East Bengal: স্তিমিত মশালে 'বারুদ' তিনি, মরশুমে জোড়া ডার্বি জিতে লাল-হলুদের 'ম্যাজিক ম্যান' কুয়াদ্রাত

Last Updated:

East Bengal vs Mohun Bagan: সুপার কাপের ডার্বিতে মোহনবাগানকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ইস্টবেঙ্গলে। ক্লেইটন-নন্দদের ছাপিয়ে লাল-হলুদ ফ্যানেদের নয়নের মণি কোচ কার্লেস কুয়াদ্রাত।

ডুরান্ড ফাইনালে হারের বদলা সুপার কাপে নিল কার্লেস কুয়াদ্রাতের দল। ১ গোলে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক ইস্টবেঙ্গলের। ম্যাচ জিতল ৩-১ গোলে।
ডুরান্ড ফাইনালে হারের বদলা সুপার কাপে নিল কার্লেস কুয়াদ্রাতের দল। ১ গোলে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক ইস্টবেঙ্গলের। ম্যাচ জিতল ৩-১ গোলে।
কলিঙ্গ: ‘ফুটবলে রাতারাতি কোনও উন্নতি হয় না, এটা একটা প্রসেস। যা নিরন্তর চলে’। কলকাতায়া পা রেখে নিজের ফুটবল দর্শন বলতে গিয়ে এই কথাই বলেছিলেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত। তখন তিনি ভাল করেই জানতেন যে দলটার দায়িত্ব তিনি নিতে যাচ্ছেন তাদের বিগত কয়ের বছরের পারফরম্যান্স কোনও পাতে দেওয়ার যোগ্য নয়। এমনকী রেজাল্ট দিতে না পারলে কোপ পড়তে পারে তার চাকরিতেও। তবুও চ্যালেঞ্জটা নিয়েছিলেন কুয়াদ্রাত।
বিগত কয়েক মাসে ইস্টবেঙ্গল দলটার আমূল কোনও পরিবর্তন তিনি এখনও করে উঠতে পারেননি। কিন্তু কুয়াদ্রাত স্যারের ‘প্রক্রিয়ার’ তত্ত্ব যে কাজ করছে তা বোঝাই যাচ্ছে। ডুরান্ড কাপের গ্রুপ পর্বে ডার্বি জয়ের পর আবেগে ভেসেছিল লাল-হলুদ জনতা। কিন্তু সেই ডুরান্ডের ফাইনালেই মোহনবাগানের কাছে হারের পর গ্রুপ পর্বের জয়কে ফ্লুক বলে তকমা দিয়েছিলেন সমালোচকরা। তবে কোনও কথায় কান না দিয়ে নিজের প্রক্রিয়া চালিয়ে গিয়েছেন স্প্যানিশ কোচ। যার ফল কিছুটা হলেও হাতেনাতে পাচ্ছে ইস্টবেঙ্গল।
advertisement
সুপার কাপের গ্রুপ পর্বের ডার্বিতে যে ফুটবলটা খেলল ইস্টবেঙ্গল তাতে দলটা আগের থেকে অনেকটা বদলে গিয়েছে পরিষ্কার। ১ গোল খেয়ে পিছিয়ে পড়েও যেভাবে কামব্যাক করে ৩-১ গোলে জিতল দলটা তা অনবদ্য। দেখা মিলল সেই সোনলী দিনের ইস্টবেঙ্গলের ঝলকের। যখন বলা হত গোল খেয়ে গেলে ইস্টবেঙ্গল খোঁচা খাওয়া বাঘ। তারপর প্রতিপক্ষকে ছিড়ে খায়। এদিন কলিঙ্গতেও ১ গোল খাওয়ার পর বেশ কিছুটা সময় মোহনবাগানের ডিফেন্সের রাতের ঘুম কেড়ে নিয়েছিল ক্লেইটন সিলভা, নন্দকুমাররা। বাগানিরা যতই বলুক আমাদের অনেক প্লেয়ার জাতীয় দলে রয়েছে। তাতে ডার্বির মাহাত্ম্য বা গুরুত্ব কোনও অংশে কমে না। বড় ম্যাচ সবসময় বড় ম্যাচই হয়। মর্যাদার লড়াই।
advertisement
advertisement
ইস্টবেঙ্গল অপ্রতিরোধ্য হয়ে গিয়েছে এই কথা বলা যাবে না। কিন্তু দলটা অনেক পাল্টাচ্ছে আরও পাল্টাবে আগামী দিনে কলিঙ্গে তার প্রমাণ মিলল হাতেনাতে। আর এই সবকিছুর কৃতিত্ব প্লেয়াদের যতটা না রয়েছে তার থেকে অনেক বেশি কুয়াদ্রাত স্যারের। এ কথা অস্বীকার করা যাবে না। এক মরশুমে এখনও পর্যন্ত শেষ কবে ২ বার কবে ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল তা অনেকেই মনে করতে পারবেন না। কিন্তু কার্লেস কুয়াদ্রাত তা করে দেখিয়েছেন। এখনও আইএসএলে ২ পর্বের ডার্বি বাকি রয়েছে। সে সব নিয় পড়ে ভাবা যাবে। আপাতত কলিঙ্গ জয়ের পর আপামর লাল-হলুদ ফ্যানেদের ‘ম্যাজিক ম্যান’ কুয়াদ্রাত স্যার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal: স্তিমিত মশালে 'বারুদ' তিনি, মরশুমে জোড়া ডার্বি জিতে লাল-হলুদের 'ম্যাজিক ম্যান' কুয়াদ্রাত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement