RCB vs PBKS IPL 2025 Final: ফাইনালের আগে আরসিবিতে সবথেক বড় ধাক্কা! খেলবেন না মহাতারকা? স্বপ্ন শেষ বেঙ্গালুরুর!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
RCB vs PBKS IPL 2025 Final: আসন্ন আইপিএল ২০২৫ ফাইনালের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিবিরে কি বড়সড় ধাক্কা লাগলো? দলের তারকা ব্যাটারকে নিয়ে তৈরি হল সংশয়।
আসন্ন আইপিএল ২০২৫ ফাইনালের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিবিরে কি বড়সড় ধাক্কা লাগলো? দলের তারকা ওপেনার ফিল সল্ট ফাইনালের আগের দিন অনুশীলনে অংশ নেননি। জানা গেছে, সল্ট বর্তমানে নিজের প্রথম সন্তানের জন্মের জন্য তার স্ত্রীর পাশে থাকতে পারেন, এবং তিনি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দলের সঙ্গে উপস্থিতও নন।
ESPNcricinfo-এর একটি রিপোর্ট অনুযায়ী, সল্ট আদৌ শহরে রয়েছেন কি না, তা নিয়েই জল্পনা শুরু হয়েছে। যদি সত্যিই তিনি না থাকেন, তবে এটি আরসিবির শিরোপা জয়ের স্বপ্নে বড় ধাক্কা হতে পারে। এই মরশুমে ১২ ম্যাচে ৩৮৭ রান করেছেন তিনি, স্ট্রাইক রেট ১৭৫.৯০ এবং গড় ৩৫-এর উপরে। বিরাট কোহলির সঙ্গে তার ওপেনিং জুটি এই মরশুমে বেঙ্গালুরুর ব্যাটিংয়ের ভিত্তি তৈরি করেছে।
advertisement
আরসিবির প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার এবং অধিনায়ক রজত পাতিদার কেউই সাংবাদিক বৈঠকে সল্টের উপলব্ধতা নিয়ে মুখ খোলেননি। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি একটি কৌশলগত সিদ্ধান্ত হতে পারে। ফ্লাওয়ার পূর্বেও প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে চোট পাওয়া খেলোয়াড়দেরও ওয়ার্ম-আপে পাঠিয়েছেন।
advertisement
সল্ট অনুশীলনে একমাত্র অনুপস্থিত ছিলেন না, আরও কয়েকজন বিশ্রামে ছিলেন। তবে সল্টের অনুপস্থিতি সবচেয়ে বেশি চোখে পড়ে। তার বিকল্প হিসেবে আরসিবির সামনে অনেক অপশন নেই। জ্যাকব বেথেল জাতীয় দলে থাকায় তাকে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য পরিবর্ত হিসেবে টিম সেফার্ট বা মায়াঙ্ক আগরওয়ালের কথা ভাবা হচ্ছে।
advertisement
শেষ পর্যন্ত সল্ট খেলবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে এই অনিশ্চয়তা ফাইনালের আগ মুহূর্তে বেঙ্গালুরুর জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। তাদের এখনও প্রথম আইপিএল শিরোপা জয়ের অপেক্ষা, আর এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে এক মূল খেলোয়াড়কে হারানো মানে চাপ আরও বেড়ে যাওয়া।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 03, 2025 3:12 PM IST