Virat Kohli: কোহলির জীবনে নতুন ইনিংস! ক্রিকেট ছেড়ে এবার 'অন্য' পেশায় বিরাট? সামনে এল বড় খবর

Last Updated:

Virat Kohli: দেড় দশকের বেশি সময় ধরে ব্যাট হাতে ২২ গজে রাজত্ব করেছেন বিরাট কোহলি। তবে ক্রিকেট থেকে অবসরের পর কি অভিনয় দুনিয়ায় পা রাখতে চলেছেন বিরাট কোহলি? শুরু জোর জল্পনা।

দেড় দশকের বেশি সময় ধরে ব্যাট হাতে ২২ গজে রাজত্ব করেছেন বিরাট কোহলি। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার হয়ে উঠেছেন ভিকে। ইতিমধ্যেই টি-২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেম বিরাট। ক্রিকেট কেরিয়ারে একেবারে সায়াহ্নে চলে এসেছেন তিনি। তবে ক্রিকেট থেকে অবসরের পর কি অভিনয় দুনিয়ায় পা রাখতে চলেছেন বিরাট কোহলি? শুরু জোর জল্পনা।
ক্রিকেটের পাশাপাশি মাঠে একাধিকবার ভাইরাল হয়েছে বিরাট কোহলির ডান্স। মাঠের বাইরেও একাধিক পার্টিতে কোহলির ডান্স স্টেপ মন জিতে নিয়েছে ফ্যানেদের। কোনও ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের সময় কোহলির অভিনয় দক্ষতাও প্রশংসিত হয়েছে বহুবার। কোহলি বড় পর্দায় আসলে তাঁর ফ্যানের অভাব থাকবে না সে কথা বলার অপেক্ষা রাখে না। তবে কি সত্যিই বিরাট কোহলির কি সিনেমায় আসা উচিত? এই বিষয়ে এক পডকাস্টে জবাব দিয়েছেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা।
advertisement
মুকেশ ছাবরা মনে করেন,”বিরাট খুব ভাল মানুষ। মজার মানুষ। অভিনয় দক্ষতাও ভাল। নাচের দক্ষতাও যথেষ্ট। এছাড়া একজন বাবা ও স্বামী হিসেবেও সকলের সম্মান আদায় করে নিয়েছেন। দেশকে গর্বিত করার জন্যও তিনি অনেক কিছু করেছেন। সাফল্যকে কীভাবে মানিয়ে চলতে হয় তা দেখিয়ে দিয়েছেন কোহলি। তবে তিনি যেখানে রয়েছে তার সেখানেই থাকা উচিত। সিনেমায় না আসাই ভাল।”
advertisement
advertisement
প্রসঙ্গত, এর আগে একাধিক ভারতীয় ক্রিকেটারকে অভিনয় দুনিয়ায় পা রাখতে দেখা গিয়েছে। সেই তালিকায় রয়েছে অজয় জাদেজা, সলিল আঙ্কোলা সহ আরও একাধিক নাম। এবার ক্রিকেটকে বিদায় জানানোর পর নিজের কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে কোহলি কী বেছে নেন সেটাই দেখার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli: কোহলির জীবনে নতুন ইনিংস! ক্রিকেট ছেড়ে এবার 'অন্য' পেশায় বিরাট? সামনে এল বড় খবর
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement