Richa Ghosh: ২৪ ঘণ্টা আগেও ধোঁয়াশা ছিল খেলবেন কিনা! ফাইনালে পৌঁছতে উইকেটের পিছনে-সামনে টানটান পারফরম্যান্স বাংলার রিচার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Richa Ghosh: Ind vs Aus -র সেমিফাইনালে হয়ত সরাসরি লাইমলাইট পেলেন না, কিন্তু দলের জয়ে সকলের অবদানই ভূমিকা রাখে, ঠিক তেমনিই বাংলার রিচা দারুণ
মুম্বই: বাংলার মেয়ে রিচা ঘোষও ভারতের মহিলা বিশ্বকাপ ফাইনালে পৌঁছনোর ক্ষেত্রে রাখলেন দারুণ অবদান৷ এদিকে আদৌ রিচা ৭ বারের মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে পারবেন কিনা তা নিয়ে ছিল সন্দেহের ছায়া৷ গ্রুপ স্টেজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন ভারতীয় মহিলা দলের কিপার-ব্যাটার রিচা৷
কিন্তু এই মেগা ম্যাচে দারুণ ফর্মে থাকা রিচা খেললেন এবং উইকেটের পিছনে ও সামনে দুই জায়গাতেই রাখলেন ছাপ৷ এদিন তিন অজি ক্রিকেটারকে রান আউট করার নেপথ্যে দক্ষতা ও ক্ষিপ্রতার হাত ছিল বাংলার রিচার৷ এছাড়াও তিনি একটি স্টাম্পিংও করেন৷ অ্যাশলেগ গার্ডনার, তাহিলা ম্যাকগ্রা, কিম গ্রাথ পরপর তিনি অজি ক্রিকেটার তাঁর হাতেই রান আউট হন৷ এছাড়াও দীপ্তি শর্মার বলে আলানা কিংকে স্টাম্পিং করেন৷
advertisement
আরও পড়ুন- ঘুমের অভাবে হতে পারে এই ৬ টি রোগ
advertisement
এর পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ব্যাট হাতে বড় স্কোর না করলেও, জেমাইমার অন্য এন্ডে দাঁড়িয়ে কার্যকর ১৬ বলে ২৬ রান করেন৷ এদিনের তাঁর ইনিংস ২ টি চার ও ২ টি ছক্কা দিয়ে সাজানো৷ অজিদের পাহাড় প্রমাণ রান ৩৩৮ -র পর জয়ের জন্য ৩৩৯ করার লক্ষ্যে তিনি কম বলে বেশি রান করে যান৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 31, 2025 12:15 AM IST

