Maradona Grandson: মারাদোনার নাতির অভিষেক হল পেশাদার ম্যাচে! ফুটবল স্কিল দেখে চমকে গেল দুনিয়া
- Published by:Rohan roychowdhury
Last Updated:
রোজারিও: তার শরীরে বইছে মারাদোনার রক্ত। বাবা আর্জেন্টিনার ইতিহাসে অন্যতম সেরা স্ট্রাইকার আগুয়েরো। লিওনেল মেসি তাকে ছোটবেলা থেকে চেনেন। তার কাছে ফুটবল ভালোবাসার বস্তু হবে সেটাই স্বাভাবিক। নাম তার বেনজামিন। আর্জেন্টিনার জুনিয়র ডিভিশনের দল টাইগ্রেসের মাঠে মিডিয়া প্রতিনিধিদের ভিড়। ১৪ বছর বয়সে ফুটবলে অভিষেক ঘটল আর্জেন্টিনা ফুটবল ঈশ্বরের নাতি বেঞ্জামিনের।
শুধু দাদুর পরিচয়ে নন, বেঞ্জামিনের বাবাও বিখ্যাত, তিনি সার্জিও আগুয়েরো। লিওনেল মেসিদের একদা সতীর্থ। তাঁকে দেখে বোঝাই গিয়েছে জিনে ফুটবলের মশলা রয়েছে। দাদুর মতো ক্ষীপ্রতা ও বাবার মতো গোলে জায়গা নেওয়ার মতো মুন্সিয়ানা রয়েছে তাঁর। এই প্রথম ৯০ মিনিট খেললেন বেঞ্জামিন। ৯ নম্বর জার্সি পরে ভিলা ডোমিনিকো স্টেডিয়ামে খেলতে নামেন তিনি।
advertisement
advertisement
কোনও গোল না পেলেও সকলের মন জয় করে নিয়েছেন। মা জিয়ান্নিনা বলেছেন, তুমি নিজের আনন্দে খেলো, তোমাকে আমরা ভালবাসি। কাতারের মাঠে মেসিদের বিশ্বকাপ জয়ের মুহূর্তে বেঞ্জামিন হাজির ছিলেন। কারণ মেসির প্রিয় বন্ধুর মধ্যে আগুয়েরো রয়েছেন। তাঁদের মধ্যে পারিবারিক যোগাযোগ রয়েছে। বেঞ্জামিনকে ছোটবেলা থেকে চেনেন লিও মেসি।
advertisement
Argentina legend Diego Maradona’s grandson and former Manchester City striker Sergio Aguero’s son Benjamin Aguero Maradona made his football debut with Argentine club Tigre’s ninth division. https://t.co/XFr8wpxoxz
— Express Sports (@IExpressSports) March 20, 2023
এবার বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর বেঞ্জামিনকে জড়িয়ে ধরে ছবি আছে মেসির। বেঞ্জামিন নিজেও বলেছেন তিনি মেসির মতো হতে চান। দাদুর খেলার ভিডিও দেখেছেন। বাবাকে খেলতে দেখেছেন। তবে হার্টের সমস্যায় সময় অনেক আগে অবসর নিয়ে নিতে হয় আগুয়েরোকে। বেঞ্জামিন জানিয়েছেন তিনি এখন ধারাবাহিক ভাল ফুটবল খেলতে চান। বাবা সাহায্য করছেন। আসল লক্ষ্য পাঁচ বছরের মধ্যে আর্জেন্টিনা সিনিয়র দলে জায়গা করে নেওয়া।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 21, 2023 1:27 PM IST