Royal Enfield অনেকেই চালান, প্রায় একই দেখতে অন্য বাইক চলবে? দেখুন BSA-র মডেল

Last Updated:

সম্প্রতি সংশ্লিষ্ট সংস্থা দুটি নতুন বাইক বাজারে এনেছে - Bantam 350 এবং Scrambler 650। আসলে ৩৫০সিসি থেকে ৬৫০সিসি-র মধ্যে বাইক সেগমেন্টে নিজেদের দখল মজবুত করাটাই এই লঞ্চের লক্ষ্য।

News18
News18
কলকাতা : ব্রিটেনে ইতিমধ্যেই আরও একবার রীতিমতো হইচই ফেলে দিয়েছে ব্রিটিশ বাইক কোম্পানি BSA। সম্প্রতি সংশ্লিষ্ট সংস্থা দুটি নতুন বাইক বাজারে এনেছে – Bantam 350 এবং Scrambler 650। আসলে ৩৫০সিসি থেকে ৬৫০সিসি-র মধ্যে বাইক সেগমেন্টে নিজেদের দখল মজবুত করাটাই এই লঞ্চের লক্ষ্য। বর্তমানে এই সেগমেন্টে দাপিয়ে বেড়াচ্ছে Royal Enfield। কিন্তু সেখানেও চ্যালেঞ্জ ছুড়ে দিতে এসে গিয়েছে BSA।
BSA-র নতুন Bantam 350 হল এখনও পর্যন্ত সংস্থার সবথেকে সস্তার বাইক। এর দাম শুরু হচ্ছে মাত্র ৪.০৭ লক্ষ টাকা থেকে। এটি আসলে পুরনো দিনের বিখ্যাত সেই টু-স্ট্রোক Bantam-এর নতুন এবং আধুনিক অবতার। যদিও এর ইঞ্জিনটি কিন্তু ভারতে প্রাপ্ত Jawa 42-র মতোই। ৩৩৪সিসি লিক্যুইড কুলড সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন আবার ২৯.১৭পিএস-এর পাওয়ার এবং ২৯.৬২এনএম-এর টর্ক প্রদান করে।
advertisement
Bantam কিন্তু একেবারেই Jawa-কপি নয়। বহু পরিবর্তনই আনা হয়েছে এতে। একটি স্পেশ্যাল ব্ল্যাক সিঙ্গেল একজস্ট পাইপ, ১৩ লিটারের বিশাল ফুয়েল ট্যাঙ্ক এবং ৮০০এমএম উচ্চচার সিটের মতো পরিবর্তনগুলি এসেছে। এর ওজন ১৮৪ কেজি। যা ম্যানেজ করা সম্ভব। আর বাইকের লুকটিও দুর্দান্ত। এছাড়া রাউন্ড LED হেডলাইট, বার-এন্ড মিরর, অ্যালয় হুইল এবং রোড-ফোকাসড টায়ার একে একটা আধুনিক লুক প্রদান করেছে।
advertisement
advertisement
আরও পড়ুন- অনেক হয়েছে! এবার ভোগো নিজের কুকর্মের চরম শাস্তি, ধর্ষণ মামলায় অভিযুক্ত প্রাক্তন সাংসদের
ভারতে প্রস্তুত হওয়া সত্ত্বেও ব্রিটেনে BSA ব্র্যান্ডের অধীনে এই বাইকটি বিক্রি করা হচ্ছে। কারণ BSA-র একটি ব্রিটিশ ঐতিহ্য রয়েছে। আসলে আজকাল ছোট ইঞ্জিন-সহ বাইকগুলি ইউরোপে ব্যাপক ভাবে জনপ্রিয়তা পাচ্ছে। Royal Enfield Hunter 350-র সাফল্যই এটা প্রমাণ করে।
advertisement
অন্যদিকে. BSA-র Scrambler 650 আসলে তাঁদের জন্য, যাঁরা অ্যাডভেঞ্চার এবং অফ-রোডিং পছন্দ করেন। এর ইঞ্জিনটি সংস্থার Gold Star বাইকে ব্যবহৃত ইঞ্জিনটির মতোই। ৬৫২সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিনটি ৪৫পিএস পাওয়ার এবং ৫৫এনএম টর্ক প্রদান করে। কিন্তু এর লুক এবং সেটআপ প্রচুর পরিবর্তিত হয়েছে। এটি একেবারে দেখতে আসল স্ক্র্যাম্বলার বাইকের মতোই।
এর সামনে রয়েছে ১৯ ইঞ্চি স্পোক হুইল এবং রিয়ারে থাকে ১৭ ইঞ্চি স্পোক হুইল। যা Pirelli Scorpion Rally STR টায়ারের সঙ্গে ফিট করা রয়েছে।  Scrambler-এর হুইলবেস বাড়ানো হয়েছে এবং এর সিটের উচ্চতা বাড়িয়ে ৮২০এমএম করা হয়েছে। এখন এর ওজন বাড়িয়ে ২৮১ কেজি করা হয়েছে।
advertisement
এর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রাখা হয়েছে একটি সিঙ্গেল-পড ডিজাইনে। যা ছিমছাম কিন্তু ব্যবহারোপযোগী। এটি বেসিক কানেক্টিভিটি ফিচার প্রদান করে। ব্রিটেনে এর দাম ৬.৯৯ লক্ষ টাকার কাছাকাছি। কিন্তু এটি ভারতে আসতে পারে ২০২৫ সালের ডিসেম্বর মাসে। এখানে এর দাম হতে পারে ৩.৪ লক্ষ টাকার (ex-showroom) কাছাকাছি। আর যদি এমনটা হয়, তাহলে এটি ভারতে Royal Enfield Bear 650-কে সরাসরি টক্কর দেবে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Royal Enfield অনেকেই চালান, প্রায় একই দেখতে অন্য বাইক চলবে? দেখুন BSA-র মডেল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement