চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে বায়ার্নকে কড়া চ্যালেঞ্জ অ্যাটলেটিকো মাদ্রিদের

Last Updated:

ফার্গি, বিগ ফিল, মোরিনহোর জমানা শেষ। নতুন প্রজন্মের সেরা দুই কোচ আমনে-সামনে ইউরোপ সেরার শেষ চারের লড়াইয়ে। অ্যালায়েঞ্জ এরিনায় বায়ার্ন বনাম অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচের ট্রাম্প কার্ড লুকিয়ে আছে যে দুই কোচের মগজাস্ত্রেই।

#মিউনিখ :  মাঠের তারকাদের ছাপিয়ে নজর এখন ডাগ আউটে। চ্যাম্পিয়ন্স লিগের অন্য সেমিফাইনালে আমনে-সামনে এই মুহূর্তে ফুটবল দুনিয়ার দুই সেরা কোচ। দিয়েগো সিমিওনে ও পেপ গুয়ার্দিওলা। একজন তিকিতাকার ‘ফাদার ফিগার’ হলে, ডিফেন্সিভ ফুটবলকে অন্য মাত্রা দিয়েছেন আর্জেন্টাইন সিমিওনে। মাঝারি মানের একঝাঁক ফুটবলার নিয়ে লা লিগার শেষ ল্যাপে বার্সার সঙ্গে পাল্লা দিচ্ছেন সিমিওনে। অ্যাটলেটিকোকে তুলে এনেছেন ইউরোপ সেরার শেষ চারে। পেপের বায়ার্নের সামনে পড়েও তাই কুঁকড়ে নেই মাদ্রিদের অ্যাটলেটিকো। প্রতিপক্ষে লেওয়ানডস্কি, ফ্র্যাঙ্ক রিবেরি, থমাস মুলার, আর্তুরো ভিদালের মতো বিশ্বসেরারা। তবু অ্যালায়েঞ্জ এরিনায় থমকে নেই টিম সিমিওনে। গোলের মধ্যে রয়েছেন ফরাসি বিস্ময় গ্রিজমান ও স্প্যানিশ তারকা ফার্নান্দো তোরেস। ডিফেন্সে দুরন্ত ফর্মে গডিন। আর ডাগ আউটে দুরন্ত মাথা নিয়ে দিয়েগো সিমিওনে নিেজ।
নিজেদের মাঠে প্রথম সেমিফাইনালের অ্যাডভান্টেজ নিতে অঙ্ক কষছে পেপের বায়ার্নও। মুলার ও লেওয়ানডস্কির দুরন্ত স্কোরিং রেট। মাঝমাঠে ভিদালের অসাধারণ ওয়ার্ক লোডে চোখে পড়ছে না ক্রমাগত চোটে ভুগতে থাকা রিবেরির অফ ফর্মও। সিমিওনের ডিফেন্স ভাঙতে কিংগসলি কোমানের গতিকে কাজে লাগাতে চাইছেন গুয়ার্দিওলা। বোয়েতাং না থাকায় বায়ার্ন ডিফেন্সে অবশ্য খানিকটা সমস্যা থেকেই যাচ্ছে। তবে পেপকে ভরসা দিতে লাস্ট ম্যান অব ডিফেন্সে তো রয়েইছেন ম্যানুয়েল ন্যুয়ের। মাঠের চৌহদ্দিতে গ্রিজমান বনাম মুলার, তোরেস বনাম লেওয়ানডস্কির ডুয়েলের মাঝেই চোখ থাকবে ডাগ আউটে। দুই কোচের মগজাস্ত্রই যে এই ম্যাচে রং বদলে দেবে বলে বিশ্বাস ফুটবল দুনিয়ার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে বায়ার্নকে কড়া চ্যালেঞ্জ অ্যাটলেটিকো মাদ্রিদের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement