পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে কেন এলেন না, ব্রাজিলেই ব্যাপক সমালোচনার মুখে নেইমার

Last Updated:

পেলের শেষ যাত্রায় উপস্থিত না থেকে বিতর্কে জড়ালেন নেইমার। ব্রাজিলের সংবাদ মাধ্যমের একাংশ এর জন্য কড়া সমালোচনা করেছে তারকা ফুটবলারের। এখনও কোনও প্রতিক্রিয়া দেননি নেইমার।

#স্যান্টোস: কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর প্যারিসে রয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। নিজের ক্লাব পিএসজি-তে যোগ দিয়েছেন। কিন্তু পেলের শেষ যাত্রায় উপস্থিত না থেকে বিতর্কে জড়ালেন তিনি। ব্রাজিলের সংবাদ মাধ্যমের একাংশ এর জন্য কড়া সমালোচনা করেছে নেইমারের। দেশ তথা বিশ্বের সবথেকে বড় ফুটবল কিংবদন্তীর মৃত্যুতে ব্রাজিলের বর্তমান তারকা নেই কেন তা নিয়ে উঠেছে প্রশ্ন।
গত বৃহস্পতিবার ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পেলে। সোমবার অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে তার দেহ নিয়ে যাওয়া হয় সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে। সেখানেই প্রয়াত ফুটবল সম্রাটকে শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়েছিল। েসখানে নেইমার উপস্থিত থাকবেন বলে আশা করেছিলেন অনেকেই। কিন্তু সোশ্যাল মিডিয়ায় পেলের প্রয়াণে আবেগপ্রবণ বার্তা দিলেও সশীরের শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকেননি নেইমার।
advertisement
advertisement
ব্রাজিলের সংবাদ মাধ্যমের একাংশের মত, পেলে যে ১০ নাম্বার জার্সি পরে খেলতেন সেই ১০ নাম্বার জার্সি এখন নেইমার পরেন। ২ দিন ধরে শ্রদ্ধা জানানো হলেও একদিনও কেন আসতে পারলেন না নেইমার তা নিয়েও ওঠে প্রশ্ন। এই বিষয়ে ক্লাবের কাছে ছুটি চাইলে সেই ছুটি পিএসজি কর্তৃপক্ষ মঞ্জুর করতেন বলেই মনে করছে ব্রাজিলের সাংবাদিকরা। যদিও এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি নেইমারের তরফে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে কেন এলেন না, ব্রাজিলেই ব্যাপক সমালোচনার মুখে নেইমার
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement