‘‘টেলরের জন্য খারাপ লাগছে, ভাগ্য আজ আমার সঙ্গে ছিল ’’: বিরাট

Last Updated:

ম্যাচ শেষ তাই নিজের ভাগ্যকেও ধন্যবাদ জানিয়েছেন বিরাট ৷

#মোহালি:  নিউজিল্যান্ডের ২৮৬ রান তাড়া করাটা মোহালিতে মোটেই সহজ কাজ ছিল না ৷  কিন্তু সেই কঠিন কাজটাই সহজে করে দেখিয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা ৷ আরও ভাল করে বললে বলতে হয় কাজটা করলেন ভারতের দুই অধিনায়ক (টেস্ট এবং ওয়ান ডে) বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি ৷ মাহির ফর্মে ফেরার দিনেও তাঁকে ছাপিয়ে গেলেন বিরাট কোহলি ৷ তিনি যে এখন শুধু ভারতের নয়, গোটা বিশ্বেরই সবচেয়ে ধারাবাহিক এবং অন্যতম সেরা ব্যাটসম্যান, এব্যাপারে কোনও সন্দেহ নেই ৷ তাঁর রবিবাসরীয় অপরাজিত ১৫৪ ইনিংসটাও ছিল নিখুঁত ৷ তবে মাত্র ৬ রানের মাথাতেই দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে যান বিরাট ৷ আর সেই ক্যাচ ফস্কান তুখোড় ফিল্ডার রস টেলর ৷
ম্যাচ শেষ তাই নিজের ভাগ্যকেও ধন্যবাদ জানিয়েছেন বিরাট ৷ সাংবাদিকদের তিনি বলেন , ‘‘ আজকে ভাগ্য আমার সঙ্গে ছিল ৷ রস টেলরের জন্য খারাপ লাগছে ৷ ক্যাচ মিসের পর ব্যাটসম্যানের লম্বা ইনিংস কখনই মেনে নেওয়া যায় না ৷ ঠিক এরকম ভুল আমিও করেছিলাম নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটন টেস্টে ৷ ব্রেন্ডন ম্যাকালামের ক্যাচ মিস করেছিলাম যখন ওর রান ছিল মাত্র সাত ৷ ওখান থেকে ম্যাকালাম ৩০০ করেছিল ৷ ’’
advertisement
এই উইকেটে যে ২৮৬ রান তাড়া করাটাও মোটেই সহজ কাজ ছিল না ৷ সেটাও বলেছেন বিরাট ৷ তাঁর মতে, ‘‘ আমরা হয়তো নিউজিল্যান্ডকে একটু বেশি রান করার সুযোগই করে দিয়েছি৷ কিন্তু আমরা জানতাম যে, রান তাড়া করতে আমরা ভালোই জানি৷ ধোনির উপরে উঠে আসা ও মণীশের নীচের দিকে খেলা আমাকে ভরসা জুগিয়েছে বড় রানের জন্য ৷’’
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
‘‘টেলরের জন্য খারাপ লাগছে, ভাগ্য আজ আমার সঙ্গে ছিল ’’: বিরাট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement