Bizzare: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে আজব ঘটনা! লাঞ্চের আগেই হবে চা বিরতি, কারণ চমকপ্রদ

Last Updated:

Ind vs SA: অস্ট্রেলিয়া শেষ হতেই ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা

ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্টে টি হবে লাঞ্চের আগে
ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্টে টি হবে লাঞ্চের আগে
মুম্বই: ঘরের মাঠে ভারত বনাম ওয়েস্টইন্ডিজ সিরিজের পর ভারত অস্ট্রেলিয়া সফরে গেছে৷ ফিরে এসেই আবার খেলবে টেস্ট সিরিজ৷ এবার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা৷  ভারতীয় দল প্রায় এক সপ্তাহের মধ্যে তাদের পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য প্রস্তুত হবে। ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে, শুরুতেই হবে টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ১৪ নভেম্বর এবং দ্বিতীয় ও শেষ টেস্ট ২২ নভেম্বর শুরু হবে। প্রথম টেস্ট ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা হবে৷ দুই টেস্ট ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি গুয়াহাটির বারাসপাড়া স্টেডিয়ামে হবে।
Tea Break Before Lunch!
সর্বভারতীয় এক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো মধ্যাহ্নভোজের বিরতির আগে চা-বিরতি হবে। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে প্রথম অধিবেশনের শেষে ২০ মিনিটের চা-বিরতি অর্থাৎ টি হবে৷ তারপর, দ্বিতীয় অধিবেশন শেষে দুপুর ১:২০ মিনিটে ৪০ মিনিটের মধ্যাহ্নভোজের বিরতি অর্থাৎ লাঞ্চ হবে৷  দেশের পূর্বাঞ্চলে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় তাড়াতাড়ি হয়, সেই কারণেই এই ভাবনার প্রস্তাবনা করা হয়েছে৷
advertisement
advertisement
সংশোধিত সময়
প্রথম অধিবেশন – সকাল ৯টা থেকে ১১টা
দ্বিতীয় অধিবেশন – সকাল ১১.২০ থেকে দুপুর ১.২০
তৃতীয় অধিবেশন – দুপুর ২টা থেকে ৪টা
advertisement
এই সিরিজে ভারতীয় দল চ্যালেঞ্জ জানাবে দক্ষিণ আফ্রিকাকে, যারা এই মুহূর্তে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়ন। দুটি টেস্টই চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হবে এবং তাই এটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ হবে কারণ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি ঝুঁকির মধ্যে থাকবে।
বর্তমান WTC সাইকেলে, ভারত তৃতীয় স্থানে রয়েছে, যেখানে দক্ষিণ আফ্রিকা চতুর্থ স্থানে রয়েছে। অস্ট্রেলিয়া তিনটি টেস্টে তিনটি জয় নিয়ে বর্তমানে টেবিলের শীর্ষে রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Bizzare: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে আজব ঘটনা! লাঞ্চের আগেই হবে চা বিরতি, কারণ চমকপ্রদ
Next Article
advertisement
SIR Update: ভোটারের দেখা না পেলে এক বাড়িতে কতবার আসবেন BLO? কী করণীয় আপনার, জানুন SIR-এর জরুরি তথ্য
ভোটারের দেখা না পেলে এক বাড়িতে কতবার আসবেন BLO? কী করণীয় আপনার, জানুন SIR-এর জরুরি তথ্য
  • ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা৷

  • ভোটারের দেখা না পেলে কী করবেন বিএলও-রা?

  • কী করণীয় ভোটারের, সব জানিয়ে দিল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement