Maradona Grandson: মারাদোনার নাতির অভিষেক হল পেশাদার ম্যাচে! ফুটবল স্কিল দেখে চমকে গেল দুনিয়া

Last Updated:
মেসিকে নিয়ে বেঞ্জামিন
মেসিকে নিয়ে বেঞ্জামিন
রোজারিও: তার শরীরে বইছে মারাদোনার রক্ত। বাবা আর্জেন্টিনার ইতিহাসে অন্যতম সেরা স্ট্রাইকার আগুয়েরো। লিওনেল মেসি তাকে ছোটবেলা থেকে চেনেন। তার কাছে ফুটবল ভালোবাসার বস্তু হবে সেটাই স্বাভাবিক। নাম তার বেনজামিন। আর্জেন্টিনার জুনিয়র ডিভিশনের দল টাইগ্রেসের মাঠে মিডিয়া প্রতিনিধিদের ভিড়। ১৪ বছর বয়সে ফুটবলে অভিষেক ঘটল আর্জেন্টিনা ফুটবল ঈশ্বরের নাতি বেঞ্জামিনের।
শুধু দাদুর পরিচয়ে নন, বেঞ্জামিনের বাবাও বিখ্যাত, তিনি সার্জিও আগুয়েরো। লিওনেল মেসিদের একদা সতীর্থ। তাঁকে দেখে বোঝাই গিয়েছে জিনে ফুটবলের মশলা রয়েছে। দাদুর মতো ক্ষীপ্রতা ও বাবার মতো গোলে জায়গা নেওয়ার মতো মুন্সিয়ানা রয়েছে তাঁর। এই প্রথম ৯০ মিনিট খেললেন বেঞ্জামিন। ৯ নম্বর জার্সি পরে ভিলা ডোমিনিকো স্টেডিয়ামে খেলতে নামেন তিনি।
advertisement
advertisement
কোনও গোল না পেলেও সকলের মন জয় করে নিয়েছেন। মা জিয়ান্নিনা বলেছেন, তুমি নিজের আনন্দে খেলো, তোমাকে আমরা ভালবাসি। কাতারের মাঠে মেসিদের বিশ্বকাপ জয়ের মুহূর্তে বেঞ্জামিন হাজির ছিলেন। কারণ মেসির প্রিয় বন্ধুর মধ্যে আগুয়েরো রয়েছেন। তাঁদের মধ্যে পারিবারিক যোগাযোগ রয়েছে। বেঞ্জামিনকে ছোটবেলা থেকে চেনেন লিও মেসি।
advertisement
এবার বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর বেঞ্জামিনকে জড়িয়ে ধরে ছবি আছে মেসির। বেঞ্জামিন নিজেও বলেছেন তিনি মেসির মতো হতে চান। দাদুর খেলার ভিডিও দেখেছেন। বাবাকে খেলতে দেখেছেন। তবে হার্টের সমস্যায় সময় অনেক আগে অবসর নিয়ে নিতে হয় আগুয়েরোকে। বেঞ্জামিন জানিয়েছেন তিনি এখন ধারাবাহিক ভাল ফুটবল খেলতে চান। বাবা সাহায্য করছেন। আসল লক্ষ্য পাঁচ বছরের মধ্যে আর্জেন্টিনা সিনিয়র দলে জায়গা করে নেওয়া।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Maradona Grandson: মারাদোনার নাতির অভিষেক হল পেশাদার ম্যাচে! ফুটবল স্কিল দেখে চমকে গেল দুনিয়া
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement