#শ্রীনগর: জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবায় যোগ দেওয়া কাশ্মীরি ফুটবলার মজিদ খান আবার ফিরে এসেছেন জীবনের মূলস্রোতে ৷ কাশ্মীর উপত্যকার অত্যন্ত প্রতিভাশালী এই ফুটবলার যাতে আর কোনওদিন জীবনে এমন পদক্ষেপ না নেন এবং তাঁর ফুটবল কেরিয়ারের উন্নতির জন্য এবার নেমে পড়লেন স্বয়ং প্রাক্তন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক ভাইচুং ভুটিয়া ৷
সংবাদমাধ্যমে মারফত খবরটা জানার পরেই ভাইচুংয়ের টুইট করে বলেন, জম্মু-কাশ্মীর ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর কথা হয়েছে ৷ দিল্লিতে BBF স্কুলে মজিদের ট্রেনিংয়ের ব্যবস্থা তিনি করে দিচ্ছেন ৷ একজন পেশাদার ফুটবলার হিসেবে গড়ে উঠতে মজিদকে সবরকমভাবে সাহায্য করা হবে বলেও জানিয়েছেন ভাইচুং ৷
I felt concerned reading this news and hence I have spoken to J&K Football Association President to Reach out to him and convey my offer that he can train with @BBFSchools in Delhi which will give him an opportunity at becoming a pro footballer. I hope #Majid accepts my offer. pic.twitter.com/ZGkjBPraRr
— Bhaichung Bhutia (@bhaichung15) November 18, 2017
কিছুদিন আগেই উগ্রপন্থার রাস্তা বেছে নিয়ে জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবায় যোগ দিয়েছিল কাশ্মীরের তরুণ ফুটবলার মজিদ খান। তাকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনা গিয়েছে। মাজিদকে ফিরিয়ে আনতে বার বার তার পরিবার ও বন্ধুবান্ধবদের দিয়ে অনুরোধ জানায় পুলিশ। স্বজনদের অনুরোধে কিছুটা বরফ গলে যায়। আর তারপরই কাশ্মীরে সেনার হাতে ধরা দেয় মজিদ।
অনন্তনাগের এই তরুণ ফুটবলার এক সপ্তাহ আগে ফেসবুকে জানায় যে , সে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনটিতে যোগ দিয়েছে। কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মাজিদ ইতিমধ্যেই বহু এনজিও -র সঙ্গে কাজ করেছে। তাই ফেসবুকে তাকে চিনতে অসুবিধে হয়নি কারোর। তবে বর্তমানে সে পুলিশ ও সেনার সঙ্গেই রয়েছে। পুলিশের তরফে এই ঘটনাকে স্বাগত জানানো হয়েছে। মজিদ জঙ্গি সংগঠন ছেড়ে আবার ফিরে আসায় স্বভাবতই খুশির হাওয়া উপত্যকায় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।