মানুষের জীবন আগে না আইপিএল ? প্রশ্ন বম্বে হাইকোর্টের
Last Updated:
মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় এখন প্রায় খরার মতো অবস্থা ৷ পানীয় দলের সঙ্কট দেখা দিয়েছে ৷ সেখানে তিনটে ক্রিকেট অ্যাসোসিয়েশনের ( মুম্বই, পুণে এবং নাগপুর) এব্যাপারে কোনও তাপ-উত্তাপ নেই ৷ স্টেডিয়ামে পিচ বা মাঠের রক্ষণাবেক্ষণে কয়েক লক্ষ লিটার জল ব্যবহার এখনও চলছে ৷ এব্যাপারে এক স্বেচ্ছাসেবী সংস্থার করা জনস্বার্থ মামলায় বুধবার বম্বে হাইকোর্টে বিচারপতির তীব্র ভর্ৎসনার মুখোমুখি হতে হল বিসিসিআই-কে ৷
#মুম্বই: মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় এখন প্রায় খরার মতো অবস্থা ৷ পানীয় দলের সঙ্কট দেখা দিয়েছে ৷ সেখানে তিনটে ক্রিকেট অ্যাসোসিয়েশনের ( মুম্বই, পুণে এবং নাগপুর) এব্যাপারে কোনও তাপ-উত্তাপ নেই ৷ স্টেডিয়ামে পিচ বা মাঠের রক্ষণাবেক্ষণে কয়েক লক্ষ লিটার জল ব্যবহার এখনও চলছে ৷ এব্যাপারে এক স্বেচ্ছাসেবী সংস্থার করা জনস্বার্থ মামলায় বুধবার বম্বে হাইকোর্টে বিচারপতির তীব্র ভর্ৎসনার মুখোমুখি হতে হল বিসিসিআই-কে ৷ বোর্ড এবং দুই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে রীতিমতো হুঁশিয়ারির সুরে হাইকোর্ট বলেছে, ‘‘বিসিসিআই অফিসের জলের লাইন যদি কেটে দেওয়া হত তবেই আপনারা হাড়ে হাড়ে টের পেতেন। কী করে এত জল নষ্ট করতে পারছেন? আপনাদের কাছে মানুষ আগে না কি আইপিএল আগে? কী করে পারছেন এমন দায়িত্বজ্ঞানহীন হতে? যে ভাবে জলের অপচয় হচ্ছে তা রীতিমতো অপরাধ। কেন না আপনারা ভালোমতোই জানেন মহারাষ্ট্রের এখন কী পরিস্থিতি। ’’ শুধু ওয়াংখেড়ের সাতটি ম্যাচের জন্যই খরচ হবে ৪০ লক্ষ লিটার জল ৷ যা ওখানকার সাধারণ মানুষের জন্য মোটেই সুখের খবর নয় ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 06, 2016 9:03 PM IST