আজ অলিম্পিকের শেষ দিনে যোগেশ্বর কি পারবেন পদক আনতে ?

Last Updated:

লন্ডন গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন। রিও তাঁর চতুর্থ অলিম্পিক ৷ এবং সম্ভবত শেষ অলিম্পিক ৷ তাই রবিবার কিছু একটা করে দেখাতে মরিয়া যোগেশ্বরও ৷

# রিও দি জেনেইরো : সিন্ধু রূপো জেতার পর দেশবাসী ধরেই নিয়েছিলেন আর কোনও পদক পাচ্ছে না ভারত ৷ কিন্তু তাঁরা হয়তো প্রত্যেকেই ভুলে গিয়েছিলেন রিও অলিম্পিকের শেষ দিনেও দেশের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের নামা বাকি রয়েছে ৷ যিনি অবশ্যই পদক জয়ের অন্যতম দাবিদার ৷ তিনি কুস্তিতে যোগেশ্বর দত্ত ৷ ভারতের ঝুলিতে আরও একটা পদক এনে দিতে আজ, রবিবার নিজের সেরাটা দিতে প্রস্তুত এই কুস্তিগির ৷
আজ, রবিবার ৬৫ কেজি ফ্রি-স্টাইল কুস্তি ইভেন্টে নামছেন যোগেশ্বর দত্ত। কিন্তু তার আগেই নরসিং যাদবের নির্বাসনের খবরে কালো ছায়ায় ঢাকা পড়ে গিয়েছে ভারতীয় শিবির। তবে সেই ঘটনাকে আপাতত মন থেকে সরিয়ে রেখেই আজ শেষদিনে রিওতে নামছেন যোগেশ্বর ৷ ৩৩ বছরের দেশের এই কুস্তিগির জানিয়েছেন, ‘‘ঘটনাটা খুবই দুঃখজনক। কিন্তু আমাদেরও কিছু করার নেই। সমস্ত ঘটনা ভুলে নিজেকে তৈরি রাখতে চাই।’’
advertisement
রবিবার তাঁর প্রথম প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন ইতালির ফ্র্যাঙ্ক ক্যামিজো। ফলে শুরুতেই লড়াইটা প্রচণ্ড কঠিন যোগেশ্বরের ৷ ভারতীয় সময় বিকেল ৫টা নাগাদ কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচে নামবেন তিনি ৷ নিজের ইভেন্টে নামার জন্য যোগেশ্বরকে অলিম্পিকের শেষদিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ৷ গেমস শুরু হওয়ার পর থেকেই ভারতীয় শিবির থেকে শুধু একের পর এক খারাপ খবরই এসেছে ৷ সাক্ষী ও সিন্ধু দেশের মান বাঁচালেও এবছর অলিম্পিকে ভারতের পারফরম্যান্স সত্যি খারাপ ৷ সবচেয়ে বেশি অ্যাথলিট রিওতে পাঠিয়েও কোনও লাভ হয়নি ৷ ভারতের তাই শেষ ভরসা আজ যোগেশ্বর ৷ ব্রোঞ্জ-রূপো তো হয়েছে ৷ শেষপর্যন্ত তিনি কি দেশকে একটা সোনা এনে দিতে পারবেন ? লড়াইটা কঠিন হলেও অসম্ভব নয় ৷
advertisement
advertisement
লন্ডন গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন। রিও তাঁর চতুর্থ অলিম্পিক ৷ এবং সম্ভবত শেষ অলিম্পিক ৷ তাই রবিবার কিছু একটা করে দেখাতে মরিয়া যোগেশ্বরও ৷
বাংলা খবর/ খবর/খেলা/
আজ অলিম্পিকের শেষ দিনে যোগেশ্বর কি পারবেন পদক আনতে ?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement