'ও মরে যাবে..মার খাবে..কাঁদবে..কিন্তু..'! অভিষেক শর্মার বড় রহস্য ফাঁস করলেন যুবরাজ সিং!

Last Updated:

Biggest Secret Of Abhishek Sharma Reveals By Yuvraj Singh: ভারতীয় ক্রিকেটে নতুন তারকা, আগামীর মহাতারকা মনে করা হচ্ছে অভিষেক শর্মাকে। পঞ্জাবের এই তরুণ ওপেনার সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ সিরিজে নজরকাড়া পারফরম্যান্সে সবাইকে মুগ্ধ করেছেন।

News18
News18
ভারতীয় ক্রিকেটে নতুন তারকা, আগামীর মহাতারকা মনে করা হচ্ছে অভিষেক শর্মাকে। পঞ্জাবের এই তরুণ ওপেনার সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ সিরিজে নজরকাড়া পারফরম্যান্সে সবাইকে মুগ্ধ করেছেন। ৫ ম্যাচে ১৬৩ রান করে সিরিজের সর্বোচ্চ রান স্কোরার হয়েছেন তিনি এবং জিতেছেন প্লেয়ার অফ দ্য সিরিজ পুরস্কার। আক্রমণাত্মক ব্যাটিং, ঠান্ডা মাথার সিদ্ধান্ত আর নিজের প্রতি আত্মবিশ্বাস—সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটে অভিষেকের উত্থান এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
অভিষেকের এই সফলতার পেছনে বড় অবদান রয়েছে তার মেন্টর যুবরাজ সিংয়ের। ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ জানিয়েছেন, তিনি এই তরুণ ব্যাটসম্যানকে নিজ হাতে গড়ে তুলেছেন কঠোর পরিশ্রম ও নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে। অভিষেকের মানসিক দৃঢ়তা, অনুশীলনের প্রতি একাগ্রতা এবং আত্মবিশ্বাসই তাকে আজকের পর্যায়ে এনেছে বলে মনে করেন যুবি।
তবে অভিষেক সম্পর্কে এক মজার তথ্যও ফাঁস করেছেন যুবরাজ। তিনি হাসতে হাসতে বলেছেন, “তুমি অভিষেক শর্মার কাছ থেকে যেকোনো কিছু নিতে পারো, কিন্তু তার ব্যাট কখনোই না! সে মরে যাবে, কাঁদবে, তবুও নিজের ব্যাট দেবে না।” যুবরাজ জানান, অভিষেক নিজের ব্যাটের সংখ্যা নিয়েও ভুল তথ্য দেয়, যাতে কেউ তার প্রিয় ব্যাটে হাত না দিতে পারে।
advertisement
advertisement
advertisement
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে অভিষেক ও শুভমন গিলের জুটি ভারতের শক্তি বাড়িয়েছে বহুগুণে। ওপেনিং জুটিতে এই দুই তরুণের বোঝাপড়া ও আক্রমণাত্মক মানসিকতা প্রতিপক্ষকে চাপে রেখেছে। সিরিজের শেষ ম্যাচে বৃষ্টিতে খেলা ভেস্তে গেলেও, তাদের ৪.৫ ওভারে ৫২ রানের অপরাজিত জুটি প্রশংসিত হয়।
advertisement
ভারতী অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, “অভিষেক ও শুভমন যখন ইনিংস শুরু করে, তারা শুধু রানই করে না, পুরো দলের মনোবলও বাড়িয়ে দেয়। কঠিন উইকেটে তারা বুদ্ধিমত্তার সঙ্গে খেলে এবং অভিজ্ঞতা থেকে আরও শিখছে।” সব মিলিয়ে, নতুন প্রজন্মের এই তুখোড় ব্যাটসম্যান এখন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের অন্যতম ভরসা হয়ে উঠছেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
'ও মরে যাবে..মার খাবে..কাঁদবে..কিন্তু..'! অভিষেক শর্মার বড় রহস্য ফাঁস করলেন যুবরাজ সিং!
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement