অকালে মৃত্যু বাংলার প্রতিভাবান তরুণ ক্রিকেটারের! শোকস্তব্ধ ময়দান
- Published by:Sudip Paul
- news18 bangla
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
Bengal Young Cricketer Died: বাংলার ক্রিকেটে মর্মান্তিক ঘটনা। আকস্মিক দুর্ঘটনায় অকালে মৃত্যু হল এক সম্ভাবনাময় তরুণ ক্রিকেটার। প্রয়াত ক্রিকেটারের নাম আসিফ হোসেন। তাঁর বয়স ছিল মাত্র ২৮ বছর।
কলকাতা: বাংলার ক্রিকেটে মর্মান্তিক ঘটনা। আকস্মিক দুর্ঘটনায় অকালে মৃত্যু হল এক সম্ভাবনাময় তরুণ ক্রিকেটার। প্রয়াত ক্রিকেটারের নাম আসিফ হোসেন। তাঁর বয়স ছিল মাত্র ২৮ বছর। এমন এক তরুণ ক্রিকেটারের মৃত্যুর খবরে শোকস্তব্ধ বাংলার ক্রিকেট মহল থেকে গোটা ময়দান।
পরিবারের তরফে জানা যায়, দিব্যি সুস্থ ছিলেন আসিফ হোসেন। কিন্তু বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান বছর ২৮-এই ক্রিকেটার। আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় শহরের একটি নামকরা বেসরকারি হাসপাতালে। সেখানেই আসিফ হোসেনকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের ডাক্তার।
প্রসঙ্গত, বাংলার বিভিন্ন বয়স ভিত্তিক দলের হয়ে খেলেছিলেন আসিফ হোসেন। সিনিয়র বেঙ্গল দলের হয়ে খেলার স্বপ্ন ছিল তাঁর। বেঙ্গল টি-টোয়েন্টি লিগে একটি ম্যাচে ৯৯ রান করে নজরও কেড়েছিলেন। চলতি বছর ক্লাব ক্রিকেটে স্পোটিং ইউনিয়নে সই করেছিলেন। কিন্তু এমন মৃত্যু কল্পনাও করা যায়নি।
advertisement
advertisement
সন্তানের এইভাবে অকালে চলে যাওয়ায় ভেঙে পড়েছে গোটা পরিবার। বাড়িতে এখনও ছড়িয়ে ছিটিয়ে ক্রিকেটের নানা সরঞ্জাম। আসিফ হোসেনের মৃত্যুর খবরে শোকস্তব্ধ তাঁর সতীর্থরা। পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সকলে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 30, 2024 11:29 PM IST