‘কুল’ ধোনি মেজাজ হারিয়ে মণীশকে কী বললেন ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও !

Last Updated:

ভারত অধিনায়ক থাকাকালীন ‘ক্যাপ্টেন কুল’ নামেই পরিচিত ছিলেন ধোনি ৷ কিন্তু বুধবার সেঞ্চুরিয়ানে কিছু অন্য দৃশ্যই দেখা গেল ৷

#সেঞ্চুরিয়ান: ওয়ান ডে সিরিজ হারের পর আরও একটা সিরিজ যাতে হারতে না হয়, তার জন্য বুধবারের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূ্র্ণ ছিল প্রোটিয়াদের কাছে ৷ ঘরের মাঠে পরপর দু’টো সিরিজ হারের লজ্জা থেকে বাঁচতে এখন নিজেদের সেরাটা দিতে প্রস্তুত ডুমিনিরা ৷ সেঞ্চুরিয়ানে অধিনায়ক ডুমিনি এবং হেনরিক ক্লাসেনের ব্যাটে ভর করে ৬ উইকেটে সহজ জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা ৷ কিন্তু বুধবারের ম্যাচে এমন একটা দৃশ্য টিভি ক্যামেরায় ধরা পড়েছে, যা সচরাচর দেখা যায় না ৷ ভারত অধিনায়ক থাকাকালীন ‘ক্যাপ্টেন কুল’ নামেই পরিচিত ছিলেন ধোনি ৷ কিন্তু বুধবার সেঞ্চুরিয়ানে কিছু অন্য দৃশ্যই দেখা গেল ৷
মণীশ পাণ্ডের সঙ্গে মাহির পার্টনারশিপই ভারতের স্কোরকে ১৮৮ রানে নিয়ে যেতে সাহায্য করে ৷ মণীশ ৭৯ এবং ধোনি শেষপর্যন্ত অপরাজিত থাকেন ৫২ রান করে ৷ কিন্তু একসময় ম্যাচ চলাকালীন মণীশকে বকাবকি করতেও দেখা যায় ধোনিকে ৷ তিনি যা বলেছিলেন, সেটা স্টাম্প মাইকে ধরাও পড়ে ৷ সাধারণত উইকেটের পিছন থেকে বোলারদের নানারকম নির্দেশ দিতে থাকেন ধোনি ৷ কিন্তু এদিন  ধোনি ব্যাট করার সময় তাঁর নন-স্ট্রাইকার এন্ডে থাকা মণীশকে একবার অন্যমনস্ক থাকায় বলেন, ‘‘ কোথায় তাকিয়ে আছিস বো**** !! এদিকে তাকা !! ’’ সেই ভিডিও টুইটারে ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোড়ন পড়ে যায় ৷ দেখে নিন সেই ভিডিও ৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
‘কুল’ ধোনি মেজাজ হারিয়ে মণীশকে কী বললেন ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement