‘নিজের কেরিয়ার নিয়ে আমি গর্বিত...,’ ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন ম্যাকালাম
Last Updated:
কানাডায় চলা গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলেই চিরকালের জন্য প্যাড-গ্লভস তুলে রাখার সিদ্ধান্ত ঘোষণা করলেন ম্যাকালাম ৷
#টরন্টো: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ২০১৬ সালেই ৷ তারপরেও বিভিন্ন দেশের ক্রিকেট লিগে খেলছিলেন তিনি ৷ ক্রিকেটকে এবার চিরতরে বিদায় জানালেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকালাম ৷ ১০১টি টেস্ট ম্যাচে ৬৪৫৩ রান এবং ৭১টি ওয়ান ডে খেলে ২১৪০ রান করেছেন ম্যাকালাম ৷ টি টোয়েন্টিতে অবশ্য রেকর্ড সবচেয়ে ভাল তাঁর ৷ ৩৭০টি টি টোয়েন্টি ম্যাচ খেলে ৯৯২২ রান করেছেন ম্যাকালাম ৷ কানাডায় চলা গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলেই চিরকালের জন্য প্যাড-গ্লভস তুলে রাখার সিদ্ধান্ত ঘোষণা করলেন ম্যাকালাম ৷
It’s been real... pic.twitter.com/sdCqLZTDz6
— Brendon McCullum (@Bazmccullum) August 5, 2019
ম্যাকালাম ট্যুইট করেন, ‘‘ আমার ২০ বছরের ক্রিকেট জীবনকে বিদায় জানাতে চলেছি। এই টুর্নামেন্টই আমার শেষ টুর্নামেন্ট, এরপর আমি আর খেলব না। নিজের ক্রিকেট কেরিয়ার নিয়ে আমি অত্যন্ত গর্বিত এবং সন্তুষ্ট।”
advertisement
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 06, 2019 2:23 PM IST