EXCLUSIVE: কীভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতবে ভারত, টিপস দিলেন ধোনির গুরু
Last Updated:
রবিবার মোহালিতে টি-২০ বিশ্বকাপের মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া ৷ এই ম্যাচ জিতলেই ভারত পৌঁছে যাবে সেমিফাইনালে ৷ ভারতীয় টিমের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির প্রাক্তন কোচ চঞ্চল ভট্টাচার্য প্রদেশ ১৮-এর মুখোমুখি হয়ে জানালেন, এদিনের রোমাঞ্চকর ম্যাচে ভারতেরই জেতার চান্স বেশি ৷
#পটনা: রবিবার মোহালিতে টি-২০ বিশ্বকাপের মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া ৷ এই ম্যাচ জিতলেই ভারত পৌঁছে যাবে সেমিফাইনালে ৷ ভারতীয় টিমের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির প্রাক্তন কোচ চঞ্চল ভট্টাচার্য প্রদেশ ১৮-এর মুখোমুখি হয়ে জানালেন, এদিনের রোমাঞ্চকর ম্যাচে ভারতেরই জেতার চান্স বেশি ৷
এপর্যন্ত মোহালির মাঠে ভারতের খুব ভালো রেকর্ড রয়েছে ৷ এই মাঠে কোনও টি-২০ ম্যাচ হারেনি ভারত ৷ কোচ চঞ্চল ভট্টাচার্যের জানালেন, মোহালি স্টেডিয়ামে মোট ৭-৮ টা পিচ রয়েছে ৷ তবে তিনি নিশ্চিত রবিবার ভারত স্পিনিং ট্র্যাকেই খেলবে ৷ বাংলাদেশের বিরুদ্ধে দুধর্ষভাবে ম্যাচ জিতে ওঠার পর তুঙ্গে রয়েছে ধোনিবাহিনীর আত্মবিশ্বাস ৷ এছাড়া শেষ অস্ট্রেলিয়া সফরে ভারতের অসাধারণ পারফরমেন্স আলাদা করে আত্মবিশ্বাস যুগিয়েছে ৷
advertisement
কোচ চঞ্চল ভট্টাচার্যের মতে, এই মুহূর্তে অস্ট্রেলিয়া টিমে স্টিভেন স্মিথ, শেন ওয়াটসন ছাড়া দুরন্ত ফর্মে রয়েছেন জেমস ফকনার ৷ এছাড়া বোলিংয়েও শক্তিশালী অস্ট্রেলিয়া ৷ গোটা বিশ্বকাপ জুড়ে অস্ট্রেলিয়ান বোলাররা খুব ভালো বল করেছে ৷ মোহালির এই পিচে কদিন আগেই খেলেছে অস্ট্রেলিয়া ৷ তাই এটা ক্যাঙারুবাহিনীকে বাড়তি সুবিধা দেবে বলে মনে করছেন কোচ চঞ্চল ভট্টাচার্য ৷
advertisement
advertisement
কোচ চঞ্চল ভট্টাচার্য মনে করছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল অপরিবর্তিতই রাখবে ধোনি ৷ টস জিতলে অস্ট্রেলিয়াকেই প্রথম ব্যাট করতে পাঠাবে ধোনি ৷ বাংলাদেশের বিরুদ্ধে একটা ক্যাচ মিস করার সঙ্গে অনেক রান দেওয়ার সত্ত্বেও ১৯তম ওভারে ধোনি যেভাবে জসপ্রীত বুমরার ওপর বিশ্বাস রেখেছিল তা সত্যিই প্রশংসার যোগ্য বলে মনে করেন ‘ক্যাপ্টেন কুল’-এর প্রাক্তন কোচ ৷
advertisement
ধোনির প্রাক্তন প্রশিক্ষক মনে করেন, আগের ম্যাচে ভারতের স্কোর কম থাকলেও এদিন যদি ভারত ১৭০ এর আশেপাশে রান তোলে, তাহলে ভারতের জেতার চান্স আরও বাড়বে ৷ একই সঙ্গে বিরাট, শিখর, রোহিত, যুবরাজ সবাইকে ভালভাবে ব্যাট করতে হবে ৷ পাকিস্তান বনাম ভারতের ম্যাচে যুবির ব্যাটিংয়ের প্রশংসা করে চঞ্চল ভট্টাচার্য বলেন, এই দলে যুবরাজের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ৷ অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে যুবির যোগ্যতাও আছে ৷
advertisement
কোচ ভট্টাচার্যের কথায়, বাংলাদেশ ম্যাচের কথা মনে করে দুঃখ পাওয়ার কোনও কারণই নেই ৷ চাপের মুখে ভালো টিমের বিরুদ্ধে ভালোই খেলে ভারত ৷ রবিবারও অস্ট্রেলিয়ার সঙ্গে ভালোই লড়াই করবে ভারত ৷ এই ম্যাচে অশ্বিন, জাদেজা, যুবরাজ, রায়না ছাড়াও সকলের বুমরার দিকে আলাদা নজর থাকবে ৷ চঞ্চল ভট্টাচার্যের বিশ্বাস, মোহালির স্পিনিং পিচে যুবরাজকে দিয়েও নিশ্চিতভাবে বোলিং ধোনি ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 27, 2016 4:56 PM IST