সিএবির ম্যাচে আম্পায়ার নিয়োগ নিয়ে ফের দুর্নীতির অভিযোগ !
Last Updated:
সিএবি-র ম্যাচে আম্পায়ার নিয়োগ নিয়ে আবার দুর্নীতির অভিযোগ।
#কলকাতা: সিএবি-র ম্যাচে আম্পায়ার নিয়োগ নিয়ে আবার দুর্নীতির অভিযোগ। দুই ডিভিশন মিলিয়ে দিনের পর দিন অভিযোগের পাহাড় জমা পড়ছে সিএবিতে। চলতি বছরে আম্পায়ার পোস্টিংয়ের দায়িত্বে চেয়ারম্যান রবার্ট রোজারিও এবং রবীন্দ্রনাথ সামন্ত। যিনি আবার সিএবির স্কোরার।
ক্লাব ম্যাচে আম্পায়ারিং দুর্নীতি
----------------------------
advertisement
- ম্যাচ সমবন্টন না হওয়ার অভিযোগ
- নিয়োগের দায়িত্বে রবার্ট রোজারিও, রবীন্দ্রনাথ সামন্ত
- স্কোরার হয়েও আম্পায়ার নিয়োগে সামন্ত
- ম্যাচ পোস্টিংয়ে উপঢৌকন, গুরুতর অভিযোগ
- নিয়মিত ম্যাচ পাচ্ছেন কয়েকজন আম্পায়ার
- দুই ডিভিশনেই ব্রাত্য কিছু যোগ্য আম্পায়ার
advertisement
- অসন্তোষ আম্পায়ার্স কমিটির ফ্রান্সিস গোমসের
গ্রেড ওয়ানের একাধিক আম্পায়ারকে ম্যাচ না দেওয়ার অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, সমবন্টন হচ্ছে না। এমনকী, আম্পায়ার পোস্টিংয়ে ফোন-ব্যাগ উপঢৌকন নেওয়ার অভিযোগও এসেছে। দেবরঞ্জন সেন, এনামুল হক মোল্লা, মোহন সাহা, প্রলয় দাসরা নাকি নিয়মিত ম্যাচ পাচ্ছেন। কিন্তু ব্রাত্য তুষারকান্তি ঘোষের মতো গ্রেড টু-এর সেরা আম্পায়ার। রুদ্র আদিত্য, বিপ্লব দাস, অপূর্ব মিত্র, বিশ্বনাথ বোস, শুভেন্দু সরকারদের মতো গ্রেড ওয়ানের অনেক আম্পায়ারই বঞ্চিত বলে অভিযোগ। যা নিয়ে প্রশ্ন তুলেছেন আম্পায়ার্স কমিটির সদস্য ফ্রান্সিস গোমস। তবে অভিযোগ মানতে নারাজ আম্পায়ার কমিটির চেয়ারম্যান।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 22, 2018 2:13 PM IST