Chamika Karunaratne : আন্তর্জাতিক ক্রিকেটার হয়েও পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়ে! প্র্যাকটিসেই যাওয়া হল না!

Last Updated:

Chamika Karunaratne of Sri Lanka narrates the story of fuel crisis in the country. আন্তর্জাতিক ক্রিকেটার হয়েও পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়ে! প্র্যাকটিসেই যাওয়া হল না!

লঙ্কার পাশে দাঁড়ানোর জন্য ভারতকে ধন্যবাদ জানালেন করুনারত্নে
লঙ্কার পাশে দাঁড়ানোর জন্য ভারতকে ধন্যবাদ জানালেন করুনারত্নে
#কলম্বো: দেশের দুরবস্থা কবে কাটবে কেউ জানে না। অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দিন কাটছে শ্রীলংকার মানুষের। নিজেরা না খেয়ে সন্তানদের মুখে খাবার তুলে দিচ্ছেন বড়রা। এমন অবস্থা সত্যিই কল্পনা করা যায় না। কিন্তু এত দুরবস্থার মধ্যে ও ক্রিকেট বেঁচে থাকার অক্সিজেন দিচ্ছে মানুষজনকে।
শ্রীলঙ্কায় চলছে চরম অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কট।
জ্বালানি-সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া দাম। দেশের নাগরিকরা বাধ্য হয়ে রাজনৈতিক ব্যানার ছাড়াই যে আন্দোলন শুরু করেছে তাতে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। পদত্যাগী প্রধানমন্ত্রী রানিল বিক্রমসিংঘে অন্তর্বর্তী রাষ্ট্রপতি পদে রয়েছেন পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত।
advertisement
তবে সঙ্কটের হাত থেকে কবে মুক্তি পাবেন তা জানেন না দেশের নাগরিকরা। শ্রীলঙ্কায় নজিরবিহীন সঙ্কটের মধ্যে চলছে ক্রিকেট। আন্দোলনের আঁচ যখন গিয়ে পড়েছে রাষ্ট্রপতি ভবনে তখনই গলে দ্বিতীয় টেস্টে জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ ১-১ ড্র রেখেছে দিমুথ করুণারত্নের দল। শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি হওয়ায় পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ নিয়ে অনিশ্চয়তা থাকলেও আজ থেকে প্রথম টেস্ট নির্বিঘ্নেই শুরু হয়েছে।
advertisement
advertisement
এরই মধ্যে শ্রীলঙ্কার একটি পেট্রোল পাম্পে গাড়িতে জ্বালানি ভরার জন্য ২ দিন ধরে অপেক্ষা করতে হলো শ্রীলঙ্কার সাদা বলের দলের নিয়মিত ক্রিকেটার চামিকা করুণারত্নেকে। শ্রীলঙ্কার সঙ্কটে ভারত যেভাবে দ্বীপরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে তাতে এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে কৃতজ্ঞতা জানিয়ে ভারতকে ব্রাদার কান্ট্রি বলে সম্বোধন করেছেন চামিকা।
তিনি বলেন, ভারত আমাদের প্রভূত সাহায্য করছে। ধন্যবাদ জানাতেই হবে। দেশবাসী যখন অত্যন্ত কষ্ট-দুর্দশার মধ্যে দিনযাপন করতে বাধ্য হচ্ছেন, তখন লাগাতার আমাদের পাশে রয়েছে ভারত।
advertisement
এমনভাবে সমর্থন পেলে আমাদের দেশের পরিস্থিতি নিশ্চিতভাবেই উন্নত হবে। করুণারত্নে জানিয়েছেন গাড়িতে ১০ হাজার টাকার তেল ভরিয়ে নিয়েছেন তিনি। বড়জোর তিন দিন যাবে। তারপর পরিস্থিতি কি হবে কেউ জানে না।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Chamika Karunaratne : আন্তর্জাতিক ক্রিকেটার হয়েও পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়ে! প্র্যাকটিসেই যাওয়া হল না!
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement