খেলতে হবে না সেমিফাইনাল! দক্ষিণ আফ্রিকা চলে যাবে ফাইনালে, বড় সম্ভাবনা বুধবার

Last Updated:

South Africa vs New Zealand- চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

News18
News18
কলকাতা: চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুই দলই লিগে দুর্দান্ত পারফর্ম করে সেমিতে পৌঁছেছে। দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব টেম্বা বাভুমার হাতে এবং নিউজিল্যান্ডের নেতৃত্বে মিচেল স্যান্টনার।
কিউই দল তিনটি ম্যাচের মধ্যে ২টিতে জিতেছে। নিউজিল্যান্ড সেমিফাইনালের আগে ভারতের বিপক্ষে মাত্র একটি ম্যাচে হেরেছে। গ্রুপে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। ৫ মার্চ লাহোরে বৃষ্টি হলে রিজার্ভ ডে-তে খেলা হবে। রিজার্ভ ডে রাখা হয়েছে ৬ মার্চ। কিন্তু রিজার্ভ ডেতেও বৃষ্টি চলতে থাকলে কী হবে?
আরও পড়ুন- আইআইটি বাবা আবার! ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে আজ কে জিতবে? ফের ভবিষ্যদ্বাণী
আইসিসির নিয়মানুযায়ী, এই পরিস্থিতিতে অন্তত ২৫ ওভার খেলানোর চেষ্টা করা হবে। কারণ তখন ডাকওয়ার্থ-লুইস নিয়ম প্রযোজ্য হতে পারে। ফলাফল তাতেও না হলে জটিলতা বাড়বে। রিজার্ভ ডেতেও যদি টানা বৃষ্টি থাকে এবং টস করা না যায়, তা হলে ম্যাচটি বাতিল হয়ে যাবে।
advertisement
advertisement
দ্বিতীয় সেমিফাইনাল যদি বৃষ্টির কারণে বাতিল হয় তা হলে দক্ষিণ আফ্রিকার লাভ। ম্যাচ না জিতে ফাইনালে উঠবে তারা। কারণ আইসিসির নিয়ম অনুযায়ী, এই অবস্থায় গ্রুপের শীর্ষে থাকা দলটিই ফাইনালের টিকিট পাবে। তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে তারা। একটি ম্যাচ বাতিল হয় বৃষ্টির কারণে। ৫ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছিল তারা। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল নিউজিল্যান্ড। তিন ম্যাচের দুটিতে জিতেছিল তারা।
advertisement
আরও পড়ুন- সৌরভের টোটকা কাজে দিল! ভারতের ‘আসল শত্রু’ বধ! জাতীয় নায়ক এখন বরুণ চক্রবর্তী
লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির ৩টি ম্যাচ বাতিল হয়েছে। আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট Accuweather অনুযায়ী, লাহোরে ৫ এবং ৬ মার্চ আবহাওয়া মনোরম থাকবে বলে আশা করা হচ্ছে। সেমিফাইনাল ও রিজার্ভ ডে-তে এখানে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তবে লাহোরের আবহাওয়া বদলে যেতেও সময় লাগে না!
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
খেলতে হবে না সেমিফাইনাল! দক্ষিণ আফ্রিকা চলে যাবে ফাইনালে, বড় সম্ভাবনা বুধবার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement