জঙ্গি সংগঠন থেকে ফেরা ফুটবলার মজিদকে ফুটবল শেখাতে চান ভাইচুং !

Last Updated:

জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবায় যোগ দেওয়া কাশ্মীরি ফুটবলার মজিদ খান আবার ফিরে এসেছেন জীবনের মূলস্রোতে ৷

#শ্রীনগর: জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবায় যোগ দেওয়া কাশ্মীরি ফুটবলার মজিদ খান আবার ফিরে এসেছেন জীবনের মূলস্রোতে ৷ কাশ্মীর উপত্যকার অত্যন্ত প্রতিভাশালী এই ফুটবলার যাতে আর কোনওদিন জীবনে এমন পদক্ষেপ না নেন এবং তাঁর ফুটবল কেরিয়ারের উন্নতির জন্য এবার নেমে পড়লেন স্বয়ং প্রাক্তন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক ভাইচুং ভুটিয়া ৷
সংবাদমাধ্যমে মারফত খবরটা জানার পরেই ভাইচুংয়ের টুইট করে বলেন, জম্মু-কাশ্মীর ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর কথা হয়েছে ৷ দিল্লিতে BBF স্কুলে মজিদের ট্রেনিংয়ের ব্যবস্থা তিনি করে দিচ্ছেন ৷ একজন পেশাদার ফুটবলার হিসেবে গড়ে উঠতে মজিদকে সবরকমভাবে সাহায্য করা হবে বলেও জানিয়েছেন ভাইচুং ৷
advertisement
advertisement
কিছুদিন আগেই উগ্রপন্থার রাস্তা বেছে নিয়ে জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবায় যোগ দিয়েছিল কাশ্মীরের তরুণ ফুটবলার মজিদ খান। তাকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনা গিয়েছে। মাজিদকে ফিরিয়ে আনতে বার বার তার পরিবার ও বন্ধুবান্ধবদের দিয়ে অনুরোধ জানায় পুলিশ। স্বজনদের অনুরোধে কিছুটা বরফ গলে যায়। আর তারপরই কাশ্মীরে সেনার হাতে ধরা দেয় মজিদ।
advertisement
Kashmiri-footballer-Majid-Arshid-Khan-joins-LeT
অনন্তনাগের এই তরুণ ফুটবলার এক সপ্তাহ আগে ফেসবুকে জানায় যে , সে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনটিতে যোগ দিয়েছে। কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মাজিদ ইতিমধ্যেই বহু এনজিও -র সঙ্গে কাজ করেছে। তাই ফেসবুকে তাকে চিনতে অসুবিধে হয়নি কারোর। তবে বর্তমানে সে পুলিশ ও সেনার সঙ্গেই রয়েছে। পুলিশের তরফে এই ঘটনাকে স্বাগত জানানো হয়েছে। মজিদ জঙ্গি সংগঠন ছেড়ে আবার ফিরে আসায় স্বভাবতই খুশির হাওয়া উপত্যকায় ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
জঙ্গি সংগঠন থেকে ফেরা ফুটবলার মজিদকে ফুটবল শেখাতে চান ভাইচুং !
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement