দুর্বল হাইতিকেও সমীহ চোটে জর্জরিত ব্রাজিলের

Last Updated:

বৃহস্পতিবার কোপায় ফের ব্রাজিল। প্রতিপক্ষ সনি নর্ডির হাইতি। দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেও খেলতে নামার আগে কেঁপে যাচ্ছেন দুঙ্গা।

#ক্যালিফোর্নিয়া: বৃহস্পতিবার কোপায় ফের ব্রাজিল। প্রতিপক্ষ সনি নর্ডির হাইতি। দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেও খেলতে নামার আগে কেঁপে যাচ্ছেন দুঙ্গা। গোটা শিবির কার্যত পরিণত হয়েছে হাসপাতালে। এটাই এখন সবেচেয়ে বড় চিন্তা ব্রাজিল কোচ দুঙ্গার কাছে।
প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ড্র। তবে সমালোচকরা বলছেন, ওটা স্কোরলাইন। আদতে ম্যাচটা বরাতজোরে উতরে দিয়েছে ব্রাজিল।
আমেরিকায় আসার আগে দুঙ্গার গোঁ আর ফুটবলারদের চোট বেকায়দায় ফেলেছে ব্রাজিল শিবিরকে। এমনকী, আমেরিকাতে এসেও হারাতে হয়েছে কাকা-গুস্তাভোকে। এই অবস্থায় ইকুয়েডর ম্যাচের ড্র-কে সম্মানজনক বলেই মনে করছেন ব্রাজিল কোচ।
advertisement
তবে, হাইতির সঙ্গে আটকে গেলে ফের একটা লজ্জার মুখে পড়তে হবে পেলের দেশকে। তাই অখ্যাত এই দেশটির বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়েই ঝাঁপাতে চান দুঙ্গা। কিন্তু কাকে নিয়ে সেটাই তো কোটি টাকার প্রশ্ন।
advertisement
হাতিয়ার গাবিগোল, হাঙ্কের মতো অস্ত্র। তাই দিয়েই ৯০ মিনিট কাটিয়ে দিতে চান। উল্টোদিকে নতুন করে খুব একটা কিছু বলার নেই হাইতি সম্পর্কে। প্রতিপক্ষ যেই হোক না কেন, বৃহস্পতিবার ভোরে কলকাতা টিভি খুলবে একজনের জন্যই। তিনি সনি নর্ডি। তাঁর সৌজন্যেই কোপায় মোহনবাগান। আর তাঁর সৌজন্যেই এই শহরে হাইতির পরিচয় ৷
বাংলা খবর/ খবর/খেলা/
দুর্বল হাইতিকেও সমীহ চোটে জর্জরিত ব্রাজিলের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement