ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ ড্র
Last Updated:
সুয়ারেজের প্রত্যাবর্তন ম্যাচে আটকে গেলেন নেইমার। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে নিজেদের মাঠে ব্রাজিল এগিয়েও ২-২ গোলে ড্র করল উরুগুয়ের বিরুদ্ধে।
#ব্রাজিল:সুয়ারেজের প্রত্যাবর্তন ম্যাচে আটকে গেলেন নেইমার। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে নিজেদের মাঠে ব্রাজিল এগিয়েও ২-২ গোলে ড্র করল উরুগুয়ের বিরুদ্ধে।
ব্রাজিলের মাঠেই প্রত্যাবর্তন এল পিস্তোলেরোর। হতাশ ওয়ান্ডারকিড। প্রত্যাবর্তন বনাম প্রমাণের ম্যাচে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ ২-২ ড্র। নিজেদের মাঠে ২ গোলে এগিয়েও, ড্র করল ব্রাজিল। ২০১৪, সেবার ব্রাজিল বিশ্বকাপেই কামড় কাণ্ডে নির্বাসিত হয়েছিলেন সুয়ারেজ। ২০১৬তে ব্রাজিলের মাঠেই বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ফিরলেন। দলকে গোল করে ড্রও করালেন।
ম্যাচের শুরুটা ছিল অবশ্য ব্রাজিলের একাধিপত্যেই। মাত্র ৩৭ সেকেন্ডে ডগলাস কোস্তার গোলে এগিয়ে যায় দুঙ্গার দল। তখনও ম্যাচে বল ছোঁয়নি অস্কার তাবারেজের দল। দ্বিতীয় আঘাত আসে ম্যাচের ২৬মিনিটে। এবার গোল রেনাটো অগাষ্টোর।
advertisement
advertisement
ম্যাচে ফিরে আসার চমক ছিল এরপরই। পাঁচ মিনিটের মধ্যেই উরুগুয়ের ব্যবধান কমান কাভানি। দ্বিতীয়ার্ধের ৩মিনিটের মধ্যেই দলকে সমতায় ফেরান দুরন্ত সুয়ারেজ। প্রত্যাবর্তনের ম্যাচে গোল। অথচ ততটাই ম্লান নেইমার। ম্যাচ শেষে হ্যামবার্গারের বাজি নয়, বার্সার সতীর্থকেই সান্ত্বনা দিয়ে গেলেন সুয়ারেজ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2016 3:30 PM IST