড়া শেষ অস্ট্রেলিয়া সফরে ভারতের অসাধারণ পারফরমেন্স আলাদা করে আত্মবিশ্বাস যুগিয়েছে ৷
advertisement
কোচ চঞ্চল ভট্টাচার্যের মতে, এই মুহূর্তে অস্ট্রেলিয়া টিমে স্টিভেন স্মিথ, শেন ওয়াটসন ছাড়া দুরন্ত ফর্মে রয়েছেন জেমস ফকনার ৷ এছাড়া বোলিংয়েও শক্তিশালী অস্ট্রেলিয়া ৷ গোটা বিশ্বকাপ জুড়ে অস্ট্রেলিয়ান বোলাররা খুব ভালো বল করেছে ৷ মোহালির এই পিচে কদিন আগেই খেলেছে অস্ট্রেলিয়া ৷ তাই এটা ক্যাঙারুবাহিনীকে বাড়তি সুবিধা দেবে বলে মনে করছেন কোচ চঞ্চল ভট্টাচার্য ৷
advertisement
advertisement
কোচ চঞ্চল ভট্টাচার্য মনে করছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল অপরিবর্তিতই রাখবে ধোনি ৷ টস জিতলে অস্ট্রেলিয়াকেই প্রথম ব্যাট করতে পাঠাবে ধোনি ৷ বাংলাদেশের বিরুদ্ধে একটা ক্যাচ মিস করার সঙ্গে  অনেক রান দেওয়ার সত্ত্বেও ১৯তম ওভারে ধোনি যেভাবে জসপ্রীত বুমরার ওপর বিশ্বাস রেখেছিল তা সত্যিই প্রশংসার যোগ্য বলে মনে করেন ‘ক্যাপ্টেন কুল’-এর প্রাক্তন কোচ ৷
advertisement
ধোনির প্রাক্তন প্রশিক্ষক মনে করেন, আগের ম্যাচে ভারতের স্কোর কম থাকলেও এদিন যদি ভারত ১৭০ এর আশেপাশে রান তোলে, তাহলে ভারতের জেতার চান্স আরও বাড়বে ৷ একই সঙ্গে বিরাট, শিখর, রোহিত, যুবরাজ সবাইকে ভালভাবে ব্যাট করতে হবে ৷ পাকিস্তান বনাম ভারতের ম্যাচে যুবির ব্যাটিংয়ের প্রশংসা করে চঞ্চল ভট্টাচার্য বলেন, এই দলে যুবরাজের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ৷ অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে যুবির যোগ্যতাও আছে ৷
advertisement
কোচ ভট্টাচার্যের কথায়, বাংলাদেশ ম্যাচের কথা মনে করে দুঃখ পাওয়ার কোনও কারণই নেই ৷ চাপের মুখে ভালো টিমের বিরুদ্ধে ভালোই খেলে ভারত ৷ রবিবারও অস্ট্রেলিয়ার সঙ্গে ভালোই লড়াই করবে ভারত ৷ এই ম্যাচে অশ্বিন, জাদেজা, যুবরাজ, রায়না ছাড়াও সকলের বুমরার দিকে আলাদা নজর থাকবে ৷ চঞ্চল ভট্টাচার্যের বিশ্বাস, মোহালির স্পিনিং পিচে যুবরাজকে দিয়েও নিশ্চিতভাবে বোলিং ধোনি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
EXCLUSIVE: কীভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতবে ভারত, টিপস দিলেন ধোনির গুরু
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement