‘দাবাং’ চ্যালেঞ্জকে ভোঁতা করে প্রো কবাডির শীর্ষে বেঙ্গল ওয়ারিয়ার্স
Last Updated:
গত দু’মরসুম পারফরম্যান্স ভাল হয়নি। সপ্তম ও ষষ্ঠ হয়েই বিদায় নিতে হয়েছে। কিন্তু প্রো কবাডির তৃতীয় সংস্করণে ফর্ম তুঙ্গে কলকাতার চ্যালেঞ্জ বেঙ্গল ওয়ারিয়র্সের।
#কলকাতা: গত দু’মরশুমে যা পারফরম্যান্স ৷ তাতে বেঙ্গল ওয়ারিয়ার্সের হয়ে এবছরও কেউই বাজি ধরতে রাজি ছিলেন না ৷ কিন্তু এবছর প্রো কবাডিতে যে অন্য স্ট্র্যাটেজি এবং অনেক ভালো টিম নিয়ে খেলতে নেমেছে কলকাতার দল , সেটা তাদের খেলা না দেখলে বোঝার উপায় নেই ৷ দু’টো ম্যাচ জিতেই নিজেদের শহরে এসেছিলেন বাংলার যোদ্ধারা ৷ এখানে এসেও সেই জয়ের ধারা বজায় রাখতে এখনও পর্যন্ত সফল তাঁরা ৷ রবিবার পুণেরি পল্টনদের হারানোর পর এদিন দাবাং দিল্লিকেও ধরাশায়ী করল প্রতাপ শেঠির দল ৷ সেইসঙ্গে প্রো কবাডির তৃতীয় সংস্করণে শীর্ষ স্থানে উঠে এলে বেঙ্গল ওয়ারিয়ার্স ৷
সোমবার নেতাজি ইন্ডোরে দাবাং দিল্লিকে হারাতে বিশেষ সমস্যায় পড়তে হয়নি বাংলা দলকে ৷ ম্যাচের ফল ৩৪-১৭। টুর্নামেন্টে এটি কলকাতার চতুর্থ জয়। দিল্লি ইতিমধ্যেই ছ’ম্যাচের সব কটাতেই হেরে লিগ টেবলে সবার তলায় রয়েছে। দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে এ দিন আগাগোড়া আক্রমণাত্মক ছিলেন কলকাতার মহেশ গৌড়, নীতিন তোমাররা।
advertisement
advertisement
চার ম্যাচে কলকাতার পয়েন্ট ২০। সমসংখ্যক ম্যাচে পটনা পাইরেটসের পয়েন্টও ২০। কলকাতার মতোই এ দিন তারা ২৯-২৫ হারাল তেলুগু টাইটান্সকে। কিন্তু প্রো-কবাডির টেকনিক্যাল নিয়মে কলকাতার পিছনেই থাকতে হল পটনাকে। মঙ্গলবার এই পটনা পাইরেটসেরই মুখোমুখি হবে বেঙ্গল ওয়ারিয়ার্স ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 09, 2016 10:15 AM IST