হাতে আঠা লাগিয়ে মাঠে নামেন? এই ক্যাচ অবিশ্বাস্য! বিরাট কোহলিও দেখে অবাক
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Glenn Phillips stunning catch- গ্লেন ফিলিপস এবার কোহলির ক্যাচ নিলেন পয়েন্টে দাঁড়িয়ে। এমন ক্যাচ দেখে কোহলও হা। আউট হওয়ার পর কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলেন মাঠে।
কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটে যখন কেরিয়ারে শুরু করেন, তখন তাঁর পরিচয় ছিল উইকেটকিপার-ব্যাটার। এখন আর তাঁর হাতে কিপিং গ্লাভস থাকে না। তবে তিনি এখন যা ফিল্ডিং করেন, তাতে তাঁকে অনেকেই জন্টি রোডস পার্ট টু বলতে শুরু করেছেন। মজা করে অনেকে বলছেন, তাঁর হাতে মাখানো থাকে আঠা! চ্যাম্পিয়ন্স ট্রফির সংবাদ সম্মেলনে এক সংবাদকর্মী মজা করে তাঁকে জিজ্ঞেস করলেন, “কোনও নির্দিষ্ট ধরনের আঠা কি আপনি ব্যবহার করেন…?
প্রশ্ন শুনে হেসে ওঠেন ফিলিপস। বাস্তবে এটা সম্ভব নয়! কিপার হিসেবে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করা একজন ক্রিকেটার এখন নিয়মিত বোলার। সীমিত ওভারের তো বটেই, টেস্ট ক্রিকেটেও খেলেন স্পিনিং অলরাউন্ডার হিসেবে। ব্যাট হাতে তিনি যে কোনো প্রতিপক্ষের জন্যই বিপজ্জনক। তবে সবচেয়ে বেশি বিস্ময় জাগায় তাঁর দুরন্ত ফিল্ডিং।
আরও পড়ুন- সেমিফাইনালের নামার আগেই এমন বিশ্বরেকর্ড গড়ল টিম ইন্ডিয়া, যা কোনও দেশের নেই
বৃত্তের ভেতরে হোক বা সীমানায়, মাঠের যে কোনও জায়গায় তিনি অসাধারণ ফিল্ডার। অনেকে তাঁকে এখন বিশ্বের সেরা ফিল্ডার বলছেন। অবিশ্বাস্য সব ক্যাচ তিনি নিয়মিতই নেন মাঠের নানা জায়গায় দাঁড়িয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই যেমন ব্যাকওয়ার্ড পয়েন্টে মহাম্মদ রিজওয়ানের ক্যাচ নিয়েছেন অভাবনীয় ক্ষিপ্রতায়। গতি, রিফ্লেক্স, স্কিল, সবকিছু মিলিয়ে তিনি দুর্দান্ত। আর এবার কোহলির ক্যাচ নিলেন পয়েন্টে দাঁড়িয়ে। এমন ক্যাচ দেখে কোহলও হা। আউট হওয়ার পর কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলেন মাঠে। এমন ক্যাচও সম্ভব! কোহলিও যেন বিশ্বাস করতে পারছিলেন না!
advertisement
advertisement
Another Stunner catch from Glenn phillips in icc to dismiss virat Kohli #ViratKohli #ViratKohli???? #INDvsNZ pic.twitter.com/2lf86dTITC
— Bittu Yadav (@Priteshkryadav5) March 2, 2025
advertisement
এমনিতে ভারত-নিউ জিল্যান্ডের আজকের ম্যাচটির গুরুত্ব তেমন একটা নেই এই গ্রুপের জন্য। যে দলই জিতুক, ভারত সেমিফাইনাল খেলবে দুবাইয়ে, নিউ জিল্যান্ডকে ফিরতে হবে লাহোরে। তবে ছন্দ ধরে রাখার জন্য জয়টাকে জরুরি মনে করেন ফিলিপস। তিনি বলেন, “গ্রুপের শীর্ষে থেকে শেষ করতে পারলে আত্মবিশ্বাসকে সঙ্গী করে সেমিফাইনালে যেতে পারব আমরা। দিন শেষে এরকম একটি টুর্নামেন্টে সম্ভব হলে সব ম্যাচই আমরা জিততে চাই। ক্রিকেটে মোমেন্টাম একটি দারুণ ব্যাপার। মাঠে নেমে তাই আমরা চেষ্টা করব প্রতিটি ডেলিভারিতে নিজেদের সেরাটা মেলে ধরতে।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 02, 2025 4:24 PM IST