Lionel Messi: অবসরের প্রথম ধাপে মেসি! দীর্ঘদিন গায়ে তুলবেন না আর্জেন্টিনার জার্সি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Lionel Messi: ২৪ জুন নিজের ৩৬ তম জন্মদিন পালন করেছেন লিওনেল মেসি। শুভেচ্ছার জোয়ারে ভেসেছেন বিশ্বজয়ী। বিশ্বজয়ের পর প্রথম জন্মদিনে শুভেচ্ছার জোয়ারে ভেসেছেন আর্জেন্টাইন মহাতারকা। আর জন্মদিন পরেই নিজের বড় ইচ্ছের কথা জানালেন মেসি।
কলকাতা: ২৪ জুন নিজের ৩৬ তম জন্মদিন পালন করেছেন লিওনেল মেসি। শুভেচ্ছার জোয়ারে ভেসেছেন বিশ্বজয়ী। বিশ্বজয়ের পর প্রথম জন্মদিনে শুভেচ্ছার জোয়ারে ভেসেছেন আর্জেন্টাইন মহাতারকা। আর জন্মদিন পরেই নিজের বড় ইচ্ছের কথা জানালেন মেসি। ইংরেজি দৈনিক ‘মিরর’-এর প্রতিবেদন অনুযায়ী, লিওনেল মেসি নাকি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি আগামি এক বছর আর আর্জেন্টিনার জার্সিতে কোনও ম্যাচ খেলতে চান না। জন্মদিন উপলক্ষ্যে আর্জেন্টিনায় প্রদর্শনী ম্যাচ খেলতে নেমে স্কালোনিকেও এই কথা জানিয়েছেন মেসি।
মেসির কথা শুনে নাকে প্রাথমিকভাবে হতবাক হয়েছিলেন আর্জেন্টাইন কোচ। তারপর অবশ্য মেসি নাকি জানিয়েছেন তাঁর এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ। মেসির ব্যাখ্যা শোনার পর মেসির সিদ্ধান্তকে স্কালোনি সম্মান জানিয়েছেন বলে সূত্রের খবর। ঘনিষ্ঠ মহলে মেসি জানিয়েছেন, নিজের ক্লাব ফুটবল কেরিয়ারে মিয়ামিতে খেলতে যাওয়াটাকে বড় সিদ্ধান্ত হিসেবে দেখছেন মেসি। কারণ আমেরিকায় আবাহাওয়া থেকে শুরু ভাষা সব কিছু নিয়েই মেসিকে প্রাথমিকভাবে সমস্যা পড়তে হবে। কারণ খুব ভাল ইংরেজি জানেন না মেসি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ Rinku Singh: স্বপ্নপূরণ রিঙ্কু সিংয়ের! এই সিরিজে কেকেআর তারকার গায়ে উঠতে পারে টিম ইন্ডিয়ার জার্সি
বার্সেলোনা এবং প্যারিসের তুলনায় মিয়ামি অনেকটাই আলাদা। সেখানে পরিবারকেও আরও কিছুটা বেশি সময় দিতে চান মেসি। নতুন জায়গা, নতুন ক্লাব, নতুন আবহাওয়া, নতুন ভাষা, সব দিক বিচার করেই এক বছরের জন্য জাতীয় দল থেকে অব্যাহতি চেয়েছেন মেসি। মেসির এই দাবি আর্জেন্টিনার ফুটবল সংস্থা সরকারিভাবে কোনও সিদ্ধান্ত না জানালেও মেনে নেওয়ার সম্ভাবনাই বেশি। আর আগামি এক বছরে খুব একটা গুরুত্বপূর্ণ খেলাও নেই আর্জেন্টিনার। মনে করা হচ্ছে ২০২৪ কোপা আমেরিকার আগেই ফের দলের সঙ্গে যোগ দেবেন মেসি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 26, 2023 2:42 PM IST