IIT Baba: ভারত চ্যাম্পিয়ন হতেই কী পোস্ট করলেন আইআইটি বাবা? নিজের মতামত প্রকাশ করে কী জানালেন?

Last Updated:

IIT Baba On Champions Trophy Viral News: এর আগেও ভারত-পাকিস্তান ম্যাচের আগে ভারতের 'হার' নিশ্চিত বলে ভবিষৎবাণী করেছিলেন অভয়।

ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর কী বললেন আইআইটি বাবা?
ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর কী বললেন আইআইটি বাবা?
কলকাতা: মহাকুম্ভের সময় থেকে জনপ্রিয় হওয়া আইআইটি বাবা আবারও একবার শিরোনামে উঠে এলেন। রবিবার, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বেশ কিছু পোস্ট করেন আইআইটি বাবা ওরফে অভয় সিং। আর তারপর থেকেই ফের ভাইরাল হয়েছেন তিনি।
এর আগেও ভারত-পাকিস্তান ম্যাচের আগে ভারতের ‘হার’ নিশ্চিত বলে ভবিষৎবাণী করেছিলেন অভয়। কিন্তু, সে ম্যাচ ভারত জেতার পরেই ইন্টারনেটে ট্রোলিং-য়ের শিকার হন তিনি।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন হতেই রোহিতের দিকে ছুটে এল ছোট্ট সামাইরা! তারপর? মুহূর্তে ভিডিও ভাইরাল
এবার আর সে পথে যাননি আইআইটি বাবা। রবিবার, ভারত-নিউজিল্যান্ড ম্যাচে ভারতের প্রতি নিজের ভাবনা প্রকাশ করেন তিনি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল (কল্কি ওয়ার্ল্ড৭৭৭) থেকে বেশ কিছু পোস্ট করেন তিনি। প্রথম পোস্টে দেখা যাচ্ছে ভারতের জয়ের মুহূর্ত। সেখানে অভয় লিখেছেন, “জয়ের রঙ তো লেগে গিয়েছে, এবারে আবিরের রঙ লাগবে কিনা তাতে কিছু এসে যায় না।
advertisement
advertisement
আরও একটি পোস্টে দেখা যায়, ভারতকে অভিনন্দন জানিয়ে তিনি পোস্ট করেছেন। তৃতীয় এবং শেষ পোস্টে এক মহিলাকে হাতে ভারতের তেরঙা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
advertisement
প্রসঙ্গত, মহাকুম্ভের মেলার সময় থেকেই ভাইরাল হন আইআইটি বাবা ওরফে অভয় সিং। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক ম্যাচের আগে ভারত হেরে যাবে বলেছিলেন তিনি। সে ম্যাচে জিতে যায় ভারত। এছাড়াও, কিছুদিন আগে এক টিভি শোতে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। জয়পুরে গাঁজা-সহ পুলিশ আটক করে তাঁকে। পরে অবশ্য ছেড়ে দেয়। একাধিক বিষয়ে বারংবার শিরোনামে উঠে এসেছেন আইআইটি বাবা। এবার ভারত ট্রফি জেতার পর তাঁর এই পোস্ট ভাইরাল হতে শুরু করেছে।
বাংলা খবর/ খবর/খেলা/
IIT Baba: ভারত চ্যাম্পিয়ন হতেই কী পোস্ট করলেন আইআইটি বাবা? নিজের মতামত প্রকাশ করে কী জানালেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement