চাকরি গেল ব্রাজিল কোচ দুঙ্গার
Last Updated:
চাকরি গেল ব্রাজিল কোচ দুঙ্গার। শতবর্ষের কোপায় গ্রুপ পর্যায়েই ছিটকে যাওয়ার খেসারত দিতে হল চাকরি খুইয়ে।
#রিও দি জেনেইরো: এমনটা যে ঘটতে চলেছে ৷ তা মোটামুটি আন্দাজ করাই গিয়েছিল ৷ শেষপর্যন্ত সেটাই ঘটল বাস্তবে ৷ চাকরি গেল ব্রাজিল কোচ দুঙ্গার। শতবর্ষের কোপায় গ্রুপ পর্যায়েই ছিটকে যাওয়ার খেসারত দিতে হল চাকরি খুইয়ে। জাতীয় দলের পরবর্তী দায়িত্ব নেওয়ার দৌড়ে এগিয়ে করিন্থিয়ান্স কোচ তিতে।
ঘরের মাঠে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে সাত গোল খেয়েছিল ব্রাজিল। তারপরই বিগ ফিলকে সরিয়ে জাতীয় দলের হাল ফেরাতে প্রাক্তন অধিনায়ককেই দায়িত্ব দিয়েছিল CBF। কিন্তু কোপায় এবার খারাপ ফলের জন্য সেই দুঙ্গাকেও ছেঁটে ফেলল ব্রাজিল। গ্রুপ লিগের প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে শুরু করেছিল দুঙ্গার দল। পরের ম্যাচেই ছন্দে ফেরে সেলেকাওরা। হাইতির বিরুদ্ধে সাত গোলে জয়। কিন্তু গ্রুপের তৃতীয় ম্যাচে পেরুর বিরুদ্ধে বিতর্কিত গোলে হেরে বিদায়। কোপার শতবর্ষের ইতিহাসে প্রথমবার গ্রুপ পর্যায়ে ছিটকে যায় ব্রাজিল। হোক বিতর্কিত গোল। কিন্তু হারটা হারই। এই যুক্তিতেই কার্যত পেরুর কাছে হারের পরই নির্ধারিত হয়ে যায় দুঙ্গার ভাগ্য। বাকিটা ছিল শুধু আনুষ্ঠানিক সিলমোহর পড়ার অপেক্ষা। সেটাও করতে বেশি সময় নিল না CBF। কোচের পদ থেকে ছাঁটাই দুঙ্গা।
advertisement
২০১৫-র কোপার ফল খুব ভাল হয়নি। আমেরিকায় শতবর্ষের কোপায় নামার আগে দুঙ্গা বদলে দিয়েছিলেন পুরো দলের খোলনলচে। নেইমার ছিলেন না। সুযোগ পেয়েছিলেন একাধিক তরুণ। অনেকেই বলছিলেন, কোপার চেয়েও ঘরের মাঠে অলিম্পিককেই পাখির চোখ করেছিলেন দুঙ্গা। কিন্তু সেই এক্সপেরিমেন্টই কাল হল প্রাক্তন ব্রাজিল অধিনায়কের।
advertisement
দুঙ্গার উত্তরসূরি হিসেবে দৌড়ে সবার আগে নাম রয়েছে করিন্থিয়ান্স কোচ তিতের। বিভিন্ন সূত্রে খবর, অলিম্পিক থেকেই দায়িত্ব নিতে পারেন তিতে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 15, 2016 10:42 AM IST